For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

শিখর ধাওয়ানের পরিবর্ত কেন চাননি বিরাট কোহলি, কী জানালেন তিনি

শিখর ধাওয়ানের পরিবর্ত কেন চাননি বিরাট কোহলি, কী জানালেন তিনি

  • |
Google Oneindia Bengali News

ওপেনার শিখর ধাওয়ানকে বিশ্বকাপের শেষের দিকের গ্রুপ ও নক আউট স্টেজে প্রথম একাদশে চান টিম ইন্ডিয়ার অধিনায়ক। তাই তিনি দলে গব্বরের পরিবর্ত চাননি বলে জানিয়েছেন বিরাট কোহলি।

শিখর ধাওয়ানের পরিবর্ত কেন চাননি বিরাট কোহলি, কী জানালেন তিনি

এখনও পর্যন্ত যা খবর, আগামী দুই সপ্তাহের আগে সুস্থ চোট সারিয়ে ভারতীয় দলে ফেরা মুশকিল ওপেনার শিখর ধাওয়ানের। ততদিন গব্বরের জন্য দল অপেক্ষা করতে রাজি বলে জানিয়েছেন টিম ইন্ডিয়ার অধিনায়ক।

শিখরের যা আত্মবিশ্বাস, তাতে তিনি বেশিদিন দলের বাইরে থাকবেন না বলেই মনে করেন বিরাট কোহলি। মাঠে নেমে না খেললেও তিনি দলের বাকি খেলোয়াড়দের মনোবল বাড়াবেন বলেও দাবি ভারত অধিনায়কের। কারণ, ড্রেসিং রুমকে চাঙা করার অদ্ভুত ক্ষমতা শিখরের মধ্যে আছে। তাই দেশে না ফেরত পাঠিয়ে দলের সঙ্গে রেখেই গব্বরের হাতের চিকিৎসা করানোর সিদ্ধান্ত টিম ম্যানেজমেন্ট নিয়েছে বলে জানিয়েছেন বিরাট কোহলি।

গত রবিবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচে ব্যাট করার সময় অজি ফাস্ট বোলার প্যাট কমিন্সের হঠাৎ উঠে আসা বল শিখরের বাঁ-হাতের বুড়ো আঙুলে লাগে। যন্ত্রণা নিয়েই ব্যাট করে সেই ম্যাচে সেঞ্চুরি করেন ধাওয়ান। কিন্তু ম্যাচ শেষে জানা যায়, ভারতের বাঁ-হাতি ওপেনারের আঙুলে চির ধরেছে। তাঁর পরিবর্ত হিসেবে ভারতীয় দলে তরুণ ঋষভ পন্থকে নেওয়ার দাবি উঠলেও, আপাতত তাঁকে কিউতেই থাকতে হচ্ছে।

English summary
Virat tells why India did not replace Dhawan after finger injury.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X