For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বোর্ডের মসনদে বসার পর এক মাসে কী কী কাজ হল, জানালেন প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়

২৩ অক্টোবর বোর্ডের সভাপতি হিসেবে মসনদে বসেছিলেন। এরপর একমাস কেটে গিয়েছে। এই এক মাসে ভারতীয় ক্রিকেটে কী কী পরিবর্তন আনলেন জানিয়ে দিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। 

  • |
Google Oneindia Bengali News

২৩ অক্টোবর বোর্ডের সভাপতি হিসেবে মসনদে বসেছিলেন। এরপর একমাস কেটে গিয়েছে। এই এক মাসে ভারতীয় ক্রিকেটে কী কী পরিবর্তন আনলেন জানিয়ে দিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়।

পিঙ্ক টেস্টের সাফল্য

পিঙ্ক টেস্টের সাফল্য

এদিন সৌরভ বলেন, পিঙ্ক টেস্ট দারুণ সফল হয়েছে। সম্প্রচারকারী সংস্থা স্টারের পক্ষ থেকে তাঁকে ব্য়ক্তিগত ভাবে টেস্টের সাফল্য নিয়ে ব্যাখ্যা দেওয়া হয়েছে। স্টার জানিয়েছে ম্যাচে ভিউয়ারশিপ অন্য টেস্টের থেকে তিনগুণ বেশি ছিল। সৌরভ সঙ্গে জুড়ছেন, বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচে এত ভিউয়ারশিপ পেয়ে অস্ট্রেলিয়া বা দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচ হলে সেই ম্যাচের ভিউয়ারশিপের কথা ভেবেই ব্রডকাস্টাররা অবাক হয়েছেন। আগামী দিনে দেশে আরও পিঙ্ক বল টেস্ট হবে সেই সঙ্গে বিদেশের ক্রিকেট বোর্ড চাইলে সেখানেও ভারত পিঙ্ক বল টেস্টে খেলার কথা ভেবে দেখবে বলে সৌরভ জানিয়েছেন।

এনসিএ-র সংস্করণ

এনসিএ-র সংস্করণ

সভাপতি হওয়ার পর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির সংস্করণ প্রক্রিয়া শুরু হয়েছে।দ্রাবিড়ের সঙ্গে এই নিয়ে বৈঠক হয়েছে। যারপর ক্রিকেটারদের সুবিধের কথা মাথায় রেখে এনসিএকে ঢালাও সাজানো হয়েছে।

ক্রিকেটারদের সঙ্গে চুক্তি

ক্রিকেটারদের সঙ্গে চুক্তি

জাতীয় স্তরের পাশাপাশি ঘরোয়া ক্রিকেটারদের সঙ্গেও এখন চুক্তি করা হচ্ছে।

রাজ্য ক্রিকেট সংস্থাগুলিকে অর্থ বন্টন

রাজ্য ক্রিকেট সংস্থাগুলিকে অর্থ বন্টন

সাংবাদিকদের মুখোমুখি হয়ে সৌরভ বলেছেন, 'আন্তর্জাতিক ম্যাচের টিভি স্বত্ত্ব থেকে বোর্ডের এখন ভালোই উপার্জন হয়। সেটাই রাজ্য ক্রিকেট সংস্থাগুলির উন্নতিতে ব্যবহার করা হবে। রাজ্য সংস্থার সঙ্গে আলোচনার পর তাঁদের স্তরে স্তরে আর্থিক সাহায্য করা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই মুহূর্তে ৯ ক্রিকেট সংস্থার মাঠ কেনা থেকে স্কুল পর্যায়ে ক্রিকেটের উন্নতির জন্য অর্থ প্রয়োজন। সেগুলো ক্রমে একটু একটু করে দেওয়া হচ্ছে। পরিকাঠামো গত উন্নতিতে বোর্ড সবসময় সাহায্য করতে তৈরি।

English summary
What sourav ganguly has done after been president of bcci, have a look
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X