For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

India vs West Indies: টসে জিতে বোলিং-এর সিদ্ধান্ত ওয়েস্ট ইন্ডিজের, দলে কোনও পরিবর্তন কি করলেন রোহিত শর্মা?

টসে জিতে বোলিং-এর সিদ্ধান্ত ওয়েস্ট ইন্ডিজের, কোনও পরিবর্তন কি করলেন রোহিত শর্মা?

Google Oneindia Bengali News

ভারতের বিরুদ্ধে দ্বিতীয় টি-২০ ম্যাচে টসে জিতে বোলিং-এর সিদ্ধান্ত নিল ওয়েস্ট ইন্ডিজ। উইনিং কম্বিনেশনে কোনও পরিবর্তন ঘটায়নি ভারতীয় দল। একই দল ধরে রেখে দ্বিতীয় টি-২০ ম্যাচেও মাঠে নামবে টিম ইন্ডিয়া। অপর দিকে, ওয়েস্ট ইন্ডিজের দলে একটি পরিবর্তন হয়েছে। ফাবিয়ান অ্যালানের পরিবর্তে দলে এসেছেন জেসন হোল্ডার।

টসে জিতে বোলিং-এর সিদ্ধান্ত ওয়েস্ট ইন্ডিজের, কোনও পরিবর্তন কি করলেন রোহিত শর্মা?

সিরিজের প্রথম টি-২০ জয়ের ফলে এই ম্য়াচে অনেকটা চাপমুক্ত হয়ে মাঠে নামবে টিম ইন্ডিয়া। শুক্রবারের সন্ধ্যায় ক্রিকেটের 'নন্দন কাননে' ভারতীয় দল যদি জিতে ফেরে তা হলে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ পকেটে পুরে ফেলবে টিম ইন্ডিয়া। তখন রবিবার সিরিজের শেষ ম্যাচ কার্যত নিয়মরক্ষার হয়ে যাবে দুই দলের কাছেই।

অপর দিকে, সিরিজে টিকে থাকতে হলে যে কোনও মূল্যে এই ম্যাচ থেকে জয় প্রয়োজন ওয়েস্ট ইন্ডিজের। এই ম্য়াচেও যদি শেষ হাসি কিরণ পোলার্ডের দল হাসতে না পারে তা হলে শূন্য হাতেই দেশে ফিরে যেতে হবে একটা সময়ে বিশ্ব ক্রিকেটকে শাসন করা ভিভ রিচার্ডস, ক্লাইভ লয়েডের উত্তরসূরীদের। ওডিআই সিরিজে আগেই হোয়াইটওয়াশ হয়েছে টিম ওয়েস্ট ইন্ডিজ।

ইডেনে এ দিন টসে জিতে ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক কিরণ পোলার্ড বলেন, "পিচ দেখে বেশ ভাল লাগছে। শেষ ম্যাচে শিশির বেশ ভাল মতো ম্যাচে প্রভাব ফেলেছিল। আমরা চেষ্ট করব প্রথমে বল করে কম রানের মধ্যে ওদের (ভারতকে) আটকে রাখতে। নিজেদের দক্ষতার প্রমাণ দেওয়ার চেষ্ট থাকবে দলের। এক দিনের বিশ্রামে আমাদের বেশি কিছু সম্ভব নয়। দলে একটাই পরিবর্তন রয়েছে। জেসন হোল্ডার ফিট এবং ও দলে এসেছে। দলের বাইরে গিয়েছে ফাবিয়ান অ্যালান।"

অপর দিকে, টসে হেরে প্রথমে ব্যাটিং করতে হলেও খুব একটা অখুশি নন রোহিত শর্মা। ভারতীয় দলের অধিনায়ক বলেছেন, "আমাদের ক্রমাগত উন্নতি করতে হবে। খোলা মনে ব্যাটিং করতে হবে এবং পাওয়ার প্লের পর কী ভাবে ইনিংস নিয়ে যাই সেটা দেখতে হবে। আমরা প্রতিটা বিভাগেই উন্নতি করতে চাই।"

ভারত:

রোহিত শর্মা, ঈশান কিষান, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, ঋষভ পন্থ, ভেঙ্কটেশ আইয়ার, ভুবনেশ্বর কুমার, দীপক চাহার, হর্ষল প্যাটেল, যুজবেন্দ্র চহাল, রবি বিষ্ণোই

ওয়েস্ট ইন্ডিজ:

ব্র্যান্ডন কিং, কাইল মেয়ার, নিকোলাস পুরান, রোভম্যান পোয়েল, কিরণ পোলার্ড, রোসটন চেজ, জেসন হোল্ডার, রোমারিও শেফার্ড, আকিল হোসেন, ওডেন স্মিথ, শেলডন কর্টরেল।

English summary
West Indies won the toss and elected to bowl first in the second T20I against India. India is playing with same eleven. West Indies have one chance in the team.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X