For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অস্ট্রেলিয়া জিতবে তবে শামি, যাদবদের বোলিং ভোগাবে ক্লার্কদের, মন্তব্য ব্রেট লির

  • |
Google Oneindia Bengali News

সিডনি, ২৫ মার্চ : এবারের বিশ্বকাপে অসাধারণ বোলিং করছে ভারতীয় বোলাররা। পরপর সাতটা যে ম্যাচ জিতেছে ভারত তাতে বিপক্ষ দলের সবকটি উইকেটই নিতে সক্ষম হয়েছে তাঁরা। বিশ্বকাপের মঞ্চে কোনওবার ভারতীয় বোলিংকে এত আক্রমণাত্মক ও ধারাবাহিক লাগেনি যা এবার অস্ট্রেলিয়া বিশ্বকাপে লাগছে। বিশেষজ্ঞ থেকে প্রাক্তন ক্রিকেটার সবারই প্রশংসা কুড়িয়েছেন শামি, যাদব, মোহিত শর্মারা। এবার সেই তালিকায় যুক্ত হল প্রাক্তন অস্ট্রেলিয়ান স্পিডস্টার ব্রেট লি'র নাম।

ভারত-অস্ট্রেলিয়া ম্যাচের ১০ টি তথ্য</a></strong> <strong>,</strong> <strong><a href=ভারত বিশ্বকাপ জিতবে না, বলছে বুকিরা , বিশ্বকাপের সব খবরের আপডেট, সেমিফাইনালে ভারতকে উড়িয়ে দেবে অজিরা, হুমকি ম্যাক্সওয়েলের, "সেমিফাইনালেই ফর্মে ফিরবে বিরাট", মন বলছে ধোনির" title="ভারত-অস্ট্রেলিয়া ম্যাচের ১০ টি তথ্য , ভারত বিশ্বকাপ জিতবে না, বলছে বুকিরা , বিশ্বকাপের সব খবরের আপডেট, সেমিফাইনালে ভারতকে উড়িয়ে দেবে অজিরা, হুমকি ম্যাক্সওয়েলের, "সেমিফাইনালেই ফর্মে ফিরবে বিরাট", মন বলছে ধোনির" />ভারত-অস্ট্রেলিয়া ম্যাচের ১০ টি তথ্য , ভারত বিশ্বকাপ জিতবে না, বলছে বুকিরা , বিশ্বকাপের সব খবরের আপডেট, সেমিফাইনালে ভারতকে উড়িয়ে দেবে অজিরা, হুমকি ম্যাক্সওয়েলের, "সেমিফাইনালেই ফর্মে ফিরবে বিরাট", মন বলছে ধোনির

শামি, মোহিত, যাদবরা বিশ্বকাপের সাতটা ম্যাচে ৪২ টি উইকেট নিয়েছেন। আর এটাই সবচেয়ে মুগ্ধ করেছে লিকে। পাশাপাশি এই ত্রয়ীর বলের গতিও অন্যান্য ভারতীয় পেস আক্রমণের চেয়ে অনেক বেশি বলে জানিয়েছেন তিনি।

অস্ট্রেলিয়া জিতবে তবে শামি, যাদবদের বোলিং ভোগাবে ক্লার্কদের, মন্তব্য ব্রেট লির


কলকাতা নাইট রাইডার্সের প্রাক্তনী লিকে সবচেয়ে মুগ্ধ করেছে মহম্মদ শামির বোলিং। তিনি বলেছেন, "শেষ কয়েক বছরে আমি শামির সঙ্গে বেশ কিছুটা খেলেছি। শামি অসাধারণ। যাদব, মোহিতকে নিয়ে ওঁরা তিনজন যদি ঠিক জায়গায় বলটা রাখতে পারে তাহলে ভারতের জয়ের ভালো সম্ভাবনা রয়েছে।"

আগামিকাল সিডনির সেমিফাইনালে কোন দল বাজিমাত করবে? ব্রেট লি কিন্তু বাজি ধরছেন নিজের দেশের উপর। তাঁর মতে, দলে ভাল ভারসাম্যের কারণেই আগামিকালের সেমিফাইনালে ভারতকে হারাবে অস্ট্রেলিয়া।

কারণ হিসাবে ব্রেট লি বলেন, "অস্ট্রেলিয়ার ব্যাটিংয়ে ওপেনিংয়ে ডেভিড ওয়ার্নার এবং অ্যারন ফিঞ্চ রয়েছে; স্টিভেন স্মিথ, মাইকেল ক্লার্ক ও শেন ওয়াটসন ব্যাটিং লাইন-আপের তিন, চার ও পাঁচ নম্বরে নিজেদের ভালো মানিয়ে নিয়েছে। তাই আমার মতে অস্ট্রেলিয়াই ব্যালান্সড দল।"

English summary
World Cup 2015: Aussies will win but Shami, Umesh Yadav, Mohit will create trouble in bowling
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X