For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কাটিয়ে ফেললেন জীবনের ৪৮টি বসন্ত, শুভানুধ্যায়ীদের ভালবাসায় এবং শুভেচ্ছার জোয়ারে ভাসলেন দ্রাবিড়

কাটিয়ে ফেললেন জীবনের ৪৮টি বসন্ত, শুভানুধ্যায়ীদের ভালবাসায় এবং শুভেচ্ছার জোয়াড়ে ভাসলেন দ্রাবিড়

Google Oneindia Bengali News

দেখতে দেখতে ৪৮টি বসন্ত কাটিয়ে ফেললেন রাহুল দ্রাবিড়। মঙ্গলবার বিশ্ব ক্রিকেটের 'মি: ডিপেন্ডেবল' পা দিলেন ৪৯ বছরে। প্রাক্তন ভারত অধিনায়ক এবং ভারতীয় দলের বর্তমান কোচের জন্মদিনে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ভেসে এল একের পর এক শুভেচ্ছা বার্তা, সমাজের বিভিন্ন স্তরের মানুষ সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানালেন তাঁকে।

কাটিয়ে ফেললেন জীবনের ৪৮টি বসন্ত, শুভানুধ্যায়ীদের ভালবাসায় এবং শুভেচ্ছার জোয়াড়ে ভাসলেন দ্রাবিড়

ভারতীয় দলের কোচ'কে শুভেচ্ছা জানিয়ে আইসিসি টুইটে লিখেছে, "২৪,২০৮ আন্তর্জাতিক রান। ৪৮টি শতরান এবং ১৪৬টি অর্ধ শতরান, ২০১৮ অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ জয়ী রাহুল দ্রাবিড়'কে জন্ম দিনের শুভেচ্ছা।"

জ্যামি'কে শুভেচ্ছা জানিয়ে বিসিসিআই টুইটে লিখেছে, "৫০৯টি আন্তর্জাতিক ম্যাচ, ২৪,২০৮ আন্তর্জাতিক রান, ৪৮টি শতরান, প্রাক্তন ভারত অধিনায়ক এবং বর্তমান ভারতীয় দলের কোচ'কে জন্মদিনের অসংখ্য শুভ কমান।"

দীনেশ কার্তিক, শুভমন গিল, সুরেশ রায়না সহ একাধিক ক্রিকেটার দ্রাবিড়'কে সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন। শুধু ক্রিকেটাররাই নন, দ্রাবিড়'কে জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন অলিম্পিকে স্বর্ণপদক জয়ী অভিনব বিন্দ্রা।

দেশের জার্সিতে ১৬৪টি টেস্ট এবং ৩৪৪টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন রাহুল। টেস্ট ক্রিকেটে তাঁর সংগ্রহ ১৩২৮৮ রান এবং ওডিআই ফরম্যাটে তাঁর ব্যাট থেকে এসেছে ১০৮৯৯ রান। টেস্টে দ্রাবিড়ের শতরান সংখ্যা ৩৬, ওডিআই-তে সেই সংখ্যা ১২।

বিশ্ব ক্রিকেটের ইতিহাসে অন্যতম চরিত্র রাহুল দ্রাবিড়। দ্রাবিড় থেকে 'দ্য ওয়াল', হয়ে ওঠার যাত্রায় বিভিন্ন ভাবে ভারতীয় ক্রিকেট'কে সেবা করেছেন রাহুল। তাঁর প্রাচীরের মতো ডিফেন্স প্রতিপক্ষ বোলারদের সকল প্রচেষ্টা ব্যর্থ করে হতাশায় পাঠিয়ে দিতে পারতেন।

বিশ্বে সর্বকালের অন্যতম সেরা মিডল অর্ডার ব্যাটসম্যান রাহুল দ্রাবিড়। টেস্ট ক্রিকেটে ৩ নম্বর পজিশনে ব্যাট করে সবথেকে বেশি রানের মালিক তিনি। টেস্ট সর্বোচ্চ বল খেলার রেকর্ড, ক্রিজে সব থেকে বেশি সময় কাটানোর রেকর্ড থেকে শুরু করে, সব টেস্ট খেলিয়ে দেশের বিরুদ্ধে শতরান, টেস্ট সব থেকে বেশি ক্যাচ ধরার রেকর্ড রয়েছে 'জ্যামি'র দখলে।

নিজের দীর্ঘ কেরিয়ারে ভারতীয় দল যখনই বিপদে পড়েছে একাই প্রাচীরের হয়ে দাঁড়িয়েছেন দ্রাবিড়। দীর্ঘ ১৬ বছরের আন্তর্জাতিক কেরিয়ারে ইতি টেনে ২০১২ সালে অবসর ঘোষণা করেন দ্রাবিড়।

অবসরের পর কোচিং-এ মনোনিবেশ করেন রাহুল। অনূ্র্ধ্ব ১৯ ভারতী দলের কোচের দায়িত্ব নিয়ে ভারতকে বিশ্বকাপ জিতিয়েছেন। ২০১৫ সালে প্রথম ভারতীয় অনূর্ধ্ব-১৯ এবং ভারতীয় এ দলের কোচিং ভার গ্রহণ করেন দ্রাবিড়। ২০১৯ সালে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির দায়িত্ব গ্রহণ করেন ভারতীয় ক্রিকেটের এই নক্ষত্র।

English summary
Fans and cricket fraternity wishes Rahul Dravid, happy birthday on social media. BCCI, ICC and players of the game wishes him. Also players from different sports field also embarked his birthday with their good wishes.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X