For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কমনওয়েলথ গেমসে প্রথম মহিলাদের ক্রিকেট, আট দল নিয়ে টি ২০-র দিনক্ষণ চূড়ান্ত

Google Oneindia Bengali News

কমনওয়েলথ গেমসে এই নিয়ে দ্বিতীয়বার অনুষ্ঠিত হতে চলেছে ক্রিকেটের প্রতিযোগিতা। ২০২২ সালে ইংল্যান্ডের বার্মিংহামে হবে কমনওয়েলথ গেমস। তাতে এই প্রথমবার থাকছে মহিলাদের ক্রিকেট।

কমনওয়েলথ গেমসে প্রথম মহিলাদের ক্রিকেট

আয়োজকদের তরফে আজ জানানো হয়েছে, আটটি দলকে নিয়ে মহিলাদের টি ২০ প্রতিযোগিতা হবে এজবাস্টনে। ২৯ জুলাই শুরু হয়ে চলবে ৭ অগাস্ট অবধি। গ্রুপ পর্যায়ের খেলাগুলি হবে অগাস্টের চার তারিখ পর্যন্ত। ৬ অগাস্ট হবে দুটি সেমিফাইনাল। তৃতীয় স্থান নির্ণায়ক ব্রোঞ্জ পদকের ম্যাচের পর ৭ তারিখই হবে ফাইনাল। গত নভেম্বরে আইসিসি জানিয়েছিল, আয়োজক ইংল্যান্ড-সহ ১ এপ্রিল আইসিসি ব্যৃাঙ্কিংয়ে থাকা প্রথম ৬টি দল সরাসরি কমনওয়েলথ গেমসে খেলার ছাড়পত্র পাবে। ভারতীয় দল এই মুহূর্তে ক্রমতালিকায় রয়েছে তিনে।

কমনওয়েলথ গেমসে প্রথম মহিলাদের ক্রিকেট

২০২২ কমনওয়েলথ গেমসে ১১ দিন থাকবে সাঁতার ও ডাইভিংয়ের ইভেন্ট। আট দিন হবে ক্রিকেট ও জিমন্যাসটিক্স। ম্যারাথন-সহ সাতদিন থাকবে অ্যাথলেটিক্স ইভেন্ট। ১৯৯৮ সালে কুয়ালালামপুরে কমনওয়েলথ গেমসে পুরুষদের ক্রিকেট প্রতিযোগিতা হয়েছিল। তবে মহিলা ক্রিকেট এবারই প্রথম। শুধু ক্রিকেটই নয়, আসন্ন কমনওয়েলথ গেমসে ১৯ রকম খেলার ইভেন্টে ছেলেদের থেকে মেয়েদের ইভেন্ট ও পদক সংখ্যা বেশি থাকবে বলে জানিয়েছেন আয়োজকরা। প্যারা স্পোর্টসের ক্ষেত্রেও তাই। এমনটাও গেমসের ইতিহাসে এই প্রথম হতে চলেছে।

কমনওয়েলথ গেমসে প্রথম মহিলাদের ক্রিকেট

অনেকে মনে করছেন, অলিম্পিক্সে ক্রিকেট যোগ করার ক্ষেত্রেও এটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। কোন ফরম্যাট অলিম্পিক্সে থাকবে সেটা চূড়ান্ত নয়। তবে ব্রিসবেন অলিম্পিক্সেই থাকতে পারে ক্রিকেট। টি ২০ না টি ১০ কোন ফরম্যাট থাকবে সেটা সব দিক খতিয়ে দেখে আইসিসি-র সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেওয়া হবে। বিসিসিআই অবশ্য আগেই জানিয়েছে সব ক্ষেত্রেই দল পাঠাবে ভারত।

English summary
Women's T20 Competition In Commonwealth Games 2022 Will Be Held From July 29 to August 7 At Edgbaston. It Will Be The Eight Team Competition.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X