For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ঋষভ পন্থের প্রসঙ্গে বিরাট কোহলির মুখে মাহির কথা! কেন মনে পড়ল মহেন্দ্র সিং ধোনির কোন উপদেশ?

Google Oneindia Bengali News

কেপ টাউনের নিউল্যান্ডসে কাল থেকে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ নির্ণায়ক তৃতীয় টেস্ট খেলতে নামছে ভারত। এই টেস্টে জিতলে প্রথমবার বিরাট কোহলির ভারত দক্ষিণ আফ্রিকা থেকে টেস্ট সিরিজ জিতে ফিরবে। একমাত্র ২০১০-১১ মরশুমে প্রোটিয়াদের দেশ থেকে টেস্ট সিরিজ ড্র রেখে ফিরেছিল মহেন্দ্র সিং ধোনির ভারত। কেপ টাউনে নামার আগে সেই ধোনির কথাই মনে পড়ল বিরাটের।

প্রথম একাদশ নিয়ে মুখে কুলুপ

সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃতীয় টেস্টের প্রথম একাদশ খোলসা করেননি বিরাট কোহলি। তবে মহম্মদ সিরাজ খেলতে পারবেন না সেটা পরিষ্কার জানিয়ে দিয়েছেন ভারতের টেস্ট অধিনায়ক। চেতেশ্বর পূজারা ও অজিঙ্ক রাহানের হয়ে বিরাট যেভাবে ব্যাট ধরেছেন তাতে এটাও নিশ্চিত, বাদ পড়বেন হনুমা বিহারীই। পেসারদের প্রশংসায় পঞ্চমুখ হলেও সিরাজের জায়গায় উমেশ না ইশান্ত, কাকে খেলানো হবে তা জানাননি বিরাট। রয়েছে উইকেটকিপারকে নিয়েও জল্পনা।

ব্যর্থ পন্থ

ব্যর্থ পন্থ

ঋষভ পন্থ এখনও কিপার হিসেবে ঋদ্ধিমান সাহার সমকক্ষ যে হতে পারেননি তা পন্থের অতি বড় ভক্তও মানবেন। ব্যাটিং ফর্মের কারণেই ঋদ্ধির জায়গায় পন্থ টেস্ট দলে যে নিয়মিত হয়েছেন তা নিয়েও কোনও সংশয় নেই। কিন্তু পন্থ দক্ষিণ আফ্রিকা সফরে ২ টেস্টে মাত্র ৫৯ রান করেছেন, সর্বাধিক ৩৪। গড় ১৪.৭৫। সবচেয়ে বড় কথা, দলের প্রয়োজনীয় মুহূর্তে জোহানেসবার্গ টেস্টের দ্বিতীয় ইনিংসে তিনি যেভাবে উইকেট ছুড়ে দিয়েছেন তা নিয়ে প্রবল সমালোচিত হচ্ছেন পন্থ। দুটি বল খেলার পর তৃতীয় বলই স্টেপ আউট করে বড় শট খেলতে গিয়েছিলেন, কিন্তু তার জেরে উইকেটকিপারের হাতে ক্যাচ দিয়ে ফেরেন শূন্য রানে। আউট হওয়ার ধরন এবং যে সময় তিনি এই শট খেলে আউট হয়েছেন তা টেস্টের পক্ষে অনুপযুক্ত বলে মানছেন সকলেই। এরপরই ঋদ্ধিমান সাহাকে ফেরানোর দাবিও করছেন অনেকে।

ঋষভের সঙ্গে কথা

ঋষভের সঙ্গে কথা

হেড কোচ রাহুল দ্রাবিড় বলেছিলেন খারাপ শট খেলে আউট হওয়া পন্থের সঙ্গে কথা বলবেন। তাঁকে আক্রমণাত্মক ব্যাটিং ছাড়ার কথা বলা না হলেও থিতু হয়ে তারপর চালিয়ে খেলা যে যেতেই পারে, টেস্ট ক্রিকেটে ব্যাটিং যে অন্যরকমের সে কথা বোঝানো হবে বলে ইঙ্গিত দিয়েছিলেন দ্রাবিড়। আজ বিরাট কোহলি বলেন, পন্থের সঙ্গে প্র্যাকটিসের সময়ই কথা হয়েছে। খারাপ শট খেলে যিনি আউট হন, সংশ্লিষ্ট পরিস্থিতিতে কোন শট কীভাবে খেলা উচিত তা তাঁর চেয়ে ভালো কেউ বোঝেন না। আর সেটা বুঝতে পারলেই ক্রিকেটার হিসেবেই পরিণতিবোধ আসে, খেলার মানেরও উন্নতি হয়।

Recommended Video

ঋষভ পন্থের ফর্ম নিয়ে সাংবাদিকের প্রশ্নে ধোনির বলা অজানা পেপ-টক শোনালেন কোহলি | Oneindia Bengali
ধোনি-শরণে বিরাট

ধোনি-শরণে বিরাট

এরপরই মহেন্দ্র সিং ধোনির কথা বলেন বিরাট। তিনি বলেন, চাপ বা পরিস্থিতির শিকার হয়ে খারাপ শট খেলে আউট হওয়ার ভুল আমরা সকলেই করেছি। কিন্তু এ ক্ষেত্রে মাথায় রাখতে হবে মহেন্দ্র সিং ধোনির পরামর্শ। ধোনি আমাকে বলেছিলেন, দুটি ভুলের মধ্যে যেন ৬-৭ মাসের ব্যবধান অন্তত থাকে। তাহলেই আন্তর্জাতিক ক্রিকেটে নিজের উন্নতি ঘটানো সম্ভব। বিরাট বলেন, সেই কথাকেই আমি আমার সিস্টেমের মধ্য়ে নিয়ে চলি। ফলে নিজের ভুল থেকে পন্থ নিশ্চিতভাবেই শিক্ষা নেবেন বলে বিশ্বাস কোহলির।

English summary
Virat Kohli Recalls MS Dhoni's Advice Ahead Of Cape Town Test. Team Management Had A Conversation With Rishabh Pant Regarding Poor Shot Selection.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X