For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মুম্বইয়ে ভারতের চিন্তা বাড়াতে পারে নিউজিল্যান্ডের আক্রমণাত্মক পরিকল্পনা, কেমন হবে কিউয়িদের একাদশ?

  • |
Google Oneindia Bengali News

মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের দুই টেস্টের সিরিজে শেষ টেস্টে মুখোমুখি হচ্ছে ভারত ও নিউজিল্যান্ড। ভারত ও নিউজিল্যান্ড এখানে পরস্পরের মুখোমুখি হয়েছে দুটি টেস্টে। একটিতে কিউয়িরা জিতেছে, অপরটিতে ভারত। ১৯৮৮ সালে মুম্বই টেস্টের পর ফের ওয়াংখেড়েতে দুই দলের দ্বৈরথ। কানপুর টেস্ট ড্র হলেও তা আত্নবিশ্বাস বাড়িয়ে দিয়েছে বিশ্বের ১ নম্বর তথা টেস্টের বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন কেন উইলিয়ামসনের দলের।

বিশ্রামে কাটাল কিউয়িরা

দিন তিনেকের টানা বৃষ্টিতে পিচে আর্দ্র ভাব থাকবে। কাল মেঘলা আকাশ থাকার সম্ভাবনা। তাপমাত্রাও কমেছে। আলোর ওভারে প্রথম তিন দিন ৯০ ওভার খেলা হবে কিনা তা নিয়েও থাকছে সংশয়। সোমবার অবধি ওয়াংখেড়ের পিচে ঘাস ছিল। কিন্তু মঙ্গলবারই দেখা যায় ঘাস ছেঁটে দেওয়া হয়েছে, বিশেষ করে গুড লেংথ স্পটে। তবে পিচ যে ঘূর্ণি হবে না তা বিরাট কোহলি নিজেই বলেছেন। নিউজিল্যান্ড মুম্বই পৌঁছে অনুশীলনই করতে পারেনি। আজ ভারতীয় দল ইনডোরে অনুশীলন করলেও কিউয়িরা বিশ্রাম নিয়েছে। ওয়াংখেড়েতে পিচ দেখে প্রথম একাদশ চূড়ান্ত করবেন কোচ গ্যারি স্টেড ও কেন উইলিয়ামসন।

আত্মবিশ্বাসী নিউজিল্যান্ড

আত্মবিশ্বাসী নিউজিল্যান্ড

টিম সাউদির কথাতেও আজ স্পষ্ট হয়ে গিয়েছে কানপুর টেস্ট ড্র করা গোটা দলের আত্মবিশ্বাস কতটা বাড়িয়ে দিয়েছে। কানপুরে সতীর্থদের লড়াইয়ের প্রশংসা করে সাউদি বলেন, আমরা জানতাম ভারতের মতো দলের শক্তিশালী স্পিন আক্রমণ সামলানো বড় চ্যালেঞ্জ হবে। তাই সকলে নিজেদের মতো করে প্রস্তুত হয়েছিলেন। মিডল অর্ডারে রস টেলর অভিজ্ঞ ক্রিকেটার, তবে অনেকেই ভারতে এই প্রথম টেস্ট খেলছেন। মিডল অর্ডার নিয়ে চিন্তার কিছু নেই, কারণ ভারতে শুরু করাটা বেশ কঠিনই। টেল এন্ডাররাও সাহসিকতার পরিচয় দিয়েছেন। আমরা শেষ অবধি লড়াই চালিয়ে গিয়েছি। তিনরকম ফল হতে পারতো, এটা টেস্ট ক্রিকেটের পক্ষেও ভালো। কানপুরে যেভাবে আমরা খেলেছি তেমনভাবে নিজেদের সেরাটাই দিতে হবে সামনের পাঁচ দিনে।

শক্তি বাড়াচ্ছে বিশ্বচ্যাম্পিয়নরা

শক্তি বাড়াচ্ছে বিশ্বচ্যাম্পিয়নরা

নিউজিল্যান্ড ওয়াংখেড়ের লাল মাটির পিচ থেকে ফায়দা তুলতে অভিজ্ঞ সিমার নিল ওয়াগনারকে নিয়ে বোলিং বিভাগ মজবুত করতে চাইবে। সেক্ষেত্রে প্রথম একাদশের বাইরে থাকবেন উইলিয়াম সমারভিল। আজাজ প্যাটেলের জন্ম মুম্বইয়ে, সেখানেই এবার টেস্ট খেলবেন। রাচিন রবীন্দ্রর সঙ্গে জুটি বেঁধে ৫২ বল সামলে কানপুর টেস্ট ড্র করেছেন। প্যাটেল বলেছেন, ভারতের স্পিন বোলিং ভালো, তবে তা সামলানোর দক্ষতা রয়েছে নিউজিল্যান্ডের। মুম্বইয়ের নানা স্মৃতি মনে পড়ছে আজাজের। দেশ ছাড়ার পর বিয়ে বা অন্য অনুষ্ঠানে যোগ দিতে এলেও প্রথমবার এখানে টেস্টটিকে স্মরণীয় করতে চান তিনি।

ইতিহাসের হাতছানি

ইতিহাসের হাতছানি

২০০৩ সালে দেশের মাটিতে কিউয়িদের বিরুদ্ধে সিরিজে কোনও টেস্ট জিততে পারেনি ভারত। তার পুনরাবৃত্তি, নাকি কয়েক দশক পর ভারতে টেস্ট সিরিজ জয়ের স্বাদ কিউয়িরা পাবে সেটা স্পষ্ট হবে মঙ্গলবারের মধ্যেই। ভারতে ১৯৬৯ সালে শেষবার টেস্ট সিরিজ জয়ের কাছাকাছি পৌঁছেও জিততে পারেনি কিউয়িরা। কেন উইলিয়ামসনের দল অবশ্য ইতিহাস গড়ার লক্ষ্যে সেরা একাদশ নিয়েই নামবে। মুম্বই টেস্টের নিউজিল্যান্ড দল যাঁরা থাকতে পারেন- উইল ইয়ং, টম লাথাম, কেন উইলিয়ামসন (অধিনায়ক), রস টেলর, হেনরি নিকোলস, টম ব্লান্ডেল (উইকেটকিপার), রাচিন রবীন্দ্র, কাইল জেমিসন, টিম সাউদি, নিল ওয়াগনার, আজাজ প্যাটেল।

English summary
New Zealand's Pacer Tim Southee Opines That With The Covers On The Pitch At Wankhede May Offer More Swing. New Zealand Opted For Some Much-Needed Rest For The Two Days Arriving In Mumbai.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X