For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আইপিএলে বিরাট বনাম গম্ভীরের যুদ্ধ নিয়ে মুখ খুললেন প্রাক্তন কেকেআর তারকা

আইপিএলে বিরাট বনাম গম্ভীরের যুদ্ধ নিয়ে মুখ খুললেন প্রাক্তন কেকেআর তারকা

  • |
Google Oneindia Bengali News

একই রাজ্যের ক্রিকেটার হয়েও টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলি ও দেশের প্রাক্তন ওপেনার গৌতম গম্ভীরের ব্যক্তিগত সম্পর্ক যে অম্ল-মধুর, তা আর জানতে কারও বাকি নেই। আইপিএলে একে অপরের দিকে তেড়ে যাওয়া, কদর্য ভাষায় আক্রমণ করা থেকেই দুই তারকার মধ্যে যে দূরত্ব বেড়েছিল, তা ঘোঁচেনি বলেই মনে করা হয়। যদিও সেই অশান্তি খানিক উত্তেজনাতে ঘটেছিল এবং খেলার মাঠে তা হয়েই থাকে বলে মনে করেন প্রাক্তন কেকেআর তারকা রজত ভাটিয়া।

কেকেআর বনাম আরসিবি

কেকেআর বনাম আরসিবি

২০১৩ সালে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে তাদেরই ঘরের মাঠ এম চিন্নাস্বামী স্টেডিয়ামে আইপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে নেমেছিল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স। আগে ব্যাট করে আরসিবি-কে ১৫৫ রানেল লক্ষ্য দিয়েছিল কেকেআর। ১৫ বল বাকি থাকতেই নির্ধারিত লক্ষ্যে পৌঁছে গিয়েছিল বিরাট কোহলির দল। ৮৫ রানের দুর্দান্ত ইনিংস খেলেছিলেন ক্রিস গেইল।

বিরাট বনাম গম্ভীর

বিরাট বনাম গম্ভীর

এম চিন্নাস্বামী স্টেডিয়ামের ওই ম্যাচে ক্রিস গেইল ও বিরাট কোহলির মধ্যে বড় রানের পার্টনারশিপ হয়েছিল। রীতিমতো মারমুখী মেজাজে কেকেআর বোলারদের বাউন্ডারির বাইরে পাঠাচ্ছিলেন আরসিবি অধিনায়ক বিরাট। ব্যক্তিগত ৩৫ রানের স্কোরে লক্ষ্মীপতি বালাজির বলে আউট হয়ে গিয়েছিলেন টিম ইন্ডিয়ার অধিনায়ক। এরপর ততকালীন কেকেআর অধিনায়ক তথা দেশের প্রাক্তন ওপেনার গৌতম গম্ভীর এগিয়ে এসে কিছু বলতেই বিরাট কোহলির সঙ্গে তাঁর উত্তপ্ত চোখাচুখি ও কথার লড়াই বেঁধে গিয়েছিল। একে অপরের দিকে তেড়ে গিয়েছিলেন তাঁরা। সেই লড়াই থামিয়েছিলেন সতীর্থ ক্রিকেটার ও আম্পায়াররা।

কী বললেন ভাটিয়া

কী বললেন ভাটিয়া

বিরাট কোহলি ও গৌতম গম্ভীরের সেই লড়াই থামাতে বড় ভূমিকা নিয়েছিলেন কেকেআরের প্রাক্তন তারকা রজত ভাটিয়া। সেই তিনিই বিষয়টিকে তুচ্ছ ঘটনা বলে উল্লেখ করেছেন। জানিয়েছেন, দলের জয় নিয়ে চিন্তিত দুই দলের অধিনায়ক খানিক উত্তেজনার বশে ওই কাণ্ড ঘটিয়ে ফেলেছিলেন। খেলার মাঠে তা হয়েই থাকে বলে মনে করেন প্রাক্তন কেকেআর তারকা।

এমন ঝগড়া আর দেখেননি

এমন ঝগড়া আর দেখেননি

ওই ঘটনার পর টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলি ও দেশের প্রাক্তন ওপেনার গৌতম গম্ভীরকে মাঠে এবং মাঠের বাইরে আর কোনও দ্বন্দ্বে জড়াতে তিনি দেখেননি বলে জানিয়েছেন রজত ভাটিয়া। সেদিন বিরাট ও গম্ভীরের মধ্যে যা হয়েছে, তা খারাপের দিকে যেত না বলেও বিশ্বাস প্রাক্তন কেকেআর তারকার।

যখন ভুবির বলে শূন্য রানে আউট হয়েছিলেন সচিন, কেমন অনুভূতি ছিল বোলারেরযখন ভুবির বলে শূন্য রানে আউট হয়েছিলেন সচিন, কেমন অনুভূতি ছিল বোলারের

English summary
What's reason behind the ugly fight between Virat Kohli and Gautam Gambhir in IPL
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X