For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ওয়ার্নার ফিরলেও রাহানেদের বিরুদ্ধে বিপজ্জনক হবেন না, মত ভারতীয় প্রাক্তনীর

ওয়ার্নার ফিরলেও রাহানেদের বিরুদ্ধে বিপজ্জনক হবেন না, মত ভারতীয় প্রাক্তনীর

  • |
Google Oneindia Bengali News

সিডনিতে ওয়ার্নার ফিরলেও ভারেতর বিরুদ্ধে বিপজ্জনক হবেন না, ভারতীয় প্রাক্তনী দীপ দাশগুপ্ত এমনটাই মনে করছেন। ভারতের বিরুদ্ধে ওডিআই সিরিজে কুঁচকিতে চোট পান ওয়ার্নার। সেই চোটের পর টি-২০ সিরিজ ও প্রথম দুটি টেস্ট থেকে ওয়ার্নার ছিটকে যান। এবার তৃতীয় টেস্ট দিয়ে মাঠে ফিরতে চলেছেন তিনি।

ওয়ার্নারকে নিয়ে কী মত দীপের

ওয়ার্নারকে নিয়ে কী মত দীপের

মাঠে ফেরার আগে ওয়ার্নার নিয়ে বড় ভবিষ্যদ্বাণী দীপ দাশগুপ্তর। ওয়ার্নার ফিরলেও, ভারতকে বিব্রত করতে পারবে না বলে ভারতের প্রাক্তন উইকেটকিপার ব্যাটসম্যান দীপ দাশগুপ্ত মনে করছেন।

ভারতীয় বোলাররা জাঁকিয়ে বসবেন ভবিষ্যদ্বাণী

ভারতীয় বোলাররা জাঁকিয়ে বসবেন ভবিষ্যদ্বাণী

ভারতীয় প্রাক্তনীর মতে, 'ওয়ার্নার মাঠে ফিরলেও এখনও পুরোপুরি ফিট নয়। কুঁচকির চোটের কারণে এখনও ওয়ার্নারের ফ্রন্ট ফুটে খেলার ক্ষেত্রে জড়তা থাকতে পারে। আর এই জড়তা ধরে ফেললেই ভারতীয় পেসাররা ওয়ার্নারের বিরুদ্ধে জাঁকিয়ে বসবে।'

ওয়ার্নারের বিরুদ্ধে বোলারদের কাজ সহজ হতে চলেছেে

ওয়ার্নারের বিরুদ্ধে বোলারদের কাজ সহজ হতে চলেছেে

এখানেই না থেমে দীপ আরও বলেন, 'এক্ষেত্রে চোটের পর মাঠে ফিরে ওয়ার্নারেরও ছন্দ ফিরে পেতে কিছুটা সমস্যার মধ্যে পড়তে হবে। সেই কারণেই ভারতীয় বোলারদের এখন থেকেই তৈরি থাকা উচিত।'

অজিদের পাশাপাশি ভারতীয় শিবিরে চোট আঘাত

অজিদের পাশাপাশি ভারতীয় শিবিরে চোট আঘাত

প্রসঙ্গত অজি ব্রিগেডের পাশাপাশি ভারতীয় শিবিরও চোটে জর্জড়িত। শামি-উমেশের পর আজ নেটে প্রস্তুতির সময় কব্জির চোটে সিরিজ থেকে লোকেশ রাহুল ছিটকে গিয়েছেন। অন্যদিকে উমেশ ছিটকে যাওয়ার পর, তার পরিবর্তে শার্দুল ঠাকুর না টি নটরাজন, কে সুযোগ পান, সেই নিয়েও চর্চা তুঙ্গে।

হাসপাতাল থেকে ছুটি পাওয়ার আগে কতটা ভাল আছেন সৌরভ? কী বলছে মেডিক্যাল বুলেটিনহাসপাতাল থেকে ছুটি পাওয়ার আগে কতটা ভাল আছেন সৌরভ? কী বলছে মেডিক্যাল বুলেটিন

English summary
Warner coming after injury,comparatively easier for bowlers to plan against him says Deep Dasgupta
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X