For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নিউজিল্যান্ডের প্রথম উইকেটরক্ষক হিসেবে দ্বিশতরান ওয়াটলিং-র

নিউজিল্যান্ডের প্রথম উইকেটরক্ষক হিসেবে দ্বিশতরান ওয়াটলিং-র, বিশ্বে দশম

  • |
Google Oneindia Bengali News

ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে দুর্দান্ত দ্বিশতরান করেছেন নিউজিল্যান্ডের উইকেটরক্ষক বিজে ওয়াটলিং। ম্য়াচে দেশকে চালকের আসনে বসানোর পাশাপাশি নিজেও এক অনন্য নজির গড়েছেন কিউয়ি উইকেটরক্ষক। এক নজরে দেখে নিন সেই নজির।

ওয়াটলিং-র ২০৫

ওয়াটলিং-র ২০৫

ইংল্য়ান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে ৪৭৩ বলে ২০৫ রান করেছেন নিউডিল্যান্ডের উইকেটরক্ষক বিজে ওয়াটলিং। ২৪টি চার ও ১টি ছক্কা হাঁকিয়েছেন তিনি।

প্রথম কিউয়ি উইকেটরক্ষক

প্রথম কিউয়ি উইকেটরক্ষক

প্রথম কিউয়ি উইকেটরক্ষক হিসেবে টেস্টে দ্বিশতরান করলেন বিজে ওয়াটলিং। তালিকার দ্বিতীয় স্থানে থাকা নিউজিল্যান্ডের প্রাক্তন অধিনায়ক ব্রেন্ডন ম্যাকুলাম ২০১০ সালে বাংলাদেশের বিরুদ্ধে হ্যামিলটনে ১৮৫ রানের ইনিংস খেলেছিলেন।

বিশ্বে তালিকার প্রথম দশে

বিশ্বে তালিকার প্রথম দশে

উইকেটরক্ষক হিসেবে দ্বিশতরান করা ক্রিকেটারদের প্রথম দশ জনের তালিকায় প্রবেশ করলেন নিউজিল্যান্ডের বিজে ওয়াটলিং। তালিকায় রয়েছেন ভারতীয় লেজেন্ড মহেন্দ্র সিং ধোনি। ২০১৩ সালে চেন্নাইতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২২৪ রান করেছিলেন মাহি। তালিকায় জিম্বাবোয়ের অ্যান্ডি ফ্লাওয়ার (২৩২ রান) ও শ্রীলঙ্কার কুমার সাঙ্গাকারাও (২৩০ রান) রয়েছেন।

সান্টনেরের শতরান

সান্টনেরের শতরান

ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে বিজে ওয়াটলিং-র সঙ্গে লম্বা পার্টনারশিপ করা নিউজিল্যান্ডের স্পিনার মিচেল সান্টনের ২৬৯ বলে ১২৬ রান করেন। ১০৮ বলে ৬৫ রান করেন কিউয়ি অল রাউন্ডার কলিন ডে গ্রান্ডহোম।

English summary
Watling is first New Zealand wicketkeeper hit double hundred
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X