For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অপ্রতিদ্বন্দ্বী আইপিএল, ধারেকাছেও নেই পিএসএল, জোরালো দাবি পাকিস্তানি ফাস্ট বোলারের

অপ্রতিদ্বন্দ্বী আইপিএল, ধারেকাছেও নেই পিএসএল, জোরালো দাবি পাকিস্তানি ফাস্ট বোলারের

  • |
Google Oneindia Bengali News

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ বা আইপিএলই যে বিশ্বের জনপ্রিয়তম ও সেরা ক্রিকেট লিগ, তা মেনে নিয়েছেন ওয়াহাব রিয়াজ। ভারতের এই টুর্নামেন্টের সঙ্গে পাকিস্তান সুপার লিগ বা পিএসএলের তুলনা টানাটা বোকামি বলেও দাবি করেছেন প্রতিবেশী দেশের বাঁ-হাতি ফাস্ট বোলার। যদিও বোলিং দক্ষতার নিরিখে পাকিস্তানের এই লিগ আইপিএল-কে টেক্কা দেবে বলেও মনে করেন ওয়াহাব।

অপ্রতিদ্বন্দ্বী আইপিএল, ধারেকাছেও নেই পিএসএল, জোরালো দাবি পাকিস্তানি ফাস্ট বোলারের

পেশাদারিত্ব, ব্যবস্থাপনা ও জাঁকজমকের দিক থেকে আইপিএল অপ্রতিদ্বন্দ্বী বলে দাবি করেছেন ওয়াহাব। ভারতীয় লিগে যেভাবে খেলোয়াড় কেনাবেচা হয়, নিজেদের দামের প্রতি সুবিচার করতে ক্রিকেটারদের যেভাবে পারফরম্যান্স করেন, তা অতুলনীয় বলে আখ্যা দিয়েছেন পাকিস্তানের বাঁ-হাতি ফাস্ট বোলার। তাঁর জোরালো দাবি, আইপিএলের সঙ্গে লড়াইয়ে ধোপেও টিকবে না পাকিস্তান সুপার লিগ। ইন্ডিয়ান সুপার লিগের সঙ্গে বিশ্বের অন্য কোনও টুর্নামেন্টের তুলনা টানাও ভুল বলে মনে করেন ৩৫ বছরের পাক ক্রিকেটার।

ভারতীয় লিগ নিয়ে এত প্রশংসার মধ্যে নিজের দেশের সুখ্যাতি করতেও ছাড়েননি ওয়াহাব রিয়াজ। বলেছেন সাম্প্রতিক বিশ্বে আইপিএলের সঙ্গে যদি লড়াই করার সামান্যতম ক্ষমতাও যদি কোনও টুর্নামেন্টের মধ্যে থেকে থাকে, সেটা পাকিস্তান সুপার লিগ বলে জানিয়েছেন বাঁ-হাতি ফাস্ট বোলার। উদ্যোক্তারা যেভাবে ইভেন্ট আয়োজন করছেন, তার প্রশংসা করেছেন পাকিস্তানি ক্রিকেটার।

বোলিং দক্ষতার নিরিখে আইপিএলের থেকে পাকিস্তান সুপার লিগ কিছুটা হলেও এগিয়ে রয়েছেন বলে দাবি করেছেন ওয়াহাব রিয়াজ। যার পরোক্ষে তিনি ভারতের থেকে পাক বোলাররা এখনও আগের মতোই ভয়ঙ্কর, সেটাই বোঝাতে চেয়েছেন বলে ক্রিকেট বিশেষজ্ঞদের দাবি। কেবল আইপিএল নয়, বিশ্বের অন্যান্য ক্রিকেট লিগেও পিএসএলের মতো বোলিং পারফরম্যান্স নজরে পড়বে না বলে জোরালো দাবি করেছেন রিয়াজ।

পাকিস্তান ক্রিকেট দলের হয়ে এখনও পর্যন্ত ২৭টি টেস্ট ও ৮৯টি ওয়ান ডে ম্যাচ খেলেছেন ওয়াহাব রিয়াজ। দুই ফর্ম্যাটে ৮৩ ও ১১৫টি উইকেট নিয়েছেন বাঁ-হাতি ফাস্ট বোলার। ২০১১ সালের বিশ্বকাপের সেমিফাইনালে ভারতের বিরুদ্ধে পাঁচ উইকেট ও ২০১৫ সালের বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তাঁর লড়াকু বোলিং স্পেল ভোলেনি ক্রিকেট বিশ্ব।

English summary
Wahab Riaz feels there is no reason to compare Pakistan Super League with IPL
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X