For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অনুষ্কার সঙ্গে বিচের ধারে ব্রেকফাস্টে বিরাট! ত্রিবান্দ্রমে জোড়া নজিরের মুখে থাকা কোহলির ছবি ভাইরাল

  • |
Google Oneindia Bengali News

ইডেনে শ্রীলঙ্কার বিরুদ্ধে একদিনের সিরিজ জয় নিশ্চিত করে ফেলেছে ভারতীয় দল। কাল ত্রিবান্দ্রমে তৃতীয় তথা নিয়মরক্ষার ওডিআই। তার আগে বিরাট কোহলির ছবি ঝড় তুলল সোশ্যাল মিডিয়ায়। কেউ তা দেখে আপ্লুত, কেউ বা ছুড়ে দিলেন কটাক্ষ। বিরাট বিরতি পেলেই সেই ছুটি উপভোগ করেন পরিবারের সঙ্গে। তা তাঁকে মানসিকভাবে তরতাজা রাখে, যার সুফল স্পষ্ট হয় তাঁর ব্যাটিংয়েও।

ফুরফুরে মেজাজে কোহলি

ফুরফুরে মেজাজে কোহলি

কিং কোহলি গুয়াহাটিতে শতরান হাঁকানোর পরদিনই কন্যা ভামিকার জন্মদিন পালন করতে ছুটি নিয়েছিলেন একদিনের। এরপর কলকাতায় এসে ইডেনে দ্বিতীয় একদিনের আন্তর্জাতিক খেলেন। গতকাল তিনি দলের সঙ্গেই কলকাতা থেকে পৌঁছে যান তিরুবনন্তপুরমে। আজ সকালে বিরাট ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেন। যেখানে দেখা গিয়েছে তিনি অনুষ্কার সঙ্গে বিচের ধারে গাছের তলায় বসে ব্রেকফাস্ট সারছেন। সামনের টেবিলে বেবি-সিপার দেখা গিয়েছে। ফলে তাঁদের সঙ্গে ভামিকা থাকলেও তাকে বাবা-মায়ের সঙ্গে দেখা যায়নি।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ছবি

এই ছবির সঙ্গে ক্যাপশনে হার্ট ইমোটিকন দিয়েছেন বিরাট। বিরাট ও অনুষ্কার হাসিমুখের ছবি দেখে আপ্লুত তাঁর ভক্তরা। কেউ আবার কমেন্ট বক্সে গিয়ে পরামর্শ দিয়েছেন, এভাবে সময় নষ্ট না করে নেট প্র্যাকটিস করার জন্য। এই ছবিটি ভগবানের আপন দেশ কেরলে তোলা কিনা তা স্পষ্ট নয়। তবে তা বিদেশে ছুটি কাটানোর ছবিও হতে পারে। একজন মজা করে লিখেছেন, ছবিটা বোধ হয় ভামিকা তুলে দিয়েছে! ছবিটি প্রথম ঘণ্টাতেই ২০ লক্ষের বেশি লাইক পায়। ২ ঘণ্টা পর তা বেড়ে ৩৫ লক্ষ হয়ে গিয়েছে। অনেকেই ছবিটি শেয়ারও করেছেন।

প্রথম পাঁচে আসার মুখে

প্রথম পাঁচে আসার মুখে

বিরাট ইডেনে দুই অঙ্কের রান পাননি। আপাতত ভারতের সামনে চারটি একদিনের আন্তর্জাতিক রয়েছে। বিরাট কোহলি এরপর কয়েক দিনের ছুটি পাবেন। কেন না, তিনি ভারত-নিউজিল্যান্ড টি ২০ সিরিজের দলে নেই। কিউয়িদের বিরুদ্ধে ওডিআই সিরিজ খেলার পর বিরাট অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলবেন। এদিকে, কালকের ম্যাচে বিরাট জোড়া নজির গড়তে পারেন। আর ৬৩ রান করলেই তিনি একদিনের আন্তর্জাতিকে সর্বাধিক রান সংগ্রহকারীদের তালিকার প্রথম পাঁচে চলে আসবেন মাহেলা জয়বর্ধনেকে টপকে। কোহলি এখনও অবধি ২৫৮টি ওডিআই ইনিংসে ১২,৫৮৮ রান করেছেন। জয়বর্ধনে ৪৩৩ ইনিংসে ১২,৬৫০ রান করেছেন।

সচিনকে টপকাতে পারবেন?

সচিনকে টপকাতে পারবেন?

বিরাট কোহলি যদি শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজের শেষ ম্যাচে শতরান পান তাহলে দেশের মাটিতে তাঁর ওডিআই শতরানের সংখ্যা দাঁড়াবে ২১। ফলে সচিন তেন্ডুলকরকে পিছনে ফেলে তিনি এককভাবে দেশের মাটিতে একদিনের আন্তর্জাতিকে সর্বাধিক শতরানের রেকর্ডটি নিজের দখলে নিয়ে নেবেন।

(ছবি- বিরাট কোহলির ইনস্টাগ্রাম)

ঋষভ পন্থের আরও একবার অস্ত্রোপচার হবে, এই বছর মাঠে নামা নিয়েই দেখা দিল সংশয় ঋষভ পন্থের আরও একবার অস্ত্রোপচার হবে, এই বছর মাঠে নামা নিয়েই দেখা দিল সংশয়

English summary
Virat Shares Picture With Anushka During Breakfast By The Beach. Kohli On The Verge Of Two New ODI Records.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X