For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বীরেন্দ্র শেহওয়াগ অধিনায়ক হলেন ইন্ডিয়া মহারাজাসের, লেজেন্ডস লিগ ক্রিকেট দেখতে পাবেন কবে, কোথায়?

  • |
Google Oneindia Bengali News

ভারত-সহ বিভিন্ন দেশের প্রাক্তন তারকাদের ফের দেখা যাবে ক্রিকেটের ময়দানে। বৃহস্পতিবার থেকে ওমানের মাস্কট ক্রিকেট স্টেডিয়ামে শুরু হচ্ছে লেজেন্ডস লিগ ক্রিকেট। ভারতের দলটির নাম রাখা হয়েছে ইন্ডিয়া মহারাজাস। এশিয়ার দলটির নাম এশিয়া লায়ন্স। অবশিষ্ট বিশ্ব একাদশের নাম ওয়ার্ল্ড জায়ান্টস।

 লেজেন্ডস লিগ ক্রিকেট দেখতে পাবেন কবে, কোথায়?

আজ এই তিনটি দলের অধিনায়ক, সহ অধিনায়ক, কোচেদের নাম ঘোষণা করা হয়েছে। ইন্ডিয়া মহারাজাকে নেতৃত্ব দেবেন বীরেন্দ্র শেহওয়াগ। দলের সহ অধিনায়ক করা হয়েছে মহম্মদ কাইফকে। অস্ট্রেলিয়া তথা কলকাতা নাইট রাইডার্সের প্রাক্তন কোচ জন বুকানন এই দলের কোচ হিসেবে নিযুক্ত হয়েছেন। অবসর নেওয়ার পর এই প্রথম লেজেন্ডস ক্রিকেট লিগেই মাঠে নামতে দেখা যাবে হরভজন সিংকে।

এশিয়া লায়ন্স দলের অধিনায়কত্ব করবেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক তথা কোচ মিসবা উল হক। দলের সহ অধিনায়ক শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ক তিলকরত্নে দিলশান। ১৯৯৬ সালের বিশ্বকাপজয়ী শ্রীলঙ্কার অধিনায়ক এশিয়া লায়ন্সে কোচের দায়িত্ব সামলাবেন। ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন অধিনায়ক ড্যারেন স্যামি ওয়ার্ল্ড জায়ান্টস দলটিকে নেতৃত্ব দেবেন। দক্ষিণ আফ্রিকার প্রাক্তন ক্রিকেটার জন্টি রোডস প্লেয়ার কাম মেন্টরের ভূমিকা পালন করবেন।

এলএলসি-র কমিশনার করা হয়েছে ভারতের প্রাক্তন হেড কোচ রবি শাস্ত্রীকে। লেজেন্ডস লিগ ক্রিকেটের সঙ্গে সোনি পিকচার্স নেটওয়ার্কের চুক্তি হয়েছে। যার সুবাদে এই সংস্থা লিগের সমস্ত ম্যাচ সম্প্রচার করবে। খেলাগুলি দেখানো হবে সোনি টেন ওয়ান ও সোনি টেন থ্রি চ্যানেলে। ওটিটি প্ল্যাটফর্মে সোনি লিভের মাধ্যমেও লেজেন্ডস লিগ ক্রিকেটের খেলাগুলি সম্প্রচারিত হবে।

বৃহস্পতিবার ইন্ডিয়া মহারাজাসের সামনে এশিয়া লায়ন্স। শুক্রবার ওয়ার্ল্ড জায়ান্টস বনাম এশিয়া লায়ন্স ম্যাচ। শনিবার ওয়ার্ল্ড জায়ান্টসের বিরুদ্ধে খেলবে ইন্ডিয়া মহারাজাস। ২৪ জানুয়ারি ইন্ডিয়া মহারাজাস খেলবে এশিয়া লায়ন্সের বিরুদ্ধে। ২৬ জানুয়ারি শেহওয়াগদের ম্যাচ স্যামিদের বিরুদ্ধে। ২৭ জানুয়ারি ওয়ার্ল্ড জায়ান্টস খেলবে এশিয়া লায়ন্সের বিরুদ্ধে। ফাইনাল ২৯ জানুয়ারি।

English summary
Virender Sehwag, Misbah Ul Haq And Daren Sammy Will Lead Respective Teams In Legends League Cricket. The Matches Will Be Aired Live On Sony Ten 1, Sony Ten 3 And Sony LIV.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X