For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পন্থের ভবিষ্যৎ কী? বিরাটের সামনে বড় প্রশ্ন তুলে দিলেন বীরেন্দ্র সেহওয়াগ

পন্থের ভবিষ্যৎ কী? বিরাটের সামনে বড় প্রশ্ন তুলে দিলেন বীরেন্দ্র সেহওয়াগ

  • |
Google Oneindia Bengali News

নিউজিল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচে সিরিজে চার ম্যাচে দলের বাইরে ঋষভ পন্থ। পঞ্চম ম্যাচেও যে তিনি দলে থাকবেন না, আপেক্ষিকভাবে ছবিটা পরিষ্কার।রবিবার টি-২০ সিরিজের শেষ ম্যাচে দস্তানা হাতে রাহুল ও ওপেনিংয়ে সঞ্জু স্যামসন খেললে দলে পন্থের সুযোগ পাওয়ার সম্ভবনা নেই। ওডিআইতেও কিপিং দায়িত্বে রাহুলই থাকবেন বলা যায়। সেক্ষেত্রে ভারতীয় দলে পন্থের ভবিষ্যৎ কী প্রশ্ন তুলে দিলেন বীরেন্দ্র সেহওয়াগ।

সেহওয়াগ যা বললেন

সেহওয়াগ যা বললেন

ভারতের অন্যতম সফল ওপেনার এক ক্রিকেট ওয়েবসাইটের টক শোয়ে বলেছেন, 'এভাবে পন্থের আত্মবিশ্বাস পরে যাবে। ও তো সুযোগই পাচ্ছে না।একের পর এক ম্যাচের দলের বাইরে পন্থ। পন্থ এতদিন ধরে দলের বাইরে থাকলে রান করবে কীভাবে? ক্রিকেটের ভগবান সচিন তেন্ডুলকরকেও বেঞ্চে বসিয়ে রাখলে তাঁর পক্ষে রানের ছন্দে ফেরা সম্ভব নয়। টিম ম্যানেজমেন্ট সত্যিই পন্থকে যদি ম্যাচ উইনার ভেবে থাকে তবে তাঁকে দলের মধ্যে রাখুক। '

 বীরু আরও যা বললেন

বীরু আরও যা বললেন

'আমাদের সময় ক্যাপ্টেন ক্রিকেটারদের সঙ্গে ব্যক্তিগতভাবে আলোচনা করতেন। জানি না বিরাটের আমলে অধিনায়ক এভাবে পিছিয়ে পড়া ক্রিকেটারে টেনে তুলে ধরে কিনা। রোহিতকে নিয়ে এই বিষয়ে আলোচনা হয়। এশিয়া কাপে দলে কোনও ক্রিকেটার ব্য়র্থ হলেও রোহিত সেই ক্রিকেটারকে টানা খেলিয়ে গিয়েছেন দেখেছি।'

কবে থেকে দলের বাইরে ঋষভ

কবে থেকে দলের বাইরে ঋষভ

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে গত বছর ওডিআই সিরিজের প্রথম ম্যাচে মুম্বইয়ে প্য়াট কামিন্সের বলে আউট হওয়ার মুহূর্তে মাথায় চোট পেয়েছিলেন। এরপর মাথার চোটের পর্যবেক্ষণের জন্য দ্বিতীয় ম্যাচে দলের বাইরে ছিলেন। তৃতীয় ম্যাচে বেঙ্গালুরুতে সুস্থ হয়ে দলে ফিরলেও প্রথম একাদশে সুযোগ পাননি পন্থ। এরপর নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের প্রথম চার ম্যাচেও সুযোগ পাননি পন্থ।

পন্থের ব্যাটে শেষ বড় ইনিংস

পন্থের ব্যাটে শেষ বড় ইনিংস

ঘরের মাঠে চেন্নাইয়ে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওডিআই সিরিজের প্রথম ম্যাচে পন্থ ৭১ রান হাঁকিয়েছিলেন। সাম্প্রতিক সময়ে এটাই পন্থের ব্য়াটে বড় স্কোর।

English summary
virender sehwag If Pant is a match-winner, why don't team management lose hope on Rishabh
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X