For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

India vs West Indies: ভারতের বিরুদ্ধে মাঠে নামার আগে বড় ধাক্কা শ্রীলঙ্কার শিবিরে

ভারতের বিরুদ্ধে মাঠে নামার আগে বড় ধাক্কা শ্রীলঙ্কার শিবিরে

Google Oneindia Bengali News

ভারতের বিরুদ্ধে শুরু হতে চলা টি-২০ সিরিজ থেকে ছিটকে গেলেন শ্রীলঙ্কার স্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গা। কোভিড থেকে এখনও পুরোপুরি ভাবে সেরে উঠতে পারেননি তিনি, তাই টি-২০ সিরিজে তাঁর সার্ভিস পাবে না টিম শ্রীলঙ্কা।

India vs West Indies: ভারতের বিরুদ্ধে মাঠে নামার আগে বড় ধাক্কা শ্রীলঙ্কার শিবিরে

এক সপ্তাহ আগে অস্ট্রেলিয়া সফরে থাকাকালীন-ই কোভিডে আক্রান্ত হন হাসারাঙ্গা। পাঁচ ম্যাচের সিরিজের মাঝেই করোনা আক্রান্ত হওয়ায় শেষ তিন ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শ্রীলঙ্কার জার্সিতে মাঠে নামতে পারেননি হাসারাঙ্গা। সিরজটি ৪-১ ব্যবধানে হেরেছিল শ্রীলঙ্কা। যেই দুই ম্যাচে বোলিং করেছিলেন হাসারাঙ্গা, তাতে পারফর্ম করেছিলেন প্রত্যাশা মতো। প্রথম ম্যাচে তাঁর বোলিং ফিগার ছিল ৩/৩৮ এবং দ্বিতীয় ম্যাচে তাঁর ফিগার ছিল ২/৩৩।

কোভিড ধরা পরায় এখনও মেলবোর্নেই রয়েছে হাসারাঙ্গা। তাঁর নতুন যে রিপোর্ট এসেছে সেখানেও কোভিড পজিটিভ রয়েছে। যার ফলে অস্ট্রেলিয়া থেকে উড়ে এসে দলের সঙ্গে যোগ দেওয়া কোনও ভাবেই সম্ভব নয়।

বেঙ্গালুরুতে আয়োজিত আইপিএল-এর নিলামে সব থেকে দামি শ্রীলঙ্কার ক্রিকেটার হিসেবে দল পেয়েছেন হাসারাঙ্গা। ১০.৭৫ কোটি টাকায় আইপিএল-এর নিলাম থেকে এই বোলিং অলরাউন্ডারকে সই করিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। গত বছর জুলাই মাসে ভারতীয় দলের শ্রীলঙ্কা সফরে প্রভাবিত করেছিল ওয়ানিন্দু হাসারাঙ্গার বোলিং। ভারতীয় ব্যাটসম্যানদের কাছে হাসারাঙ্গার লেগ স্পিনের কোনও জবাব ছিল না। এই সিরিজ শেষে টি-২০'তে আইসিসির প্রকাশিত বোলারদের ক্রমতালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছিলেন তিনি।

আগেই চোটের কারণে ভারত সফর থেকে ছিটকে গিয়েছেন শ্রীলঙ্কার তিন ক্রিকেটার। অস্ট্রেলিয়া থেকে যে তিন ক্রিকেটার সোজা শ্রীলঙ্কায় ফিরছেন তাঁরা হলেন আবিষ্কা ফার্নান্দো, নুয়ান তুষারা ও রমেশ মেন্ডিস। ব্যাটার আভিষ্কা ফার্নান্দোকে কয়েক মাস মাঠের বাইরে থাকতে হতে পারে। তাঁর হাঁটুতে যে চোট রয়েছে সেজন্য অস্ত্রোপচারও করতে হতে পারে। নেটে ব্যাট করতে গিয়ে অলরাউন্ডার রমেশ মেন্ডিসের হাতের বুড়ো আঙুলে ফ্র্যাকচার ধরা পড়েছে। সাইড স্ট্রেনের সমস্যায় ভুগছেন সিমার নুয়ান তুষারা। চোট না সারায় অস্ট্রেলিয়ার পর ভারত সফরও মিস করলেন কুশল পেরেরা।

দাসুন শনাকার নেতৃত্বে ভারত সফরেযে স্কোয়াড ভারতের বিরুদ্ধে টি-২০ সিরিজের জন্য শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড ঘোষণা করেছে তাতে নাম রয়েছে শ্রীলঙ্কার ঘরোয়া ক্রিকেটে ৫০ ওভারের ফরম্যাটে দুরন্ত ফর্মে থাকা অফ-স্পিনার আশিয়ান ড্যানিয়েলের।

খারাপ ফর্মের কারণে অস্ট্রেলিয়ায় প্রথম একাদশ থেকে বাদ পড়লেও ভারত সফরের দলে রয়েছেন দানুষ্কা গুণতিলকা ও দীনেশ চান্দিমল। রবিবারই শেষ ম্যাচে অভিষেক হওয়া কামিল মিশারা ও জানিথ লিয়ানাগেও ভারত সফরের দলে রয়েছেন।

বৃহস্পতিবার লখনউ-এ টি-২০ সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হবে ভারত এবং শ্রীলঙ্কা। সিরিজের শেষ দু'টি ম্যাচ যথাক্রমে খেলা হবে শনিবার এবং রবিবার ধর্মশালায়।

English summary
Wanindu Hasaranga failed to recover from covid 19 and he is still is isolation. Hasaranga, currently in Melbourne, will not be able to link up with the travelling party in India as a result. His recent report again came positive and the purely indicates its quit impossible for him to join the squat in India.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X