For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

WIPL 2023: মহিলাদের আইপিএল নিয়ে আগ্রহ তুঙ্গে, পাঁচটি ফ্র্যাঞ্চাইজি কিনতে আসরে কারা?

Google Oneindia Bengali News

মহিলাদের আইপিএল শুরু হবে আগামী মার্চে। পাঁচটি দলকে নিয়ে মার্চের প্রথম সপ্তাহ থেকেই মহিলাদের আইপিএলের ম্যাচগুলি হওয়ার সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই মহিলাদের আইপিএলে দল কেনার প্রক্রিয়া শুরু হয়েছে। বিসিসিআই অবশ্য বেস প্রাইস রাখেনি বিড জমা দেওয়ার ক্ষেত্রে। আইপিএলের পাঁচটি ফ্র্যাঞ্চাইজি মহিলাদের আইপিএলের দল কিনতে আগ্রহী বলে দাবি করছে সর্বভারতীয় সংবাদমাধ্যম।

আইপিএলের ৫ ফ্র্যাঞ্চাইজির আগ্রহী

আইপিএলের ৫ ফ্র্যাঞ্চাইজির আগ্রহী

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে উল্লেখ, আইপিএলের ১০টি ফ্র্যাঞ্চাইজির মধ্যে চেন্নাই সুপার কিংস, রাজস্থান রয়্যালস, দিল্লি ক্যাপিটালস, কলকাতা নাইট রাইডার্স ও পাঞ্জাব কিংস মহিলাদের আইপিএলের দল কেনার লক্ষ্যে আইটিটি ডকুমেন্ট সংগ্রহ করছে। চেন্নাই সুপার কিংস সিইও কাশী বিশ্বনাথন বলেছেন, আমরা বিড ডকুমেন্ট কেনার জন্য আবেদন করেছি। অর্থনৈতিক বিষয়গুলি দেখে নেওয়া হচ্ছে। আমরা আগ্রহী। চেন্নাই সুপার কিংসের মহিলা ক্রিকেট দল না থাকলে ভালো দেখায় না। মহিলাদের ক্রিকেটকে আমরা প্রোমোট করতে চাই।

বেস প্রাইস নেই

বেস প্রাইস নেই

রাজস্থান রয়্যালসের চেয়ারম্যান রঞ্জিত বার্থাকুরও বিড ডকুমেন্ট কেনার বিষয়টি জানিয়েছেন। বিসিসিআই যে মহিলাদের আইপিএল দল কেনার জন্য কোনও বেস প্রাইস রাখেনি তা বুদ্ধিদীপ্ত সিদ্ধান্ত বলেই মনে করছেন অনেকে। তাঁদের দাবি, খুব বেশি বেস প্রাইস থাকলে ভয়ে হয়তো অনেকেই দল কিনতে আগ্রহী হতেন না। ফলে অনেক দিক ভেবেচিন্তেই দল কেনার আগ্রহ লক্ষ্য করা যাবে। উল্লেখ্য, আইপিএলে যে ১০টি শহরের দল রয়েছে তার বাইরের শহরের দল থাকবে মহিলা আইপিএলে।

মহিলাদের ক্রিকেট ঘিরে আগ্রহ

মহিলাদের ক্রিকেট ঘিরে আগ্রহ

সম্প্রতি মুম্বইয়ে ভারত ও অস্ট্রেলিয়ার টি ২০ সিরিজ মাঠে বসে দেখেছেন ৪৭ হাজার দর্শক। মহিলাদের আইপিএলের জনপ্রিয়তা লাভ সম্পর্কে এই বিষয়টি বোর্ডকর্তাদের আশান্বিত করেছে। জানুয়ারির ১৪ তারিখ থেকে অনূর্ধ্ব ১৯ মহিলা বিশ্বকাপ রয়েছে। তারপর মহিলাদের টি ২০ বিশ্বকাপ ফেব্রুয়ারি। এই বিশ্বকাপের পরই ভারতে মহিলাদের আইপিএল। ফলে দুটি বিশ্বকাপের পর যেহেতু মহিলাদের আইপিএলে বিশ্বের তাবড় ক্রিকেটাররা খেলতে আসবেন, তাতে এই টুর্নামেন্ট ঘিরে ক্রিকেটপ্রেমীদের ভালোরকমের উন্মাদনাই থাকবে।

শুধু মুম্বইয়েই হবে টুর্নামেন্ট?

শুধু মুম্বইয়েই হবে টুর্নামেন্ট?

মহিলাদের আইপিএলের খেলা শুধু মুম্বইয়ে আয়োজনের পরিকল্পনাও রয়েছে বিসিসিআইয়ের। মুম্বইয়ে তিনটি স্টেডিয়াম রয়েছে- ওয়াংখেড়ে, ব্র্যাবোর্ন ও ডিওয়াই পাতিল স্টেডিয়াম। বিশ্বমানের এই তিনটি মাঠেই হতে পারে মহিলাদের আইপিএলের প্রথম সংস্করণ। যদিও সরকারিভাবে এখনও বিসিসিআই কিছু জানায়নি। তবে মহিলাদের টি ২০ সিরিজে ভারত-অস্ট্রেলিয়া দ্বৈরথ ঘিরে মুম্বইয়ে দর্শকদের উপস্থিতিই বাণিজ্য-নগরীকে ইতিহাসের সাক্ষী হওয়ার বিষয়ে এগিয়ে রাখছে।

English summary
Women's IPL 2023: Five Of The 10 IPL Franchises Including KKR Very Keen To Buy Teams. The Inaugural Season Of WIPL Is Likely To Be Played From The First Week Of March.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X