বর্ণবৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদে ক্রিকেটাদের জার্সিতে এবার 'ব্ল্যাক লাইভস ম্যাটারস' স্লোগান!
করোনা পরবর্তী সময়ে ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজ দিয়ে ক্রিকেট মাঠে বল গড়াতে চলেছে। ৮ জুলাই থেকে রোসবোলে প্রথম টেস্ট শুরু। সেই সিরিজে এবার ব্ল্যাক লাইভস ম্যারাটস আন্দোলনের প্রভাব পড়তে চলেছে।

ফ্লয়েডের হত্যাকাণ্ডে শুরু 'ব্ল্যাক লাইভস ম্যাটারস' আন্দোলন
মার্কিন যুক্তরাষ্ট্রে পুলিশে হেফাজতে কৃষ্ণাঙ্গ অভিযুক্ত জর্জ ফ্লয়েডের ঘাড়ে হাঁটু চেপে রেখে হত্যার ঘটনার বিশ্বজুড়ে বর্ণবিদ্বেষের বিরুদ্ধে বিপ্লব শুরু হয়েছে। ফুটবলারদের মধ্য মেসি সোশ্যাল মিডিয়ায় ওয়াল কালো রেখে প্রতিবাদ জানিয়েছিলেন। ক্রিকেটে ড্যারেন স্যামি, ডোয়েন ব্র্যাভো, ক্রিস গেইলরা প্রতিবাদে গর্জে ওঠেন। আমেরিকায় জর্জের মৃত্যুর পর করোনা পরিস্থিতির মাঝেও যুক্তরাষ্ট্রে পুলিশের বর্বরতা নির্দশনে বিদ্রোহ শুরু হয়। পুলিশের গাড়ি নিশানা করে ভাঙচুর থেকে আগুন লাগিয়ে দেওয়ার ঘটনা ঘটে।

ফুটবলের পর এবার ক্রিকেটে 'ব্ল্যাক লাইভ ম্যারাটস' স্লোগান
পরবর্তী সময়ে ফুটবল মাঠে 'ব্ল্যাক লাইভ ম্যারাটস' আন্দোলেনর সমর্থনে ফুটবলাররা কেউ টি-শার্টে স্লোগান লিখে মাঠে নেমেছেন। কেউ আবার হাঁটু মুড়ে গোল সেলিব্রেশন করে বর্ণবিদ্বেষের ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছেন। ফিফাও বর্ণবিদ্বেষেরে বিরুদ্ধে ফুটবলারদের এই প্রতিবাদকে সমর্থন করেছে। ফুটবলের পর এবার ক্রিকেট মাঠে এবার ব্ল্যাক লাইভস ম্যাটারস স্লোগান দেখা যেতে চলেছে।

'ব্ল্যাক লাইভ ম্যারাটস' স্লোগান লেখা জার্সি পরে মাঠে ক্রিকেট দল
ইংল্যান্ডের বিরুদ্ধে আসন্ন টেস্ট সিরিজে 'ব্ল্যাক লাইভ ম্যারাটস'স্লোগান লেখা লোগো পরে ওয়েস্ট ইন্ডিজ দল মাঠে নামতে চলেছে। জেসন হোল্ডারদের জার্সির কলারে এই স্লোগান লেখা থাকবে। আইসিসির থেকে অনুমতি পাওয়ার পর স্লোগান লেখা জার্সি পরে মাঠে নামতে চলেছে ক্যারিবিয়ান দল।

প্রিমিয়ার লিগে ফুটবলারদের জার্সিতে স্লোগান
প্রসঙ্গত, করোনা পরবর্তী সময়ে ইংলিশ প্রিমিয়ার লিগের প্রথম ১২টি ম্যাচে জর্জ ফ্লয়েডকে শ্রদ্ধা জানাতে ফুটবলারদের জার্সির পিছনে নামের পরিবর্তে 'ব্ল্যাক লাইভস ম্যাটার' স্লোগান লেখা ছিল। এবার একই ভাবে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটারদের জার্সির সামনে কলারে এই স্লোগান দেখা যেতে চলেছে।
আইসিসি এলিট প্যানেলের সবচেয়ে কম বয়সী আম্পায়ার ভারতের নীতীন