বিরাট নিয়ে কী এমন প্রশ্ন করলেন অমিতাভ, শুনেই লজ্জায় লাল অনুষ্কা শর্মা, দেখুন ভিডিও
বিয়ের পর থেকেই বিরাট কোহলি খেললেই অনুষ্কা শর্মাকে দেখা যায় স্টেডিয়ামে। সে দেশে হোক কি বিদেশে। আর বিরাটকে দেখা যায় নিয়মিত শতরান বা কোনও মাইলফলক ছুঁলেই গ্যালারিতে বসা অনুষ্কার দিকে চুম্বন ছুড়ে দিতে। প্রেমের প্রকাশে কোনও দিনই বিরুষ্কার কোনও গোপনীয়তা নেই। কিন্তু অমিতাভ বচ্চনের একটি প্রশ্নে লজ্জায় লাল হয়ে গেলেন অনুষ্কা।

কৌন বনেগা ক্রোড়পতির সাম্প্রতিক এপিসোডে বিগবির উল্টোদিকে প্রতিযোগী হিসেবে এসেছিলেন পদ্মশ্রী শুধা ভার্গিস ও অনুষ্কা শর্মা। গোটা এপিসোডে সুযোগ পেলেই বিরাট প্রসঙ্গ নিয়ে অনুষ্কার পিছনে লেগেছেন অমিতাভ।
<blockquote class="twitter-tweet blockquote" data-lang="en"><p lang="en" dir="ltr">🎥 | <a href="https://twitter.com/SrBachchan?ref_src=twsrc%5Etfw">@SrBachchan</a> teasing <a href="https://twitter.com/AnushkaSharma?ref_src=twsrc%5Etfw">@AnushkaSharma</a> about <a href="https://twitter.com/imVkohli?ref_src=twsrc%5Etfw">@imVkohli</a> at the recent episode of <a href="https://twitter.com/hashtag/KBCKaramveer?src=hash&ref_src=twsrc%5Etfw">#KBCKaramveer</a> 😂 <a href="https://twitter.com/hashtag/Virushka?src=hash&ref_src=twsrc%5Etfw">#Virushka</a> <a href="https://t.co/C8hbf18u5x">pic.twitter.com/C8hbf18u5x</a></p>— Anushka Sharma FC™ (@AnushkaSFanCIub) <a href="https://twitter.com/AnushkaSFanCIub/status/1042714547524517888?ref_src=twsrc%5Etfw">September 20, 2018</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>অনুষ্কাকে তিনি জিজ্ঞেস করেছিলেন বিরাটের জন্যই কি বলিউড অভিনেত্রীর ক্রিকেট দেখেন? অনুষ্কা বেশ জোর দিয়ে জানান স্বামীর জন্য তিনি ক্রিকেট দেখেন না, দেশের জন্য দেখেন। এরপরই অমিতাভ আসেন বিরাটের ফ্লাইং কিস দেওয়া প্রসঙ্গে। আর তাতেই একেবার লজ্জায় লাল হয়ে যান অনুষ্কা শর্মা।
<blockquote class="twitter-tweet blockquote" data-lang="en"><p lang="hi" dir="ltr">“Jee haan haan.. Sabko unse (<a href="https://twitter.com/imVkohli?ref_src=twsrc%5Etfw">@imVkohli</a>) prem hai, Mujhe bhi hai... Sabko unki yaad aa rahi hai, mujhe bhi aa rahi hai...” <a href="https://twitter.com/AnushkaSharma?ref_src=twsrc%5Etfw">@AnushkaSharma</a> 💖 <a href="https://twitter.com/hashtag/Virushka?src=hash&ref_src=twsrc%5Etfw">#Virushka</a> <a href="https://t.co/9RQnOgzarn">pic.twitter.com/9RQnOgzarn</a></p>— 🌚 (@jugheadjasoos) <a href="https://twitter.com/jugheadjasoos/status/1036231524759334917?ref_src=twsrc%5Etfw">September 2, 2018</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>এমাসের শুরুতে তাঁর আগামী ছবির প্রচারে গিয়েছিলেন অনুষ্কা। সেখানে ছাত্রছাত্রীরা অনুষ্কাকে দেখেই 'কোহলি', 'কোহলি' - করে চিৎকার করতে থাকেন। তাতে অনুষ্কা বলেন, 'জানি, সবাই ওকে ভালবাসে, আমিও ওকে ভালবাসি। সবাই ওকে মিস করছে, আমিও করছি।'