সিডনি টেস্টে উমেশ-রাহুলহীন ভারতের প্রথম একাদশ কেমন হতে পারে, ওপেনেই কি রোহিত?
আগামী ৭ জানুয়ারি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় টেস্টে মুখোমুখি হতে চলেছে ভারতীয় ক্রিকেট দল। ফলের উর্ধ্বে উঠে ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াই আশা করছেন ক্রিকেট প্রেমীরা। শেষ হাসি কোন দল হাসে, তা তো সময় বলবে। সেই আবহে চোটগ্রস্ত উমেশ যাদব ও রাহুলের অনুপস্থিতিতে ভারতীয় দল কেমন হতে পারে, তা দেখে নেওয়া যাক।

ওপেনেই কী রোহিত
অ্যাডিলেড ও মেলবোর্ন টেস্টে নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি মায়াঙ্ক আগরওয়াল। ফলে তিনি সিডনি টেস্টে বাদ পড়তে চলেছেন বলেই খবর। পরিবর্তে টিম ইন্ডিয়ার হয়ে ওপেন করতে দেখা যাবে চোট সারিয়ে জাতীয় দলে প্রত্যাবর্তন ঘটানো রোহিত শর্মাকে। মেলবোর্ন টেস্টে ভারতীয় দলের হয়ে প্রথম বার মাঠে নামা শুভমান গিলের পারফরম্যান্স নির্বাচকদের মনে ধরেছে। ফলে তিনিই সিডনি টেস্টে রোহিত শর্মার সঙ্গে ওপেন করতে চলেছেন বলে খবর।

মিডল অর্ডার
গত দুই টেস্টে ব্যর্থ হওয়া চেতেশ্বর পূজারা সিডনি টেস্টে ভারতীয় দলের ব্যাটিং অর্ডারের তিন নম্বর স্থানে নামতে চলেছেন। চার নম্বরে ব্যাট করতে নামবেন অধিনায়ক অজিঙ্ক রাহানে। এই স্থানে নেমেই গত ম্যাচে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন টিম ইন্ডিয়ার কার্যনির্বাহী নেতা। রোহিত শর্মা ওপেন করতে নামলে পাঁচ নম্বরে ব্যাট করবেন হনুমা বিহারী।

উইকেটরক্ষক ও অল-রাউন্ডার
মেলবোর্ন টেস্টে খুব বেশি ক্যারিশমা দেখাতে না পারা তরুণ ঋষভ পন্থকেই সিডনি টেস্টে টিম ইন্ডিয়ার উইকেটের পিছনে দেখা যাবে। তিনি ছয় নম্বরে ব্যাট করতে নামবেন। সাত নম্বরে ব্যাট করতে নামবেন অল-রাউন্ডার রবীন্দ্র জাদেজা। তিনি ম্যাচে বিশেষজ্ঞ স্পিনারের কাজও করবেন।

বোলিং বিভাগ
সিডনি টেস্টে ভারতের বোলিং বিভাগকে নেতৃত্ব দেবেন দুর্দান্ত ছন্দে থাকা স্পিনার রবিচন্দ্রণ অশ্বিন ও পেসার জসপ্রীত বুমরাহ। খেলবেন মহম্মদ সিরাজও। চোটগ্রস্ত উমেশ যাদবের পরিবর্তে সিডনি টেস্টে সুযোগ পেতে পারেন দেশের তরুণ ফাস্ট বোলার নভদীপ সাইনি।

ভারতের প্রথম একাদশ এক নজরে
শুভমান গিল, রোহিত শর্মা, চেতেশ্বর পূজারা, অজিঙ্ক রাহানে (অধিনায়ক), হনুমা বিহারী, ঋষভ পন্থ (উইকেটরক্ষক), রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রণ অশ্বিন, জসপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ, নভদীপ সাইনি।

রোনাল্ডো অনেক পিছিয়ে, ইনস্টাগ্রামের প্রোফাইল পাল্টে তিনিই সর্বকালের সেরা ঘোষণা পেলের