For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আইপিএল ২০২০-এর ফ্লপ মাস্টারদের নির্বাচন করলেন গ্রেট শেহওয়াগ

আইপিএল ২০২০-এর ফ্লপ মাস্টারদের নির্বাচন করলেন গ্রেট শেহওয়াগ

  • |
Google Oneindia Bengali News

আইপিএল ২০২০ শেষ হয়ে গেলেও তার রেশ রয়ে গিয়েছে ক্রিকেট প্রেমীদের মনে। এবারের টুর্নামেন্টে আট দলের মধ্যে যে তুল্যমূল্য লড়াই হয়েছে, তা এক কথায় অনবদ্য। তারই মধ্যে কিছু ক্রিকেটার এমনও আছেন, যারা নিজেদের সুনাম ও দামের প্রতি সুবিচার করতে পারেননি। তাঁদের ব্যর্থতার বোঝায় ঢুবতে হয়েছে দলকেও। এহেন পাঁচ ক্রিকেটারের নাম তুলে ধরলেন প্রাক্তন ভারতীয় ওপেনার বীরেন্দ্র শেহওয়াগ।

অ্যারন ফিঞ্চ

অ্যারন ফিঞ্চ

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর টেনেটুনে আইপিএল ২০২০-এর প্লে-অফ পর্যন্ত পৌঁছলেও দলের অন্যতম ভরসা তথা অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্য়ারন ফিঞ্চ ব্যাট হাতে নিজের কর্তব্য পালন করতে ব্যর্থ হয়েছেন। সদ্য শেষ হওয়া টুর্নামেন্টে ১২ ম্যাচ খেলে মাত্র ২৬৮ রান করেছেন তিনি। ৫২ তাঁর সর্বোচ্চ স্কোর। তালিকার পঞ্চম স্থানে তাঁকেই রেখেছেন বীরেন্দ্র শেহওয়াগ।

আন্দ্রে রাসেল

আন্দ্রে রাসেল

২০১৯ সালের আইপিএলে কলকাতা নাইট রাইডার্সকে কার্যত একাই টেনেছিলেন বিধ্বংসী আন্দ্রে রাসেল। অথচ এ ব্যাপার ব্যাট বোবাই থেকে যায়। সদ্য শেষ হওয়া টুর্নামেন্টে ১০ ম্যাচ খেলে ৬ উইকেট নিলেও মাত্র ১১৭ করতে সক্ষম হন ক্যারিবিয়ান অল-রাউন্ডার। বীরেন্দ্র শেহওয়াগের দৃষ্টিতে তিনিই আইপিএল ২০২০-এর চতুর্থ ফ্লপ মাস্টার।

শেন ওয়াটসন

শেন ওয়াটসন

সুরেশ রায়না অনুপস্থিত থাকায় আইপিএল ২০২০-তে ভাল কিছু করতে অস্ট্রেলিয়ার প্রাক্তন অল-রাউন্ডার শেন ওয়াটসনের ওপর অনেকটাই ভরসা করেছিল চেন্নাই সুপার কিংস। এহেন ক্রিকেটারের ব্যাট থেকে ১১ ম্যাচ খেলে ২৯৯ রান আসায়, তাঁকেও এই তালিকায় অন্তর্ভূক্ত করেছেন বীরু।

গ্লেন ম্যাক্সওয়েল

গ্লেন ম্যাক্সওয়েল

খাতায়-কলনে যতটা সাড়া জাগিয়েছিলেন, আইপিএল ২০২০-তে ঠিক ততটাই ব্যর্থ হন অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাক্সওয়েল। ১৩ ম্যাচ খেলে ১০৮ রানের বেশি করতে পারেননি কিংস ইলেভেন পাঞ্জাবের অল-রাউন্ডার। তিনি বীরেন্দ্র শেহওয়াগের চোখে অন্যতম ফ্লপ মাস্টার।

ডেল স্টেইন

ডেল স্টেইন

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে মাত্র তিনটি ম্যাচ খেলার সুযোগ পাওয়া ডেল স্টেইন কোনও উইকেট পাননি। তিনিও শেহওয়াগের নজরে পড়ে গিয়েছেন।

হাসপাতাল থেকে ছাড়া পেলেন মারাদোনা, এবার কোথায় থাকবেন কিংবদন্তি?হাসপাতাল থেকে ছাড়া পেলেন মারাদোনা, এবার কোথায় থাকবেন কিংবদন্তি?

English summary
Virender Sehwag choose 5 worst performers of IPL 2020
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X