For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আইপিএল ২০২০ : কবে অনুশীলনে নামছেন এমএস ধোনি? জেনে নিন তারিখ

আইপিএল ২০২০ : কবে অনুশীলনে নামছেন এমএস ধোনি? জেনে নিন তারিখ

  • |
Google Oneindia Bengali News

আর কয়েক দিনের মধ্যেই সংযুক্ত আরব আমিরশাহীতে শুরু হবে আইপিএল। এ ব্যাপারে সিলমোহর দিয়ে দিয়েছে কেন্দ্রীয় সরকার। এখন কেবল টু্র্নামেন্ট শুরুর অপেক্ষায় রয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলি। করোনা ভাইরাসের আবহে কেমন হবে এবারের আইপিএল, তা নিয়ে ক্রিকেট প্রেমীদের মনে আগ্রহের শেষ নেই। তেমনই টুর্নামেন্টের আরও এক আকর্ষণ হতে চলেছেন দীর্ঘদিন ক্রিকেটের বাইরে থাকা কিংবদন্তি মহেন্দ্র সিং ধোনি। তিন বারের আইপিএল জয়ী চেন্নাই সুপার কিংসের অধিনায়ক আইপিএলের প্রস্তুতি সারতে কবে মাঠে নামছেন, তা জানতে উদগ্রীব ক্রিকেট মহল। জেনে নেওয়া যাক সেই দিন।

সিএসকের কী পরিকল্পনা

সিএসকের কী পরিকল্পনা

এখনও পর্যন্ত যা খবর, দুবাই উড়ে যাওয়ার আগে চেন্নাইয়ের চিপক স্টেডিয়ামে দলের ক্রিকেটারদের অনুশীলনের ব্যবস্থা করে দিতে চাইছে সিএসকে। সম্ভবত ১৬ অগাস্ট থেকে শুরু হচ্ছে চেন্নাই সুপার কিংসের প্রস্তুতি শিবির। চলবে ২০ অগাস্ট পর্যন্ত। অর্থাৎ ফের কিংবদন্তি এমএস ধোনিকে ক্রিকেট ব্যাট হাতে নামতে দেখবেন ফ্যানরা।

সমস্যা কোথায়

সমস্যা কোথায়

সূত্রের খবর, আমিরশাহীতে অনুষ্ঠিত হতে চলা আইপিএলের জন্য এমএস ধোনিদের অনুশীলনের ব্যবস্থা করে দিতে বিস্তর কাঠখড় পোড়াতে হচ্ছে চেন্নাই সুপার কিংসকে। করোনা ভাইরাসের আবহে চিপকে ট্রেনিং ক্যাম্প আয়োজনের জন্য তামিলনাড়ু সরকারের কাছে অনুমতি চেয়েছে এন শ্রীনিবাসন শিবির। সে রাজ্যের তরফে লিখিত ছাড়পত্রের অপেক্ষায় রয়েছে সিএসকে।

কবে আরব রওনা

কবে আরব রওনা

বিসিসিআইয়ের স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসেডিওর অনুযায়ী, আইপিএলে অংশ নিতে চলা কোনও দল ২০ অগাস্টের আগে ভারত ছাড়তে পারবে না। সেই নির্দেশকে সম্মান জানিয়ে ২০ অগাস্ট (অনুশীলন শিবির না হলে) চেন্নাইয়ে মিলিত হচ্ছেন মহেন্দ্র সিং ধোনি, সুরেশ রায়না, আম্বাতি রায়ডুরা। পরের দিন সেখান থেকে তাঁদের দুবাই পাাঠানোর পরিকল্পনা করেছে সিএসকের মালিক পক্ষ।

কোথায় থাকবেন ধোনিরা

কোথায় থাকবেন ধোনিরা

বিশ্বের অন্যতম ধনী ওই শহরের সেরা আকর্ষণ বুর্জ খলিফার কাছের এক হোটেলে চেন্নাই সুপার কিংসের ক্রিকেটাররা থাকবেন বলে সূত্র মারফত জানা গিয়েছে। বিসিসিআইয়ের নির্দেশিকা মেনে বায়ো সিকিওর পরিবেশেই সুরেশ রায়নাদের রাখা হবে বলে জানানো হয়েছে। দুবাই-স্থিত আইসিসি-এর ক্রিকেট অ্যাকাডেমিতে আইপিএলের প্রস্তুতি সারবেন চেন্নাই সুপার কিংসের ক্রিকেটাররা। সেই কারণেই বুর্জ খলিফার কাছে এমএস ধোনিদের থাকার ব্যবস্থা করেছেন এন শ্রীনিবাসনরা। কারণ ওই হোটেল থেকে আইসিসি অ্যাকাডেমির দূরত্ব সামান্য।

আইপিএল ২০২০ : বেগুনি টুপি জিততে পারেন এমন বোলারদের তালিকায় কারা?আইপিএল ২০২০ : বেগুনি টুপি জিততে পারেন এমন বোলারদের তালিকায় কারা?

English summary
When MS Dhoni and CSK will start training at Chepauk for IPL 2020
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X