For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আইপিএলে শেষ কবে পরপর দুই ম্যাচ হেরেছিল মুম্বই ইন্ডিয়ান্স? কী বলছে পরিসংখ্যান

আইপিএলে শেষ কবে পরপর দুই ম্যাচ হেরেছিল মুম্বই ইন্ডিয়ান্স? কী বলছে পরিসংখ্যান

  • |
Google Oneindia Bengali News

শুক্রবার চলতি আইপিএলের অতি গুরুত্বপূ্র্ণ ম্যাচে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ৯ উইকেটের হার হজম করতে হয়েছে মুম্বই ইন্ডিয়ান্সকে। তার আগে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ম্যাচ হেরে যায় রোহিত শর্মা শিবির। পরপর দুই ম্যাচে হেরে রীতিমতো চাপে রয়েছে মুম্বই শিবির। সাম্প্রতিককালে এমন ধাক্কা খুব কমই খেয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।

আইপিএলে শেষ কবে পরপর দুই ম্যাচ হেরেছিল মুম্বই ইন্ডিয়ান্স? কী বলছে পরিসংখ্যান

২০১৮ সালের আইপিএলে শেষবার এমন ধাক্কা খেয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স। পরপর দুই ম্যাচ হেরেছিল রোহিত শর্মা শিবির। ওই বছরের ২২ এপ্রিল অজিঙ্ক রাহানে নেতৃত্বাধীন রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে আইপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচ ৩ উইকেটে হেরেছিল মুম্বই ইন্ডিয়ান্স। দুই দিন পর সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ৩১ রানে ম্যাচ হেরেছিল রোহিত শর্মা শিবির।

উল্লেখযোগ্যভাবে ওই আইপিএলে চ্যাম্পিয়ন হতে পারেনি মুম্বই ইন্ডিয়ান্স। তবে ২০১৯ সালে দুর্দান্তভাবে ফিরে এসেছিল নীল শিবির। সেবার তো বটেই, করোনা ভাইরাসের আবহে সংযুক্ত আরব আমিরশাহীতে আয়োজিত হওয়া ২০২০ সালের আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিলেন রোহিত শর্মারা। এবারের আইপিএল খেতাব জিততে পারলে হ্যাটট্রিক করবে মুম্বই ইন্ডিয়ান্স।

তবে চলতি আইপিএলের শুরুটা খুব একটা ভাল হয়নি মুম্বইয়ের। টুর্নামেন্টে এখনও পর্যন্ত পাঁচটি ম্যাচের দুটিতে জিততে পেরেছে রোহিত শর্মা শিবির। চার পয়েন্ট নিয়ে লিগ তালিকার চতুর্থ স্থানে অবস্থান করছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। খেতাব জয়ের দৌড়ে টিকে থাকতে হলে আগামী ম্যাচগুলি জিততে হবে মুম্বইকে। সেই মন্দের মধ্যে একমাত্র ইতিবাচক দিক অধিনায়ক রোহিত শর্মার ফর্ম। পাঞ্জাবের বিরুদ্ধে দুর্দান্ত অর্ধশতরান করেছেন হিটম্যান। চলতি টুর্নামেন্টে এখনও পর্যন্ত ৫টি ম্যাচ খেলে ২০১ রান করেছেন মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক।

English summary
When was Mumbai Indians lost two games in a row in Indian Premier League
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X