For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মেলবোর্নে ভারতের দাপুটে জয়ের পর টেস্ট চ্যাম্পিয়নশিপ তালিকায় কোনও রদবদল ঘটল কি?

মেলবোর্নে ভারতের দাপুটে জয়ের পর টেস্ট চ্যাম্পিয়নশিপ তালিকায় কোনও রদবদল ঘটল কি?

  • |
Google Oneindia Bengali News

অ্যাডিলেড টেস্টে শোচনীয় হারের বদলা মেলবোর্নে নিয়েই ফেলেছে ভারতীয় ক্রিকেট দল। বিরাট কোহলির অনুপস্থিতিতে অস্ট্রেলিয়াকে ৮ উইকেটে বক্সিং ডে টেস্ট হারিয়েছে অজিঙ্ক রাহানের টিম ইন্ডিয়া। এই দাপুটে জয় এবং সেই সঙ্গে রাহানের অধিনায়কত্ব এবং ব্যাটিং পারফরম্যান্স নিয়ে চর্চা শুরু হয়েছে বিভিন্ন মহলে। সেই সঙ্গে ক্রিকেট বিশ্বের চোখ রয়েছে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ তালিকার ওপরও। মেলবোর্ন টেস্টের পর তাতে কোনও পরিবর্তন সাধিত হল কিনা, তা নজরে রাখছেন ক্রিকেট প্রেমীরা।

মেলবোর্নে ভারতের দাপুটে জয়ের পর টেস্ট চ্যাম্পিয়নশিপ তালিকায় কোনও রদবদল ঘটল কি?

তবে ভারতীয় ক্রিকেট প্রেমীদের জন্য খুব একটা সুসংবাদ শোনাতে পারেনি আইসিসি। মেলবোর্ন টেস্ট জিতলেও পয়েন্টের শতকরা হারে চ্যাম্পিয়নশিপ তালিকার শীর্ষ স্থান ধরে রেখেছে অস্ট্রেলিয়া। বক্সিং ডে টেস্ট জিতেও দ্বিতীয় স্থানে অবস্থান করছে ভারত। তৃতীয় এবং চতুর্থ স্থানে রয়েছে যথাক্রমে নিউজিল্যান্ড ও ইংল্যান্ড।

আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ তালিকা এক নজরে :

১) ১২টি টেস্ট ম্যাচের আটটি জিতে, তিনটি হেরে এবং একটি ড্র করে অস্ট্রেলিয়ার পয়েন্ট ৩২৬। পয়েন্টের শতকরা হার ৭৭.৬ শতাংশ।

২) ১১টি টেস্ট ম্যাচের আটটি জিতে, তিনটি হেরে ভারতের পয়েন্ট ৩৯০। পয়েন্টের শতকরা হার ৭২.২ শতাংশ।

৩) ৯টি টেস্ট ম্যাচের পাঁচটি জিতে, চারটি হেরে নিউজিল্যান্ডের পয়েন্ট ৩০০। পয়েন্টের শতকরা হার ৬২.৫ শতাংশ।

৪) ১৫টি টেস্ট ম্যাচের আটটি জিতে, চারটি হেরে এবং তিনটি ড্র করে ইংল্যান্ডের পয়েন্ট ২৯২। পয়েন্টের শতকরা হার ৬০.৮ শতাংশ।

৫) ৮টি টেস্ট ম্যাচের দুটি জিতে, তিনটি হেরে এবং তিনটি ড্র করে পাকিস্তানের পয়েন্ট ১৬৬। পয়েন্টের শতকরা হার ৩৯.৫ শতাংশ।

৬) ৪টি টেস্ট ম্যাচের একটি জিতে, দুটি হেরে এবং একটি ড্র করে শ্রীলঙ্কার পয়েন্ট ৮০। পয়েন্টের শতকরা হার ৩৩.৩৩ শতাংশ।

৭) ৭টি টেস্ট ম্যাচের একটি জিতে, ৬টি হেরে ওয়েস্ট ইন্ডিজের পয়েন্ট ৪০। পয়েন্টের শতকরা হার ১১.১ শতাংশ।

৮) ৭টি টেস্ট ম্যাচের একটি জিতে, ৬টি হেরে দক্ষিণ আফ্রিকার পয়েন্ট ২৪। পয়েন্টের শতকরা হার ১০ শতাংশ।

English summary
What is the standing in ICC test championship points table
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X