'আমি আর চুল বড় করব না...' : সাংবাদিক সম্মেলেন ধোনির সেরা উক্তি একনজরে!
সম্প্রতি একদিনের ম্যাচ ও টি২০ ফরম্যাটে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক পদ থেকে সরে দাঁড়িয়েছেন সীমিত ওভারের ক্রিকেটে ভারতের সফলতম অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি।
১৫ জানুয়ারি থেকে শুরু হওয়া ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের ম্য়াচে দেখা যাবে ধোনিতে। সূত্রের খবর ২০১৯ সালের বিশ্বকাপ পর্যন্ত তিনি খেলতে চান। তবে অধিনায়কের দায়িত্বে নয়। বিরাট কোহলির অধিনায়কত্বে এবার দেখা যাবে ধোনিতে। কোহলির আশা কাঁধ থেকে নেতৃত্বের বোঝা নেমে যাওয়ায় আরও নির্ভীক হয়ে খেলতে পারবেন।

ধোনি এদিন সাংবাদিক সম্মেলনে যা যা বললেন তার একঝলক।
১. আমি নিচের দিকে ব্যাট করতে চাইতাম। আসলে আমাদের ব্যাটিং অর্ডারে নিচের দিকে কোনও মারকুটে ব্যাটসম্যান নেই। পরিস্থিতির উপর নির্ভর করছে আমি আগামী দিনে আমি কোন পজিশনে ব্য়াট করব।
২. আর কোনওদিনও চুল বড় করব না।
৩. ভাগাভাগি করে অধিনায়কত্ব বিষয়টা ঠিক কাজ করে না। আমার মাথায় সবসময় ছিল যখন কোহলি টেস্টের অধিনায়কের দায়িত্ব গ্রহণ করল, আমি চেয়েছিলাম ওকে কিছুটা সময় দিতে, তারপর কোহলিকে পুরো অধিনায়কত্ব ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিলাম।
৪. উইকেটকিপার হিসাবে আমি সবসময়ে সেদিকে নজর রাখব যা আমার অধিনায়ক আমার থেকে চাইছে।
৫. সব মিলিয়ে এটা আমার কাছে সত্যিই মনে রাখার মতো যাত্রাপথ। কখনও চড়াই, কখনও উতরাই। আমি যখন শুরু করেছিলাম তখন অনেক প্রবীন খেলোয়াড় ছিলেন, যখন তারা ছেড়ে চলে গেলেন সেই সময়টা যাতে মসৃণ হয় তা নিশ্চিত করার দায়িত্ব আমাদের উপর ছিল।
৬. প্রবীন খেলোয়াড়রা বেরিয়ে যেতে তরুণ খেলোয়াড়রা সেই জায়গা নিতে এল। এই যাত্রাপথ আমি সত্যিই খুব উপভোগ করেছি।
৭. আমি আর কোহলি সবসময় খুব ঘনিষ্ঠ থেকেছি। ও যখন বাদ গিয়েছে কখনও ও চিন্তিত হয়নি, কিন্তু সুযোগ পেলেই নিজের অবদান রাখার চেষ্টা ও চালিয়ে যেত।
৮. আমার কাজ হল কোহলিকে সহযোগিতা করা যখনই ওর প্রয়োজন। আমি স্টাম্পের পিছন থেকে ভাবতে শুরু করব।
৯. আমি কোহলিকে যত সহযোগিতা করব, ভারতীয় ক্রিকেট তত উন্নত হবে।
১০. অধিনায়ক হিসাবে একজনকে খুব বাস্তবোচিত হতে হয়। কখনও খেলোয়াড়কে ভুয়া আত্মবিশ্বাস দেখাতে হয়।
১১. সবসময় ভাবতাম প্রচুর সাংবাদিক সম্মেলন হয়। কিন্তু খেলোয়াড়ের দৃষ্টিহভঙ্গি জানতে হলে খেলার শেষে একটা সাংবাদিক সম্মেলনই যথেষ্ট। সাংবাদিক সম্মেলন সময় নষ্ট ছাড়া আর কিছুই না।
১২. এখনকার ভারতীয় দলের মধ্যে যে কোনও পরিস্থিতিতে জয় আনার ক্ষমতা রয়েছে।
১৩. বিরাট কোহলি ইতিহাসের পুনর্রচনা করবে। কোহলির ভারতীয় দল আমার চেয়েও বেশি ম্যাচ জিতবে।