মহিলাদের ২০২০ টি-টোয়েন্টি বিশ্বকাপে অনন্য রেকর্ড, ঘটল নজিরবিহীন ঘটনা
এক অনন্য রেকর্ড গড়ল মহিলাদের ২০২০ টি-টোয়েন্টি বিশ্বকাপ। আইসিসি জানাল, এই ইভেন্ট যত সংখ্যক মানুষ দেখেছেন, তা মহিলা ক্রিকেটের ইতিহাসে সর্বাধিক। ফুল হাউস মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে ভারতের বিরুদ্ধে টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ খেলে হোম টিম অস্ট্রেলিয়া। বিশ্বকাপ জিতে নজিরও গড়ে অজি মহিলা ক্রিকেট দল।
|
কী জানিয়েছে আইসিসি
সোমবার এক বিবৃতির মাধ্যমে জানানো হয়েছে, আইসিসি-র ডিজিট্যাল চ্যানেলে মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপের ভিডিও ভিউ হয়েছে ১.১ বিলিয়ন। যা ওয়েস্ট ইন্ডিজে হওয়া ২০১৮-র টি-টোয়েন্টি বিশ্বকাপের থেকে ২০ গুন বেশি। ২০১৭ সালে ইংল্যান্ডে হওয়া মহিলাদের ৫০ ওভারের বিশ্বকাপের থেকে ২০২০ বিশ্বকাপের ভিউ ১০ গুন বেশি বলে জানিয়েছে আইসিসি।

লাইভ ভিউয়িং আওয়ার্স
অস্ট্রেলিয়ায় মহিলাদের ২০২০ টি-টোয়েন্টি বিশ্বকাপের লাইভ ভিউয়িং আওয়ার্স ছিল ১৩.৪৫ মিলিয়ন। যা ২০১৮-র বিশ্বকাপের থেকে ৪৭৩ শতাংশ বেশি। অন্যদিকে হরমনপ্রীত কৌররা নক-আউট স্তরে পৌঁছনোর পর ওই বিশ্বকাপের প্রতি ভারতীয় দর্শকদের আগ্রহ বেড়ে যায়। ভারতের এই টুর্নামেন্টের নক-আউট স্তরের ভিউয়ারশিপ ২০১৮ সালের তুলনায় ৪২৩ শতাংশ বেড়েছে বলে জানিয়েছে আইসিসি।

দ্বিতীয় স্থানে মহিলারা
এই পরিসংখ্যান মহিলাদের ২০২০ টি-টোয়েন্টি বিশ্বকাপকে বিশ্বের দ্বিতীয় সেরা সফল আইসিসি ইভেন্টের মর্যাদা দিয়েছে। তালিকার প্রথম স্থানে রয়েছে পুরুষদের ২০১৯ সালের ৫০ ওভারের বিশ্বকাপ।

অস্ট্রেলিয়া বনাম ভারত
মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে মহিলাদের ২০২০ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল। সেই ম্যাচ জিতে পঞ্চম বারের জন্য এই টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হয়েছিল অজি মহিলা শিবির। ওই ম্যাচ দেখতে এমসিজি-তে ভিড় করেছিলেন ৮৬৪১৭ জন দর্শক। মহিলা ক্রিকেটের ইতিহাসে যা রেকর্ড।
বিরাটের নেতৃত্ব নাকি সৌরভেরই মতো, ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়কের মত