For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

২০০১-এ ভাজ্জিতে আস্থা দেখানো সাহসী সৌরভের প্রশংসায় পঞ্চমুখ ভেরি ভেরি স্পেশাল

২০০১-এ ভাজ্জিতে আস্থা দেখানো সাহসী সৌরভের প্রশংসায় পঞ্চমুখ ভেরি ভেরি স্পেশাল

  • |
Google Oneindia Bengali News

২০০১-র ঐতিহাসিক কলকাতা টেস্টের কথা ভুলবেন না ভারতের ক্রিকেট প্রেমীরা। ফলো-অন খেয়েও ভিভিএস লক্ষ্মণ ও রাহুল দ্রাবিড়ের পার্টনারশিপে শুধু ফিরে আসা নয়, দুর্ধর্ষ অস্ট্রেলিয়াকে হারানো যেমন স্মরণীয়, তেমনই সতেজ হরভজন সিং-র হ্যাটট্রিক। স্মৃতির স্মরণী বেয়ে সেই ম্যাচে ফিরে গিয়েছেন ভেরি ভেরি স্পেশাল। সেই দলের অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় ও ভাজ্জির প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন লক্ষ্মণ।

হরভজনের হ্যাটট্রিক গুরুত্বপূর্ণ ছিল

হরভজনের হ্যাটট্রিক গুরুত্বপূর্ণ ছিল

১৯ বছর আগে হওয়া ইডেন গার্ডেন্সের ওই ঐতিহাসিক টেস্টে আগে ব্যাট করে প্রথম ইনিংসে ৪৪৫ রান তুলেছিল অস্ট্রেলিয়া। শতরান করেছিলেন অধিনায়ক স্টিভ ওয়া। টেস্টের প্রথম দিনের চা পানের বিরতির আগে পর্যন্ত প্রাধান্য ছিল অস্ট্রেলিয়ার। ৯৭ রান করে ফেলেছিলেন অজি ওপেনার ম্যাথু হেডেন। তাই সেই দিনের শেষ বেলায় হরভজন সিং যে হ্যাটট্রিক করেছিলেন, তা গুরুত্বপূর্ণ ছিল বলেই মনে করেন ভিভিএস লক্ষ্মণ। তাঁর কথায়, রিকি পন্টিং, অ্যাডাম গিলক্রিস্ট ও শেন ওয়ার্নকে পরপর আউট করে ভারতকে ম্যাচে ফিরিয়েছিলেন ভাজ্জি। হেডেন সহ ওই ইনিংসে ৭ উইকেট নিয়েছিলেন হরভজন। দ্বিতীয় ইনিংসে ৬ উইকেট নিয়েছিলেন টার্বুনেটর।

কুম্বলে-শ্রীনাথের অনুপস্থিতি

কুম্বলে-শ্রীনাথের অনুপস্থিতি

২০০১-এর ওই টেস্ট সিরিজে খেলেননি ভারতের কিংবদন্তি স্পিনার অনিল কুম্বলে। ছিলেন না পেসার জাভাগাল শ্রীনাথও। জাম্বোর অনুপস্থিতিতে তরুণ তথা অনভিজ্ঞ হরভজন সিং-কে সাহস করে গুরুত্বপূর্ণ টেস্ট ম্যাচ খেলিয়েছিলেন নেতা সৌরভ গঙ্গোপাধ্যায়। অন্যদিকে অভিজ্ঞ ভেঙ্কটেশ প্রসাদের সঙ্গে ভারতীয় দলের পেস বিভাগ সামলেছিলেন তরুণ জাহির খান।

সৌরভের প্রশংসা

সৌরভের প্রশংসা

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২০০১-এর টেস্ট সিরিজে ৩২ উইকেট নিয়েছিলেন হরভজন সিং। এরপর তাঁকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। তবে ভাজ্জির এই সাফল্যের জন্য সেই সময়ের অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়কে কৃতিত্ব দিয়েছেন ভিভিএস লক্ষ্মণ। তাঁর কথায়, মহারাজ ভবিষ্যত দেখতে পেয়েছিলেন। ওই সিরিজে হরভজন অধিনায়কের কাছ থেকে পূর্ণ সমর্থন পেয়েছিলেন বলেও জানিয়েছেন ভেরি ভেরি স্পেশাল।

হরভজনের প্রশংসা

হরভজনের প্রশংসা

ভিভিএস লক্ষ্মণের কথায়, অনিল কুম্বলে, জাভাগাল শ্রীনাথের অনুপস্থিতিতে ভারতীয় দলে নিজের জায়গা পাকা করার মোক্ষম সুযোগ পেয়েছিলেন হরভজন সিং। তরুণ ভাজ্জি সেই সুযোগ দুর্দান্তভাবে কাজেও লাগিয়েছিলেন বলে দাবি লক্ষ্মণের। পাহাড়-প্রমাণ চাপের মধ্যে অস্ট্রেলিয়ার মতো দলের বিরুদ্ধে হ্যাটট্রিক করা মুখের কথা নয় বলেই মনে করেন ভেরি ভেরি স্পেশাল।

করোনা আতঙ্ক কাটিয়ে কবে হতে পারে আইপিএল, জেনে নিন সম্ভাব্য সূচিকরোনা আতঙ্ক কাটিয়ে কবে হতে পারে আইপিএল, জেনে নিন সম্ভাব্য সূচি

English summary
VVS Laxman praised Sourav Ganguly for showing faith on Harbhajan Singh
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X