আইসিসি-র শীর্ষ পদের নির্বাচনে কি মনোনয়ন জমা দেবেন সৌরভ? কয়েক ঘণ্টার অপেক্ষা
আইসিসি-র চেয়ারম্যান পদের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য সৌরভ গঙ্গোপাধ্যায় মনোনয়ন জমা দেবেন কিনা, তা আভাস পাওয়া যেতে পারে আর কয়েক ঘণ্টার মধ্যেই। আজ আইসিসি-র বোর্ড মিটিংয়ে এই নির্বাচনের মনোনয়ন প্রক্রিয়া নিয়ে আলোচনা হতে পারে বলে সূত্র মারফত জানা গিয়েছে। বোর্ড সদস্য হিসেবে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে বৈঠকে অংশ নিতে পারেন বিসিসিআই সভাপতি সৌরভ।

সৌরভের গ্রহণযোগ্যতা
সৌরভ গঙ্গোপাধ্যায়কেই আইসিসি চেয়ারম্যান পদে দেখতে চেয়েছিলেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অধিনায়ক তথা সে দেশের ক্রিকেট বোর্ডের প্রধান গ্রেম স্মিথ। একই কথা বলেছিলেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক তথা কিংবদন্তি ডেভিড গাওয়ার। পাকিস্তানের প্রাক্তন লেগ স্পিনার দানিশ কানেরিয়াও সৌরভ গঙ্গোপাধ্যায়কে আইসিসি-র শীর্ষ পদে দেথতে চেয়েছেন।

প্রার্থী হতে যোগ্যতা
আইসিসি-র শীর্ষ পদের নির্বাচনে লড়তে গেলে কোনও ব্যক্তির যে যোগ্যতা প্রয়োজন হয়, তা সৌরভ গঙ্গোপাধ্যায়ের কাছে রয়েছে। গত অক্টোবরে বিসিসিআই-এর সভাপতি নির্বাচিত হয়েছেন মহারাজ। তার আগের পাঁচ বছর তিনি ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল বা সিএবি সভাপতির দায়িত্ব পালন করেছেন। একই সঙ্গে বিসিসিআই-র প্রতিনিধি হিসেবে আইসিসি-র বোর্ড মিটিংয়েও অংশ নিয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়।

সৌরভের সুযোগ কতটা
পাকিস্তান ক্রিকেট বোর্ড বা পিসিবি প্রধান এহসান মানি প্রতিযোগিতা থেকে সরে যাওয়ায় আইসিসি-র শীর্ষ পদে সৌরভ গঙ্গোপাধ্যায়ের বসার সম্ভাবনা তৈরি হয়েছে। তবে আশা এখনও ক্ষীণ। কারণ শশাঙ্ক মনোহরের পর আইসিসি-র পরবর্তী চেয়ারম্যান হওয়ার দৌড়ে নাকি অনেকটাই এগিয়ে গিয়েছেন ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান কলিন গ্রেভস।

হিসেব উল্টে যেতে পারে
সৌরভ গঙ্গোপাধ্যায় আইসিসি-র শীর্ষ পদের নির্বাচনের জন্য মনোনয়ন জমা দিলে সব হিসেব ওলোট-পালোট হয়ে যেতে পারে বলে মনে করা হচ্ছে। যদিও বিসিসিআই সভাপতি এখনও মনোনয়ন জমা দেননি বলেই খবর। আদৌ জমা দেবেন কিনা, তাও কেউ নিশ্চিতভাবে বলতে পারছে না। তবে সৌরভ মনোনয়ন জমা দিলে ১৭ জন বোর্ড সদস্যের মধ্যে সংখ্যাগরিষ্ঠ ভোট মহারাজের দিকে চলে আসতে পারে বলেও মনে করা হচ্ছে।

মনোনয়ন প্রক্রিয়া
আইসিসি-র আজকের বোর্ড মিটিংয়ে চেয়ারম্যান নির্বাচনের মনোনয়ন প্রক্রিয়া নিয়ে আলোচনা হতে পারে বলে মনে হচ্ছে। প্রথমে দেখা হবে নির্বাচনের প্রয়োজন পড়ছে কিনা। যদি সর্বসম্মতিক্রমে কাউকে চেয়ারম্যান পদে বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়, সেক্ষেত্রে দিনক্ষণ ঠিক করা হবে। যদি নির্বাচনের প্রয়োজন হয়, তবে কবে থেকে মনোনয়ন প্রক্রিয়া শুরু হবে, তা আজকের বৈঠকে ঠিক হতে পারে বলে সূত্র মারফত জানা গিয়েছে।