For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

যে কোচ, সেই নির্বাচক নীতিতে চলতে আগ্রহী পাকিস্তান ক্রিকেট বোর্ড

মিসবা উল হককে পাকিস্তান দলের কোচ ও নির্বাচক বাছতে চায় পিসিবি, কিন্তু অরাজি সেদেশের প্রাক্তন অধিনায়ক।

  • |
Google Oneindia Bengali News

পাকিস্তানের সবচেয়ে সফল টেস্ট অধিনায়ক তথা প্রাক্তন ব্যাটসম্যান মিসবা-উল-হককে দলের কোচ বাছতে চায় সে দেশের ক্রিকেট বোর্ড। একই সঙ্গে মিসবাকেই পাকিস্তান ক্রিকেট দলের প্রধান নির্বাচকও করতে চায় পিসিবি। তবে সূত্রের খবর, পাক ক্রিকেট দলের কোচ পদে এখনও আবেদন করেননি দেশের প্রাক্তন অধিনায়ক। কোনও কারণে তিনি দল ও বোর্ডের আচরণে ক্ষুব্ধ বলেই জানা গিয়েছে।

যে কোচ, সেই নির্বাচক নীতিতে চলতে আগ্রহী পাকিস্তান ক্রিকেট বোর্ড

ইংল্যান্ড বিশ্বকাপে বিপর্যয়ের পর মিকি আর্থারকে পাকিস্তান ক্রিকেট দলের কোচ পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। পরিবর্তে কে হবেন সরফরাজ আহমেদদের অভিভাবক, তা নিয়ে জোর হিসেব-নিকেশ শুরু করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। এই দায়িত্ব নেওয়ার জন্য অনেকগুলো আবেদন জমা পড়েছে। কিন্তু কাউকেই সেভাবে পিসিবি-র মনে ধরছে না বলে খবর।

এই অবস্থায় পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক মিসবা-উল-হককেই দলের কোচ ও প্রধান নির্বাচক করার জন্য মুখিয়ে রয়েছে সে দেশের ক্রিকেট বোর্ড। যদিও মিসবা নিজে এই গুরু দায়িত্ব নিতে রাজি নন বলে খবর। তিনি এখন লাহোরে পাকিস্তানি ক্রিকেটারদের নিয়ে মরশুম শুরুর কন্ডিশনিং ক্যাম্পের দায়িত্ব সামলাচ্ছেন। এই দায়িত্ব নিতেও নাকি তিনি অরাজি ছিলেন বলে জানা গিয়েছে। অনেক কষ্টে তাঁকে রাজি করানো হয়েছে।

পাকিস্তান ক্রিকেট দলের কোচ পদে আবেদন পাঠানোর শেষ তারিখ ২৩ অগাস্ট। তার মধ্যে পিসিবি-র কাছে মিসবা-উল-হকের আবেদন জমা পড়বে কিনা, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। সূত্র মারফত জানা গিয়েছে, ইংল্যান্ড বিশ্বকাপে ব্যর্থতার পর ফিটনেসের অভাবে বেশ কয়েকজন পাক ক্রিকেটারকে বাদ দেওয়ার জন্য পিসিবি-কে অনুরোধ করেছিলেন দেশের প্রাক্তন অধিনায়ক। তা না হওয়ায় মিসবা চটে আছেন বলেও শোনা যাচ্ছে।

দেশের হয়ে ৭৫টি টেস্ট, ১৬২টি ওয়ান ডে ও ৩৯টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন মিসবা-উল-হক। তাঁর অধিনায়কত্বে ৫৬টি টেস্টের ২৬টিতে জয় হাসিল করে পাকিস্তান ক্রিকেট দল।

English summary
PCB want to appoint Misbah-ul-Haq as Pakistan Cricket Team's coach and selector
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X