কেকেআর ফ্যানেরা জেনে নিন, এবার থেকে রাসেলকে ডাকা হবে নতুন নামে
অপেক্ষার পাঁচ দিন। তারপর শুরু সিপিএল। করোনা পরবর্তী সময়ে ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট ও ইংল্যান্ড-আয়ারল্যান্ড ওডিআইয়ে বাইশ গজে বল গড়ালেও টি-২০ ক্রিকেটে এখনও ঢাকে কাঠি পড়েনি। ১৮ অগাস্ট থেকে ক্রিকেট ফ্যানেদের সেই আক্ষেপ মিটতে চলেছে। শুরু হচ্ছে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ।

টি-২০ মহাযজ্ঞ শুরুর আগে নতুন নাম পেলেন আন্দ্রে রাসেল
মেগা লিগে ঢাকে কাঠির আগে এবার নতুন নাম পেলেন আন্দ্রে রাসেল। টি-২০ ক্রিকেটে মারকাটারি ব্যাটিংয়ের জন্য রাসেলকে 'দ্রে রাস' নামে ডাকা হয়। গত বছরটা ব্যাটে-বলে দারুণ ছন্দে ছিলেন দ্রে রাস। আইপিএলেও ব্যাট হাতে একাধিক মনে রাখার মতো বিধ্বংসী ইনিংস খেলেছেন। করোনা পরবর্তী সময়ে এবার সিপিএল দিয়ে তাঁকে মাঠে ফিরতে দেখা যাবে।

রাসেলের নতুন নাম কী
ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে জামাইকা তালাওয়াস দলের সতীর্থরা নতুন মরসুমের জন্য রাসেলকে 'ডেনজার... রাস' নাম দিয়েছেন। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের টুইটে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ শুরুর আগে রাসেলের এই নাম পাওয়ার কথা জানানো হয়েছে।

লিগে আন্দ্রে রাসেলদের প্রথম ম্যাচ কবে
প্রসঙ্গত ১৮ অগাস্ট ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বার্বাডোজ ট্রাইডেন্টস এবং সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টসের মধ্যে ম্যাচ দিয়ে এবারের ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ শুরু হচ্ছে। এরপর ১৯ আগস্ট সেন্ট লুসিয়া জুকসের বিপক্ষে ম্যাচ দিয়েই জ্যামাইকা তালাওয়াস লিগ অভিযান শুরু করবে।

সিপিএলে রাসেলের ম্যাচ সংখ্যা
ক্যারিবিয়ান ক্রিকেট লিগের ইতিহাসে আন্দ্রে রাসেল ৫৭ ম্যাচ খেলে ১১০৯ রান হাঁকিয়েছেন। সর্বোচ্চ সংগ্রহ অপরাজিত ১২১ রান। ৮০টি বেসি চার ও ৮৭টি ছক্কা হাঁকিয়েছেন রাসেল
সিএসকে-এর আইপিএল শিবিরে যোগ দেবেন করোনা নেগেটিভ এমএস ধোনি