For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কেন আইপিএলের আগে দুবাই ছাড়লেন রায়না, উঠে এল অন্য কোন কারণ

কেন আইপিএলের আগে দুবাই ছাড়লেন রায়না, উঠে এল অন্য কোন কারণ

  • |
Google Oneindia Bengali News

আইপিএল শুরু হতে এখনও ঢের দেরি। আমিরশাহীতে সবে গা ঘামাতে শুরু করেছে দলগুলি। ইতিমধ্যে চেন্নাই সুপার কিংস শিবিরে করোনা ভাইরাস থাবা বসালেও, আইপিএল খেলতে বদ্ধপরিকর এমএস ধোনি শিবির। এর মধ্যে এমন কী হল যে আইপিএল খেলবেন না বলে জানিয়ে দিলেন সিএসকে-র তারকা ক্রিকেটার সুরেশ রায়না। সোজা ফিরে এলেন বাড়িতে। নিকট আত্মীয়ের মৃত্যু নাকি পিছনে রয়েছে অন্য কোনও কারণ, তা জেনে নেওয়া যাক।

করোনাকে ভয় রায়নার!

করোনাকে ভয় রায়নার!

আইপিএল শুরুর আগেই করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন চেন্নাই সুপার কিংসের দুই ক্রিকেটার সহ মোট ১৩ জন সদস্য। এই ঘটনায় আতঙ্কিত হয়েই রায়না দুবাই ছাড়ার একরোখা সিদ্ধান্ত নিয়েছেন বলে দেশের এক জনপ্রিয় দৈনিকে দাবি করা হয়েছে। বলা হয়েছে, প্রাক্তন ভারতীয় ক্রিকেটার উদ্ভুত পরিস্থিতিতে এতটাই ভীত হয়েছেন যে আইপিএল না খেলারও সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন।

বুঝিয়েও লাভ হয়নি

বুঝিয়েও লাভ হয়নি

দেশের এক জনপ্রিয় দৈনিকের রিপোর্টে বলা হয়েছে, মিস্টার আইপিএল সুরেশ রায়নাকে বুঝিয়ে আইপিএল খেলানোর চেষ্টা করেন চেন্নাই সুপার কিংসের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি ও কোচ স্টিফেন ফ্লেমিং। তাঁদের মধ্যে ফোনে কথা হয় বলেও সূত্রের খবর। তা সত্ত্বেও রায়নাকে আটকানো যায়নি বলে জানানো হয়েছে। প্রাক্তন ভারতীয় ক্রিকেটার এতটাই ভীত হয়ে পড়েছেন যে তাঁকে ফিরিয়ে আনা সম্ভব নয় বলেও মনে করে চেন্নাই সুপার কিংস।

আগের রিপোর্টে কোন বাখ্যা

আগের রিপোর্টে কোন বাখ্যা

শনিবার অন্য এক দৈনিকের রিপোর্টে দাবি করা হয়েছিল যে সুরেশ রায়নার পিসির পাঠানকোটের বাড়িতে হামলা চালিয়েছে আততায়ীরা। ঘটনায় ক্রিকেটারের পিসেমশাই অশোক কুমারের (৫৮) মৃত্যু হয়েছে এবং পিসি আশা দেবী আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি বলে জানানো হয়েছিল। আর সে কারণেই রায়না আইপিএল না খেলার সিদ্ধান্ত নিয়েছে বলে ওই দৈনিকের রিপোর্টে দাবি করা হয়েছিল।

সত্যি ঘটনা কোনটি

সত্যি ঘটনা কোনটি

কেন আচমকা দুবাই ছেড়ে ভারতে ফিরলেন, তার কারণ প্রকাশ্যে জানাননি ক্রিকেটার সুরেশ রায়না। এ ব্যাপারে তাঁর আইপিএল দল চেন্নাই সুপার কিংস এবং বিসিসিআইয়ের তরফেও এখনও পর্যন্ত কিছু জানানো হয়নি। তাই আসল ঘটনা জানার অপেক্ষায় ক্রিকেট প্রেমীরা।

English summary
Why Suresh Raina leaves Dubai before start of IPL 2020
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X