For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ওডিআইয়ে বিরাটের রেকর্ড ঈর্ষণীয়, কোহলির উইকেটই তাই প্রধান লক্ষ্য, জানিয়ে দিলেন অজি কাপ্তান ফিঞ্চ

ওডিআইয়ে বিরাটের রেকর্ড ঈর্ষণীয়, কোহলির উইকেটই তাই প্রধান লক্ষ্য, জানিয়ে দিলেন অজি কাপ্তান ফিঞ্চ

  • |
Google Oneindia Bengali News

ভারতের অস্ট্রেলিয়া সফরে ঢাকে কাঠি আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা। শুক্রবার ২৭ নভেম্বর সিডনি ওডিআই দিয়ে ভারতে অজি সফরে বল গড়াতে চলেছে। মাঠে নামার আগে এবার ভারত অধিনায়ক বিরাট কোহলিকে প্রশংসায় ভরিয়ে দিলেন বিপক্ষ দলের অধিনায়ক অ্যারন ফিঞ্চ।

কোহলির ঈর্ষণীয় রেকর্ডে মজে ফিঞ্চ

কোহলির ঈর্ষণীয় রেকর্ডে মজে ফিঞ্চ

ওডিআই ক্রিকেটে সেঞ্চুরি হাঁকানোর বিচারে কিংবদন্তি সচিন তেন্ডুলকরের ঠিক পিছনেই রয়েছেন বিরাট। আন্তর্জাতিক ক্রিকেট লিটল মাস্টার ৪৫২ ইনিংসে ৪৯টি ওডিআই সেঞ্চুরি হাঁকিয়েছিলেন। সেখানেই বিরাট কোহলি ২৩৯ ইনিংস খেলে সচিনের থেকে ৬টি সেঞ্চুরি দূরে রয়েছেন। ৪৩ টি সেঞ্চুরি হাঁকিয়ে ওডিআই ক্রিকেটে সেঞ্চুরি হাঁকানোর তালিকায় দ্বিতীয় স্থান রয়েছেন বিরাট।

কী বললেন ফিঞ্চ

কী বললেন ফিঞ্চ

বিরাটের এই নজির নিয়েই অ্যারন ফিঞ্চ সিরিজ শুরু আগে বলেন, 'ওয়ান ডে ক্রিকেটে, সেঞ্চুরি তালিকায় দ্বিতীয় স্থানে বিরাট। ওর এই ঈর্ষণীয় রেকর্ডই ওর হয়ে কথা বলে। আমার মতে, কোহলিই সর্বকালের সেরা ওডিআই ব্যাটসম্যান। সেই কারণেই সিরিজ জুড়ে বিরাটের উইকেটই আমাদের কাছে প্রথম টার্গেট।'

করোনার পর ক্রিকেটে ফিরে জয় পেয়েছে অস্ট্রেলিয়া

করোনার পর ক্রিকেটে ফিরে জয় পেয়েছে অস্ট্রেলিয়া

সেই সঙ্গে ভারতের বিরুদ্ধে প্রথম ওডিআইতে কী দল হবে সেই নিয়েও মুখ খুলেছেন ফিঞ্চ। মূলত ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের দল ধরে রেখেই তারা খেলতে চলেছে। করোনা পরবর্তী সময়ে ফিঞ্চের নেতৃত্বে অস্ট্রেলিয়া সফরে ওডিআই সিরিজ খেলেছিল অস্ট্রেলিয়া। সেই সিরিজে অজিরা ইংল্যান্ডকে ২-১ ব্যবধানে হারায়।

ডনের দেশে ম্যাচ দিয়ে ক্রিকেটে ফিরছে ভারত

ডনের দেশে ম্যাচ দিয়ে ক্রিকেটে ফিরছে ভারত

অন্যদিকে মার্চে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে মাঠে নামার পর, কোভিড ধাক্কায় দীর্ঘ সময় খেলার বাইরে থেকে অজিদের বিরুদ্ধে ওডিআই দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে চলেছে ভারত।

মাঠে নামার আগে কেন ৬৩ সেকেন্ড নীরবতা পালন করতে চলেছে ভারত-অস্ট্রেলিয়ামাঠে নামার আগে কেন ৬৩ সেকেন্ড নীরবতা পালন করতে চলেছে ভারত-অস্ট্রেলিয়া

English summary
Virat's ODI records 2nd to none, Australia will keep looking to get kohli out, says Aaron Finch
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X