For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

তৃতীয় টি-টোয়েন্টিতে ভারতকে ১৪৭ রানের লক্ষ্য দিল ওয়েস্ট ইন্ডিজ

তৃতীয় টি-টোয়েন্টিতে ভারতকে ১৪৭ রানের লক্ষ্য দিল ওয়েস্ট ইন্ডিজ

  • |
Google Oneindia Bengali News

সম্মানরক্ষার ম্যাচে তরুণ দীপক চাহার ও নভদীপ সাইনির বিধ্বংসী বোলিংয়ের সামনে সেভাবে জ্বলে উঠতে পারলেন না ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যানরা। ২০ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ১৪৬ রান তুলল ক্যারিবিয়ানরা।

তৃতীয় টি-টোয়েন্টিতে ভারতকে ১৪৭ রানের লক্ষ্য দিল ওয়েস্ট ইন্ডিজ

গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তৃতীয় তথা সিরিজের শেষ টি-টোয়েন্টি ম্যাচে টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় টিম বিরাট কোহলি। বৃষ্টির কারণে আউটফিল্ড ভিজে থাকায় টস হয় কিছুটা দেরিতে। তাই ম্যাচ শুরু হতেও অনেকটা সময় লেগে যায়।

ব্যাট করতে নেমে ১৪ রানের মধ্যেই ৩ উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। ক্যারিবিয়ান শিবিরের ওপেনার এভিন লুইস (১০), সুনীল নারিন (২) এবং ফার্স্ট ডাউন শিমরোন হেটমের (১) ভারতের তরুণ ফাস্ট বোলার দীপক চাহারের শিকার হন। এরপর ব্যাট হাতে কিছুটা লড়াই করেন অভিজ্ঞ কাইরন পোলার্ড। ৪৫ বলে ৫৮ রান করে তিনি নভদীপ সাইনির বলে আউট হন।

পরে নিকোলাস পুরান (১৭), রভম্যান পায়েলের (৩২) লড়াকু ইনিংস ওয়েস্ট ইন্ডিজকে ১৪৬ পর্যন্ত পৌঁছে দেয়। ভারতের হয়ে ৩টি উইকেট নেন দীপক চাহার। ২টি উইকেট নেন নভদীপ সাইনি।

আজ জিতলে টি-টোয়েন্টির বিশ্বচ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করবে বিরাট কোহলি নেতৃত্বাধীন টিম ইন্ডিয়া। অন্যদিকে এই ম্যাচ জিতে কিছুটা হলেও নিজেদের সম্মানরক্ষা করতে মরিয়া কার্লোস ব্রাথওয়েট নেতৃত্বাধীন ক্যারিবিয়ান ব্রিগেড।

English summary
West has finshed its innings at 146/6
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X