For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিরাট কি রোহিত শর্মার অনুপস্থিতিতে ভারতের নেতৃত্বে? কী বলছেন কোহলির কোচ?

Google Oneindia Bengali News

নিউজিল্যান্ডকে তিন টেস্টের সিরিজে হোয়াইটওয়াশ করে ভারতের বিরুদ্ধে সিরিজ ড্র করার লক্ষ্যে নামছে বেন স্টোকসের ইংল্যান্ড। তবে ভারত এখনও ঠিক করে উঠতে পারেনি এজবাস্টন টেস্টে কে ভারতকে নেতৃত্ব দেবেন। আজ ময়াঙ্ক আগরওয়াল টেস্ট দলের সঙ্গে যোগ দেবেন। আজও বিসিসিআইয়ের তরফে জানানো হয়েছে, রোহিতই অধিনায়ক। কিন্তু করোনা-জয় করে তিনি ম্যাচ ফিট হতে পারবেন কিনা তা নিয়ে সংশয় রয়েছে, ছড়াচ্ছে নানা জল্পনা।

রোহিত না পারলে কে ক্যাপ্টেন?

রোহিত না পারলে কে ক্যাপ্টেন?

বিসিসিআই সূত্রে জানা গিয়েছিল, রোহিত শর্মা যদি না খেলতে পারেন তাহলে ভারতকে নেতৃত্ব দেবেন জসপ্রীত বুমরাহ। কেন না, সহ অধিনায়ক লোকেশ রাহুল কুঁচকির চোট সারাতে এখন জার্মানিতে। ঋষভ পন্থও ভারতকে টেস্টে নেতৃত্ব দেওয়ার মতো জায়গায় পৌঁছাননি বলে মনে করছেন অনেক বিশেষজ্ঞই। অনেকের মতে, রোহিতের অনুপস্থিতিতে নেতৃত্ব দিন বিরাট কোহলিই। কারণ, ভারত যে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে রয়েছে, তা হয়েছিল কোহলির নেতৃত্বেই। ফলে সেই অসমাপ্ত সিরিজের শেষ টেস্টে বিরাটই নেতৃত্ব দিন, রোহিত যদি একান্তই খেলতে না পারেন।

বিরাট রাজি হবেন?

বিরাট রাজি হবেন?

তবে বিরাট কোহলির ছোটবেলার কোচ রাজকুমার শর্মার দাবি, বিরাট আর ভারতকে নেতৃত্ব দেবেন না। তিনি বলেছেন, বিরাটকে সরিয়ে দেওয়া হয়নি বা অধিনায়কত্ব কেড়ে নেওয়া হয়নি। তিনি স্বেচ্ছায় অধিনায়কত্ব ছেড়ে দিয়েছেন। ফলে আমি মনে করি না বিরাট আর ভারতকে নেতৃত্ব দেবেন বলে। তবে নির্বাচকরা বা বিসিসিআই কী করবে সে সম্পর্কে আমি নিশ্চিত নই। বিরাট একজন টিম-ম্যান। সব সময় চান ভারত ভালো ফল করুক। আমার মতে, বিরাট ভালোই খেলছেন।

চাপ নেই

চাপ নেই

২০১৯ সালের পর থেকে বিরাটের ব্যাটে কোনও ফরম্যাটেই শতরান নেই। তবে এই বিষয়টিকে বিশেষ গুরুত্ব দিতে নারাজ রাজকুমার শর্মা। তিনি বলেন, বিরাট একেবারেই চাপে নেই। শতরান পাওয়ার চেয়েও তাঁর কাছে বড় ভারতের জয় এবং সেই জয়ে অবদান রাখতে পারা। বিরাট কখনও রেকর্ডের লক্ষ্যে খেলেন না। যখন তিনি ভালো খেলছেন এবং ব্যাট হাতে দলের প্রতি অবদান রাখছেন তখন ব্যক্তিগত মাইলস্টোনকে গুরুত্ব দেন না কোহলি।

লেস্টারের বিরুদ্ধে কিং কোহলি

উল্লেখ্য, বিরাট কোহলি লেস্টারশায়ারের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে প্রথম ইনিংসে চারে ব্যাট করতে নেমে ৬৯ বলে ৩৩ রান করেন। চারটি চার ও একটি ছক্কা হাঁকিয়েছিলেন। দ্বিতীয় ইনিংসে বিরাট ব্যাট করতে নেমেছিলেন সাত নম্বরে। ৯৮ বলে ৬৭ রানের ইনিংস খেলেন। মেরেছিলেন পাঁচটি বাউন্ডারি ও দুটি ওভার বাউন্ডারি। স্বাভাবিকভাবেই এজবাস্টন টেস্টের আগে নিজের ফর্ম নিয়েও স্বস্তিতে কিং কোহলি।

দীপক হুডা প্রস্তুত সবরকমের চ্যালেঞ্জ নিতে, ঋতুরাজের বিকল্প হিসেবে কাকে ভাবছে ভারত?দীপক হুডা প্রস্তুত সবরকমের চ্যালেঞ্জ নিতে, ঋতুরাজের বিকল্প হিসেবে কাকে ভাবছে ভারত?

English summary
Virat Kohli Will Not Lead India In Absence Of Rohit Sharma Feels VK's Childhood Coach Rajkumar Sharma. Rohit Sharma Tested COVID-19 Positive During Indians' Tour Game Against Leicester.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X