For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভারত-অস্ট্রেলিয়া ব্রিসবেন টেস্ট: ১১০ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার

ভারত-অস্ট্রেলিয়া ব্রিসবেন টেস্ট: ১১০ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার

  • |
Google Oneindia Bengali News

অভিষেক টেস্টে ১১০ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার ওয়াশিংটন সুন্দর। সিডনি টেস্টে পিঠের চোট নিয়ে শেষ দিন হনুমা বিহারীর সঙ্গে উইকেট বাঁচিয়ে রবিচন্দ্রন অশ্বিন ম্যাচ ড্র করান। তবে পিঠের যন্ত্রণায় তাঁকে শেষ ম্যাচে বাদ পড়তে হয়েছে। তাঁর বদলেই প্রথমবার টেস্ট জার্সিতে অভিষেক ওয়াশিংটন সুন্দরের। আর অভিষেকেই একশো বছরের বেশি সময় পুরোনো ক্রিকেট রেকর্ড ভেঙে ছিলেন এই স্পিনার।

গাব্বায় বল হাতে সুন্দরের পারফর্ম্যান্স

গাব্বায় বল হাতে সুন্দরের পারফর্ম্যান্স

অভিষেক টেস্টে স্টিভ স্মিথের মতো মহারথীকে আউট করে পাঁচ দিনের ক্রিকেটে পথ চলা শুরু করেছেন সুন্দর। ওয়াশিংটনের স্পিন ভেল্কিতে স্মিথ ৩৬ রান করে আউট হন।

অভিষেকে ৩ উইকেট শিকার

অভিষেকে ৩ উইকেট শিকার

স্মিথের মতো টেস্ট ব়্যাঙ্কিংয়ের দ্বিতীয় স্থানে থাকা ব্যাটসম্যানের উইকেট পাওয়ার পাশাপাশি ক্যামেরন গ্রিন ও ন্যাথান লায়নের উইকেট নিয়েছেন সুন্দর। অভিষেক টেস্টের প্রথম ইনিংসে, সব মিলিয়ে অজিদের বিরুদ্ধে সুন্দরের সংগ্রহ ৩ উইকেট।

গাব্বায় ব্যাট হাতে সুন্দরের পারফর্ম্যান্স

গাব্বায় ব্যাট হাতে সুন্দরের পারফর্ম্যান্স

বলে ৩ উইকেট পাওয়ার পর ব্যাট হাতে সুন্দর ১৪৪ বলে ৬২ রান হাঁকান। ইনিংস সাজানো ৭টি চার ও ১টি ছক্কা দিয়ে। শার্দুল-সুন্দরের ১২৩ রানের পার্টনারশিপে ভর করেই ভারত অজিদের বিরুদ্ধে ৩৩৬ রানের স্কোর গড়ে।

ফ্র্যাঙ্ক ফস্টারের রেকর্ড

ফ্র্যাঙ্ক ফস্টারের রেকর্ড

১৯১১ সালে ইংল্যান্ডের ফ্র্যাঙ্ক ফস্টার, অস্ট্রেলিয়াতে সফরকারী ব্যাটসম্যানদের মধ্যে অভিষেক ম্যাচে ৭ নম্বরে নেমে হাফ সেঞ্চুরি হাঁকিয়েছিলেন। অজিদের বিরুদ্ধে ফস্টার ৭৬ বল খেলে ৫৬ রান হাঁকান।

১১০ বছরের কোন রেকর্ড ভাঙলেন সুন্দর

১১০ বছরের কোন রেকর্ড ভাঙলেন সুন্দর

এরপর ১১০ বছর ধরে অজিভূমে টেস্ট অভিষেকে ৭ নম্বরে নেমে কোনও ক্রিকেটারের হাফ সেঞ্চুরি নেই। গাব্বায় ম্যাচের ততীয় দিনে সুন্দর ফস্টারের রেকর্ড ভেঙে দেন। ১১০ বছর পর অজিভূমে টেস্ট অভিষেকে সাত নম্বরে নেমে হাফ সেঞ্চুরির পেলেন কোনও ক্রিকেটার। ১১০ বছর আগে ফস্টার ৫৬ রান হাঁকিয়েছিলেন। সুন্দর এদিন ৬২ রান হাঁকান।

পঞ্চম ভারতীয় হিসেবে অভিনব রেকর্ড

পঞ্চম ভারতীয় হিসেবে অভিনব রেকর্ড

সেই সঙ্গে পঞ্চম ভারতীয় ক্রিকেটার হিসেবে, টেস্ট অভিষেকে হাফ সেঞ্চুরি ও ৩ উইকেট শিকার করলেন সুন্দর। সব মিলিয়ে ব্যাটে-বলে দুরন্ত পারফর্ম্যান্স করে, ভবিষ্যতের তারকা হওয়ার জন্য তাঁর মধ্যে যোগ্যতা রয়েছে সেই প্রমাণ নিয়ে টেস্ট কেরিয়ার শুরু করলেন সুন্দর।

ফুটবলের 'নো লুক গোল'-এর মতো ক্রিকেটে 'নো লুক সিক্স', ভারতীয় ক্রিকেটারের মেগা ছক্কার ভিডিও ভাইরালফুটবলের 'নো লুক গোল'-এর মতো ক্রিকেটে 'নো লুক সিক্স', ভারতীয় ক্রিকেটারের মেগা ছক্কার ভিডিও ভাইরাল

English summary
Washington Sundar First Visiting Batsman score 50 Batting At No 7 On Test Debut In Aus Since 1911
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X