For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আইপিএলেও কি ইংল্যান্ডের মতো কড়া জৈব সুরক্ষা থাকছে? বোর্ডের পক্ষ থেকে কী ইঙ্গিত

আইপিএলেও কি ইংল্যান্ডের মতো কড়া জৈব সুরক্ষা থাকছে? বোর্ডের পক্ষ থেকে কী ইঙ্গিত

  • |
Google Oneindia Bengali News

করোনা ভাইরাসের উদ্বেগ কাটিয়ে ১১৭ দিন বল ক্রিকেট মাঠে বল গড়িয়েছে। ইংল্যান্ডের মাটিতে বায়ো সিকিউর বা জৈব সুরক্ষিত মাঠে ইংল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজ চলছে। ক্রিকেটের এই আসর শুরুর পর ফোকাসে এবার আইপিএল, সবকিছু ঠিকঠাক থাকলে সেপ্টেম্বরের শেষ থেকে নভেম্বরের শুরু পর্যন্ত ১৩ তম আইপিএলের আসর বসতে চলেছে। করোনা সংকটের মধ্যেও যা নিয়ে ক্রিকেট ফ্যানেদের উত্তেজনার পারদ তুঙ্গে।

আইপিএলেও কী জৈব সুরক্ষা থাকছে?

আইপিএলেও কী জৈব সুরক্ষা থাকছে?

আমিরশাহিতে আইপিএল আয়োজিত হলে, ইংল্যান্ডের মতো জৈব সুরক্ষা বলয় কী থাকতে চলেছে? করোনা পরিস্থিতিতে ক্রিকেটারদের নিরাপত্তা ইস্যুতে এই প্রশ্ন উঠছে!

ইংল্যান্ডের মতো থাকছে না জৈব সুরক্ষা বলয়

ইংল্যান্ডের মতো থাকছে না জৈব সুরক্ষা বলয়

ভারতীয় ক্রিকেট বোর্ডের থেকে জানা গিয়েছে , দুবাইয়ে আইপিএল আয়োজনে ইংল্যান্ডের মতো কঠোর জৈব সুরক্ষা বলয় থাকছে না। আরব আমিরশাহির তিন শহর দুবাই, আবুধাবি ও শারজায় আইপিএল হতে চলেছে বলে ইঙ্গিত। সেখানে করোনার মোকাবিলায় সুরক্ষার ব্যবস্থা অবশ্যই থাকবে। কিন্তু তা হয়তো ইংল্যান্ডের মতো কঠোর হবে না।

কেন এই ফারাক?

কেন এই ফারাক?

করোনা সংক্রমণে ইংল্যান্ডের মতো সংযুক্ত আরব আমিরশাহিতে ভয়াবহ আকার নেয়নি। সেখানকার পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে। এক বোর্ড কর্তা জানিয়েছেন, '‌ আরব আমিরশাহিতে করোনা পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে। স্থানীয় সরকারের নীতির উপর বায়ো বাবল বা জৈব সুরক্ষা নীতি কেমন হবে তা নির্ভর করে। সেই দেশ ঠিক করে যে কীভাবে তারা করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াই করবে। যেমন নিউজিল্যান্ডে দর্শকরা এখন মাঠে গিয়ে খেলা দেখছে। সেই কারণেই দুবাইয়ে সম্ভবত ইংল্যান্ডের মতো জৈব সুরক্ষার প্রয়োজন নেই বলে মনে হয়।'‌

পাক সীমান্তে ভারতীয় জওয়ানদের ভাঙড়া ভাইরাল করলেন বীরুপাক সীমান্তে ভারতীয় জওয়ানদের ভাঙড়া ভাইরাল করলেন বীরু

English summary
Will Bio-Bubbles security for ipl 2020 in dubai, bcci official-gives hint
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X