For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কবে এবং কোথায় হবে আইপিএল, সূচি নিয়ে প্রচ্ছন্ন আভাস বিসিসিআইয়ের

কবে এবং কোথায় হবে আইপিএল, সূচি নিয়ে প্রচ্ছন্ন আভাস বিসিসিআইয়ের

  • |
Google Oneindia Bengali News

করোনা ভাইরাসের আবহে চলতি বছরের কোন সময়ে এবং দেশে হবে আইপিএল, তারই একটা প্রচ্ছন্ন আভাস পাওয়া গিয়েছে বিসিসিআই সূত্রে। এ ব্যাপারে ভারতীয় ক্রিকেট বোর্ডের কী পরিকল্পনা, তা এক নজরে দেখে নেওয়া যাক। এ বছর ভারতে টুর্নামেন্ট হবে কিনা, তাও দেখে নেওয়া যাক এক নজরে।

আইপিএলের সূচি ঘোষণা কবে

আইপিএলের সূচি ঘোষণা কবে

করোনা ভাইরাসের আবহে চলতি বছর আদৌ টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে কিনা, সে ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেনি আইসিসি। সেই সিদ্ধান্তের ওপর আইপিএলের ভাগ্য ঝুলে রয়েছে বলে বিসিসিআইয়ের তরফে জানানো হয়েছে।

কোথায় এবং কবে আইপিএল

কোথায় এবং কবে আইপিএল

করোনা ভাইরাসের আবহে যে ভারতে আইপিএল হওয়া সম্ভব নয়, তা ধীরে ধীরে স্পষ্ট হচ্ছে। এই অবস্থায় সৌদি আরবেই টুর্নামেন্ট আয়োজন করার দিকে বিসিসিআই ঝুঁকে রয়েছে বলে সূত্র মারফত জানা গিয়েছে। সবকিছু পরিকল্পনা মাফিক চললে ২৬ সেপ্টেম্বর থেকে শুরু হতে পারে আইপিএল। শেষ হতে পারে ৮ নভেম্বর।

টিম ইন্ডিয়ার অনুশীলন

টিম ইন্ডিয়ার অনুশীলন

করোনা ভাইরাসের জেরে ভারতে সম্ভব না হওয়ায় টিম ইন্ডিয়ার অনুশীলনও আরব দেশে হতে পারে বলে বিসিসিআই সূত্র জানা গিয়েছে। বলা হয়েছে, আগাস্টের তৃতীয় সপ্তাহ থেকে শুরু হবে প্রস্তুতি শিবির। সপ্তাহ তিনেকের জন্য সেই শিবিরে যোগ দেবেন বিরাট কোহলি সহ ৩০ থেকে ৩৫ জন ভারতীয় ক্রিকেটার। সেখান থেকেই তাঁরা আইপিএলের জন্য নিজ নিজ ফ্র্যাঞ্চাইজি দলে ভাগ হয়ে যাবেন বলে বিসিসিআইয়ের তরফে জানানো হয়েছে।

অস্ট্রেলিয়া সফর

অস্ট্রেলিয়া সফর

আইপিএল শেষ হলে ভারতীয় ক্রিকেট দল দুবাই থেকে অস্ট্রেলিয়া সফরে যাবে বলে জানানো হয়েছে। ডিসেম্বর অজিদের বিরুদ্ধে চার ম্যাচের টেস্ট সিরিজ খেলবেন বিরাট কোহলিরা। ডেভিড ওয়ার্নারদের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজও খেলবে মেন ইন ব্লু।

অ্যাপেক্স কাউন্সিলের বৈঠক

অ্যাপেক্স কাউন্সিলের বৈঠক

আগামী ১৭ জুলাই অর্থাৎ শুক্রবার বিসিসিআইয়ের অ্যাপেক্স কাউন্সিলের বৈঠক অনুষ্ঠিত হতে চলেছে। সেই বৈঠকেই টিম ইন্ডিয়ার অনুশীলন শিবির নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে সূত্র মারফত জানা গিয়েছে।

English summary
Which country when will host IPL 2020, BCCI gives hint
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X