For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

গাব্বায় অস্ট্রেলিয়াকে হারিয়ে ৭০ বছরের মাইলস্টোন ভাঙার হাতছানি ভারতের সামনে!

গাব্বায় অস্ট্রেলিয়াকে হারিয়ে মাইলস্টোন ভাঙার হাতছানি ভারতের সামনে!

  • |
Google Oneindia Bengali News

ব্রিসবেনে ঐতিহাসিক টেস্ট জয়ের থেকে আর মাত্র এক ধাপ দূরে রয়েছে ভারতীয় ক্রিকেট দল। মঙ্গলবার সেই ধাপ পেরোতে পারলে, অস্ট্রেলিয়াকে তাদেরই মাটিতে পরপর দুই বার বর্ডার-গাভাসকর সিরিজ হারিয়ে নজির গড়বে টিম ইন্ডিয়া। তেমনটা হলে রান তাড়া করে টেস্ট জয়ের নিরিখে গাব্বায় রেকর্ডও গড়বে অজিঙ্ক রাহানে শিবির। ৭০ বছরের পুরনো মাইলস্টোন ভাঙার মুখে দাঁড়িয়ে মেন ইন ব্লু।

ভারতের জিততে প্রয়োজন কত রান

ভারতের জিততে প্রয়োজন কত রান

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ব্রিসবেন টেস্ট জিততে ৩২৮ রান করতে হবে ভারতীয় ক্রিকেট দলকে। ইতিমধ্যেই চতুর্থ ইনিংসে ৪ রান তুলে ফেলেছেন রোহিত শর্মা ও শুভমান গিল। অর্থাৎ পঞ্চম দিনে ৩২৪ রান করলেই ব্রিসবেন টেস্ট ম্যাচ এবং বর্ডার-গাভাসকর ট্রফি জিতবে টিম ইন্ডিয়া।

ওয়েস্ট ইন্ডিজকে টপকে যাওয়ার সুযোগ

ওয়েস্ট ইন্ডিজকে টপকে যাওয়ার সুযোগ

এখনও পর্যন্ত গাব্বায় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সর্বাধিক রান তাড়া করে টেস্ট ম্যাচ জিতেছে ওয়েস্ট ইন্ডিজ। ১৯৫১ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চতুর্থ ইনিংসে ৭ উইকেট হারিয়ে ২৩৬ রান তুলেছিল ক্যারিবিয়ান শিবির। এই মাঠে সেই রেকর্ড এখনও পর্যন্ত কোনও দল ভাঙতে পারেনি।

গাব্বায় শেষ টেস্ট কবে হেরেছিল অস্ট্রেলিয়া

গাব্বায় শেষ টেস্ট কবে হেরেছিল অস্ট্রেলিয়া

১৯৮৮ সালে ব্রিসবেনের গাব্বায় শেষ বার টেস্ট ম্যাচ হেরেছিল অস্ট্রেলিয়া। সেবারও ওয়েস্ট ইন্ডিজের কাছেই ম্যাচ হারতে হয়েছিল অজি শিবিরকে। এরপর থেকে টানা ৩১ ম্যাচ গাব্বায় অপরাজিত রয়েছে টিম পেইন শিবির।

চতুর্থ ইনিংসে সর্বোচ্চ স্কোর

চতুর্থ ইনিংসে সর্বোচ্চ স্কোর

২০১৬ সালে ব্রিসবেনের গাব্বায় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্টের চতুর্থ ইনিংসে ৪৫০ রান করছিল পাকিস্তান। তাতেও ৩৯ রানে ম্যাচ হারতে হয়েছিল আজহার আলিদের। মঙ্গলবার ভারত কী খেল দেখায়, সেদিকে তাকিয়ে রয়েছে ক্রিকেট বিশ্ব।

ভারত বনাম অস্ট্রেলিয়া ব্রিসবেন টেস্ট: প্রথম পাঁচ উইকেট শিকারে এলিট ক্লাবে ঢুকে পড়লেন মহম্মদ সিরাজভারত বনাম অস্ট্রেলিয়া ব্রিসবেন টেস্ট: প্রথম পাঁচ উইকেট শিকারে এলিট ক্লাবে ঢুকে পড়লেন মহম্মদ সিরাজ

English summary
What is the highest successful test run chase at the Gabba
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X