For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

২০২০ টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত খেলা চালিয়ে যাওয়া উচিত কি ধোনির?

২০১৯ ক্রিকেট বিশ্বকাপে ভারতের অভিযান শেষের পর সবচেয়ে বেশিবার যার নামটি শেষ কদিনে উচ্চারণ করা হয়েছে, তিনি মহেন্দ্র সিং ধোনি।

  • |
Google Oneindia Bengali News

২০১৯ ক্রিকেট বিশ্বকাপে ভারতের অভিযান শেষের পর সবচেয়ে বেশিবার যার নামটি শেষ কদিনে উচ্চারণ করা হয়েছে, তিনি মহেন্দ্র সিং ধোনি।

ভারতীয় ক্রিকেটে ধোনির অবদান অনশ্বীকার্য। দেশকে দুবার বিশ্বকাপ দিয়েছেন, ভারতের সর্বকালের সেরা সীমিত ওভারের অধিনায়ক মানা হয় তাঁকে। শুধু তাই নয়, আন্তর্জাতিক ক্রিকেটে ধোনিই প্রথম অধিনায়ক যার দখলে আইসিসি'র তিন ট্রফি(টি-২০ বিশ্বকাপ, ৫০ ওভারের বিশ্বকাপ ও চ্যাম্পিয়ন্স ট্রফি) রয়েছে।

এতো গেল অধিনায়ক ধোনি, আর ক্রিকেটার ধোনি! বয়স ৩৮ ছুঁয়েছে। ব্যাটে ধার কমেছে! পুরনো ফিনিশার মেজাজও এখন আর নেই! ইংল্যান্ডের মাটিতে বিশ্বকাপই শেষ অ্যাসাইনমেন্ট ছিল। যা শেষ হতে জল্পনা একটাই। কবে অবসর নিচ্ছেন ধোনি!

পরমাণু নিরাপত্তা সম্মেলনে মোদীজি

পরমাণু নিরাপত্তা সম্মেলনে মোদীজি

আজ ওয়াশিংটনে চতুর্থ পরমাণু নিরাপত্তা সম্মেলনে অংশ নেবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

২০২০ বিশ্বকাপে ধোনিকে কি দেখা যাবে?

২০২০ বিশ্বকাপে ধোনিকে কি দেখা যাবে?

চলতি জুলাইয়ে ৩৮ পা দিয়েছেন মাহি। অস্ট্রেলিয়ার মাটিতে ২০২০ বিশ্বকাপে ধোনি ভারতীয় দলে থাকলে তাঁর বয়স হবে ৩৯! এমনিতে সিএসকে'র সঙ্গে ২০১৮ সালের চুক্তি অনুযায়ী ২০২০ সালে হলুদ জার্সিতে টি-টোয়েন্টি লিগ খেলতে দেখা যাবে মাহিকে। সেক্ষেত্রে টি-টোয়েন্টি বিশ্বকাপকে ফোকাস করে দেশের হয়ে ধোনি খেলা চালিয়ে যাবেন কিনা সেটাও প্রশ্ন। সবচেয়ে বড় কথা নির্বাচকরা ধোনিকে টি-টোয়েন্টি বিশ্বকাপে চাইছেন কিনা, এমন কোনও ইঙ্গিতও পাওয়া যায়নি।

অসমে রাহুলের জনসভা

অসমে রাহুলের জনসভা

আজ অসমের তিনসুকিয়া, ডিব্রুগড় ও তেজপুরে নির্বাচনী জনসভায় অংশ নেবেন কংগ্রেস সহ সভাপতি রাহুল গান্ধী।

একনজরে দেশের হয়ে টি-টোয়েন্টিতে ধোনি

একনজরে দেশের হয়ে টি-টোয়েন্টিতে ধোনি

ম্যাচ ৮৫টি
রান ১৬১৭ রান
গড়- ৩৭.৬
স্ট্রাইক রেট ১২৬.১৩
অর্ধশতরান ২টি

ফাইনালে ইংল্যান্ড

ফাইনালে ইংল্যান্ড

টি২০ বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে নিউ জিল্যান্ডকে হেলায় হারিয়ে ফাইনালে উঠে গেল ইয়ন মর্গ্যানের ইংল্যান্ড। প্রথমে ব্যাট করে কিউয়িরা তোলে ২০ ওভারে মাত্র ১৫৩ রান। জবাবে ব্যাট করতে নেমে মাত্র ১৭.১ ওভারেই জয়ের প্রয়োজনীয় রান তুলে নেয় ইংরেজরা।

একনজরে আইপিলে চেন্নাইয়ের হয়ে ধোনি

একনজরে আইপিলে চেন্নাইয়ের হয়ে ধোনি

ম্যাচ ১৬৬
রান ৪৩০৭
গড় ৪২.২২
স্ট্রাইক রেট ১৪০.১৫
অর্ধশতরান ২২টি

ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ সেমি ফাইনাল

ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ সেমি ফাইনাল

আজ মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে টি২০ বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি টিম ইন্ডিয়া।

চণ্ডীগড়ে এবার বিমানবন্দর ভগত সিংয়ের নামে

চণ্ডীগড়ে এবার বিমানবন্দর ভগত সিংয়ের নামে

চণ্ডীগড় বিমানবন্দর আগামিদিনে শহিদ ভগত সিং আন্তর্জাতিক বিমানবন্দর হিসাবে পরিচিত হবে। এই মর্মে হরিয়ানা বিধানসভায় প্রস্তাব পাশ হল।

কৈলাশের দাবি

কৈলাশের দাবি

গিরীশ পার্কে বিবেকানন্দ সেতু ভেঙে পড়ার ঘটনার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে দায়ী করলেন বিজেপি নেতা কৈলাশ বিজয়বর্গীয়।

গিরীশ পার্ক কাণ্ডে ক্ষতিপূরণ ঘোষণা

গিরীশ পার্ক কাণ্ডে ক্ষতিপূরণ ঘোষণা

গিরীশ পার্কে বিবেকানন্দ সেতু ভেঙে পড়া কাণ্ডে মৃতের পরিবারকে ৫ লক্ষ ও আহতদের মাথাপিছু ২ লক্ষ টাকা করে দেওয়ার ঘোষণা করল রাজ্য সরকার।

ভারতের আশা

ভারতের আশা

২০০৭ ও ২০১৪ সালে টি২০ বিশ্বকাপে পাকিস্তান ও অস্ট্রেলিয়াকে হারিয়ে ফাইনালে গিয়েছিল ভারত। এবারও তেমনই ঘটায় আশা করা হচ্ছে এদিন ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে ফাইনালে পৌঁছবে মহেন্দ্র সিং ধোনির ভারত।

সেমিফাইনালে যুবির জায়গায় খেলবে কে

সেমিফাইনালে যুবির জায়গায় খেলবে কে

আহত যুবরাজ সিংয়ের বদলে অজিঙ্ক রাহানে নাকি মনীশ পাণ্ডে, কাকে খেলাবেন ধোনি, আপাতত সকলের নজর সেদিকেই।

১০০ মিটার সেতু ভেঙে পড়েছে

১০০ মিটার সেতু ভেঙে পড়েছে

বিবেকানন্দ সেতুর মোট ১০০ মিটার অংশ ভেঙে পড়েছে বলে জানালেন জাতীয় বিপর্যয় মোকাবিলা দফতরের ডিজি ওপি সিং।

কলকাতায় নজর কেন্দ্রের

কলকাতায় নজর কেন্দ্রের

কলকাতায় সেতু ভেঙে পড়ার ঘটনায় নজর রয়েছে কেন্দ্রের। বিপর্যয় মোকাবিলা দলের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে বলে জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কিরেণ রিজিজু।

মোদীর শোকপ্রকাশ

মোদীর শোকপ্রকাশ

বিবেকানন্দ সেতু ভেঙে পড়ার ঘটনায় গভীর শোক প্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন তিনি।

English summary
will dhoni continue to 2020 t20 world cup?
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X