For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'শাহিন ফারাক গড়ে দিতে পারত', পাকিস্তানের হারের পর প্রতিক্রিয়া ইমরান খানের

'শাহিন ফারাক গড়ে দিতে পারত', পাকিস্তানের হারের পর প্রতিক্রিয়া ইমরান খানের

Google Oneindia Bengali News

ইংল্যান্ডের বিরুদ্ধে পাকিস্তানের বোলিং লাইনের অসাধারণ পারফরম্যান্স দেখে মুগ্ধ কিংবদন্তি ক্রিকেটার তথা পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান। বাবর আজমের নেতৃত্বাধীন পাকিস্তান দলের মূল চালিকাশক্তি পেসা ব্যাটারির যে ভাবে নিজেদের মেলে ধরেছে তা নজর টেনে ইমরানের। শেষ ওভার পর্যন্ত ম্যাচ টেনি নিয়ে গেলেও ১৩৭ রান শেষ পর্যন্ত ডিফেন্ড করতে করা সম্ভব হয়ে ওঠেনি শাহিন শাহ আফ্রিদি-হ্যারিস রউফ-নাসিম শাহদের পক্ষে। শাহিনের চোটকেই এই ম্যাচের টার্নিং পয়েন্ট হিসেবে উল্লেখ করেন বিশ্বকাপ জয়ী পাকিস্তান অধিনায়ক।

শাহিনের চোটটা গুরুতর হয়ে গেল:

শাহিনের চোটটা গুরুতর হয়ে গেল:

প্রাক্তন পাক প্রধানমন্ত্রী সেই দেশের সংবাদমাধ্যম ডনকে বলেছেন, "আমি শেষ বল পর্যন্ত আমার দলকে লড়াই করার কথা বলতাম। নিজের সেরাটা দাও। কিন্তু নিজের সেরাটা দেওয়া হয় এবং ফলাফল সামনে আসে, তখন সেটাই হয় যেটা ভগবানের ইচ্ছা। কিন্তু শাহিন যে ভাবে চোট পেল সেটা আপনার হাতের মধ্যে থাকে না, কারোরই এখানে কিছু করার থাকে না। দুর্ভাগ্যবশত এমন সময়ে এটা ঘটল যেখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ অবস্থায় দাঁড়িয়ে ম্যাচ এবং শাহিন ফারাক গড়ে দিতে পারত। আমি বলছি না যে আমরা জিততে পারতাম কিন্তু এটা এমন একটা সময় ছিল যেখানে ম্যাচের ভাগ্য ঘুরে যেতে পারত।"

নিজেদের নিংরে দেন চার পেসার:

নিজেদের নিংরে দেন চার পেসার:

চার পেসার শাহিন শাহ আফ্রিদি, হ্যারিস রউফ, নাসিম শাহ, মহম্মদ ওয়াসিম জুনিয়র নিজেদের নিংরে দিয়েছিলেন এই ম্যাচে ১৩৭ রান ডিফেন্ড করার জন্য। ফিল সল্ট এবং জস বাটলারকে আউট করে ইংল্যান্ড শিবিরে কাঁপুনি ধরিয়ে দিয়েছিলেন হ্যারিস রউফ। প্রথম ওভারেই ছন্দে থাকা অ্যাক্স হেলসের স্টাম্প ছিটকে দেন শাহিন আফ্রিদি।

পাকিস্তানের পেস অ্যাটাকের প্রশংসায় ইমরান খান:

পাকিস্তানের পেস অ্যাটাকের প্রশংসায় ইমরান খান:

পাকিস্তানের পেস অ্যাটাক তাঁকে এতটাই মুগ্ধ করেছে যে ইমরান খান বলেছেন, "আজকে আমি যা দেখলাম তাতে এটা বলতেই পারি আমাদের বিশ্বের সেরা বোলিং অ্যাটাক রয়েছে আমাদের। এই মুহূর্তে বিশ্বের সেরা দলগুলির মধ্যে অন্যতম আমাদের দল।"

ইংল্যান্ড-পাকিস্তান ম্যাচের সংক্ষিপ্তসার:

ইংল্যান্ড-পাকিস্তান ম্যাচের সংক্ষিপ্তসার:

ফাইনালে টস জিতে পাকিস্তানকে ব্যাটিং করতে পাঠান ইঁল্যান্ডের অধিনায়ক জস বাটলার। পাকিস্তান প্রথমে ব্যাটিং করে ১৩৭/৮ রান তোলে নির্ধারিত ২০ ওভারে। বাবর আজম করেন ৩২ রান এবং শান মাসুদ করে ৩৮ রান। ইংল্যান্ডের হয়ে ৩ উইকেট পান ম্যাচের সেরা এবং টুর্নামেন্টের সেরা স্যাম কারান। ২টি করে উইকেট পান আদিল রশিদ, ক্রিস জর্ডান, ১ উইকেট পান বেন স্টোকস। ইংল্যান্ডের হয়ে ম্যাচ উইনিং অপরাজিত ৫২ রান করেন বেন স্টোকস। ২৬ রান করেন জস বাটলার, ০ রান করেন হ্যারি ব্রুক। পাকিস্তানের হয়ে ২ উইকেট পান হ্যারিস রউফ। ১ উইকেট করে পান শাহিন শাহ আফ্রিদি, শাদাব খান, মহম্মদ ওয়াসিম জুনিয়র।

IPL 2023: শার্দুল ঠাকুর এবার নাইট! দিল্লি ক্যাপিটালস থেকে ভারতীয় অলরাউন্ডারকে নিয়ে চমক কেকেআরেরIPL 2023: শার্দুল ঠাকুর এবার নাইট! দিল্লি ক্যাপিটালস থেকে ভারতীয় অলরাউন্ডারকে নিয়ে চমক কেকেআরের

English summary
What Imran Khan said after Pakistan's defeat against Engald in ICC T20 Word Cup 2022
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X