For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

Women's IPL 2023: মহিলাদের আইপিএলে ক্রিকেটারদের বেস প্রাইস পাঁচটি ধাপে, জেনে নিন খুঁটিনাটি

Google Oneindia Bengali News

চলতি বছরেই শুরু হচ্ছে মহিলাদের আইপিএল। মার্চেই এই লিগের আয়োজন করতে চলেছে বিসিসিআই। ইতিমধ্যেই পাঁচটি ফ্র্যাঞ্চাইজি কিনতে আইটিটি ডকুমেন্ট ছাড়া হয়েছে। আইপিএলের পাঁচটি দল আগ্রহ দেখিয়েছে বলেও জানা গিয়েছে। এবার মহিলাদের আইপিএলে ক্রিকেটারদের নিলামের খুঁটিনাটি জানাল বিসিসিআই। সেই সংক্রান্ত নির্দেশিকা পৌঁছে গিয়েছে বিভিন্ন রাজ্য ক্রিকেট সংস্থার কাছে।

মহিলাদের আইপিএল নিলাম

মহিলাদের আইপিএল নিলাম

মহিলাদের আইপিএল খেলতে আগ্রহী ক্রিকেটাররা নিজেদের নাম নথিবদ্ধ করতে পারবেন ২৬ জানুয়ারির মধ্যে। বিসিসিআই বিভিন্ন রাজ্য ক্রিকেট সংস্থার কাছে অকশন রেজিস্ট্রেশন সিস্টেমের গাইডিং নোটস পাঠিয়েছে। তার ভিত্তিতে স্পোর্টসস্টারের দাবি, বেস প্রাইস রাখা হয়েছে পাঁচটি ধাপে। ১০ লক্ষ টাকা থেকে ৫০ লক্ষ টাকার মধ্যেই থাকছে বেস প্রাইস।

ক্রিকেটারদের বেস প্রাইস

ক্রিকেটারদের বেস প্রাইস

ক্যাপড প্লেয়ার অর্থাৎ যে ক্রিকেটাররা আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন বা বিসিসিআইয়ের কেন্দ্রীয় চু্ক্তিতে রয়েছেন তাঁরা নিজেদের বেস প্রাইস রাখতে পারেন ৩০ লক্ষ, ৪০ লক্ষ অথবা ৫০ লক্ষ টাকার মধ্যে কোনও একটি। আনক্যাপড ক্রিকেটার অর্থাৎ যাঁরা এখনও দেশের হয়ে কোনও ম্যাচ খেলার সুযোগ পাননি, সেই ক্রিকেটাররা ১০ লক্ষ টাকা বা ২০ লক্ষ টাকার বেস প্রাইসের অপশন বেছে নিতে পারবেন। একই নিয়ম প্রযোজ্য বিদেশি ক্রিকেটারদের ক্ষেত্রেও। রাজ্য ক্রিকেট সংস্থাগুলি সেখানকার ক্রিকেটারদের কাছে আইপিএল নিলামে অংশগ্রহণের বিষয়ে তথ্য পৌঁছে দেবে।

বোর্ডের স্পষ্ট নির্দেশিকা

বোর্ডের স্পষ্ট নির্দেশিকা

বোর্ডের নির্দেশিকায় স্পষ্ট বলা হয়েছে, বিসিসিআই সরাসরি রাজ্য সংস্থাগুলির সঙ্গেই যাবতীয় যোগাযোগ রেখে চলবে। প্লেয়ারদের এজেন্ট বা ম্যানেজারের সঙ্গে নয়। অর্থাৎ ক্রিকেটারদের এজেন্ট বা ম্যানেজাররা নিলাম প্রক্রিয়ায় থাকতে পারবেন না। যদি এই নিয়ম কেউ ভাঙেন তাহলে ওই ক্রিকেটারের নাম নিলাম প্রক্রিয়া থেকে বাদ দেওয়া হবে বলেও জানানো হয়েছে।

ফেব্রুয়ারিতে নিলাম, মার্চে টুর্নামেন্ট

ফেব্রুয়ারিতে নিলাম, মার্চে টুর্নামেন্ট

রাজ্য ক্রিকেট সংস্থাগুলির কাছে বোর্ডের যে ই-মেল গিয়েছে তাতে মহিলাদের আইপিএলের নিলাম কবে অনুষ্ঠিত হবে তা সুনির্দিষ্টভাবে উল্লেখ করা হয়নি। যদিও জানিয়ে দেওয়া হয়েছে ফেব্রুয়ারিতে হবে এই নিলাম। মার্চ মাসের মধ্যেই গোটা টুর্নামেন্টটি সেরে ফেলার পরিকল্পনা রয়েছে বিসিসিআইয়ের। সূত্রের খবর, ১১ ফেব্রুয়ারি হতে পারে মহিলাদের আইপিএলের নিলাম। ৬ থেকে ২৬ মার্চের মধ্যে মহারাষ্ট্রেই হবে মহিলাদের আইপিএল। উল্লেখ্য, ভারত ও অস্ট্রেলিয়ার মহিলা দলের টি ২০ সিরিজ দেখতে মুম্বইয়ে দর্শকদের আগ্রহ ছিল তুঙ্গে। মুম্বইয়ে আন্তর্জাতিক মানের তিনটি ক্রিকেট স্টেডিয়াম থাকায় সেখানেই মহিলাদের আইপিএলের প্রথম সংস্করণটি হতে পারে বলে জানা যাচ্ছে।

English summary
Women's IPL 2023 Base Price For The Inaugural Auction Has Been Divided Into Five Categories. The Deadline For Registration For The Auction Is January 26.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X