For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ইংল্যান্ডে অগ্নিপরীক্ষা ব্যাটসম্যান কোহলির, বলছেন ম্যাকগ্রা

অগাস্টের শুরু থেকেই ইংল্যান্ডে পাঁচ টেস্টের সিরিজ খেলতে নামছে টিম ইন্ডিয়া।

  • |
Google Oneindia Bengali News

অগাস্টের শুরু থেকেই ইংল্যান্ডে পাঁচ টেস্টের সিরিজ খেলতে নামছে টিম ইন্ডিয়া। তার আগে টি২০ ও একদিনের ক্রিকেট সিরিজও রয়েছে। সীমিত ওভারের ম্যাচে পাটা ব্য়াটিং উইকেট থাকলেও টেস্টে ইংল্য়ান্ডের স্যাঁতস্যাঁতে আবহাওয়ায় সুইং বোলারদের সামলানোই ভারতীয় ব্যাটসম্যানদের সবচেয়ে বড় পরীক্ষা হতে চলেছে বলে মনে করছেন বিশ্বের অন্যতম সেরা প্রাক্তন পেসার গ্লেন ম্যাকগ্রা।

ইংল্যান্ডে অগ্নিপরীক্ষা ব্যাটসম্যান কোহলির, বলছেন ম্যাকগ্রা

ইংল্যান্ডে ভারতের জোরে বোলাররা ভালো বল করবে বলেও আশাবাদী ম্যাকগ্রা। ভারত কেমন ফল করবে ইংল্যান্ডে এই বিষয়ে ম্যাকগ্রা বলেছেন, অভিজ্ঞতা কাজে লাগাতে পারলে ভালোই করবে ভারত।

পেস আক্রমণ সম্পর্কে বলতে গিয়ে অজি পেস বোলার বলেছেন, ভুবনেশ্বর কুমার ও জসপ্রীত বুমরাহর উপরে যাবতীয় দায়িত্ব রয়েছে। দুজনের বোলিংয়ের উপরে নিয়ন্ত্রণ রয়েছে। যা ইংল্যান্ডে খুব প্রয়োজনীয়। ডিউক বলে সিম ঠিক জায়গায় রাখতে পারলে তা সারাদিন ধরেই নড়াচড়া করবে। ফলে বোলাররা ভালোই করবে।

ইংল্যান্ডে অগ্নিপরীক্ষা ব্যাটসম্যান কোহলির, বলছেন ম্যাকগ্রা

২০১৪ সালে ইংল্যান্ড সফরে টেস্টে বিরাট কোহলি মাত্র ১৩.৪ গড়ে রান করেছিলেন। তবে চার বছর আগের কোহলির সঙ্গে এবারের কোহলির ফারাক রয়েছে। তিনি এখন বিশ্বের সেরা ব্যাটসম্যান। তবে ইংল্যান্ড বোলারদের সামলাতে কোহলিকে বেগ পেতে হবে, বলছেন ম্যাকগ্রা।

বিশেষ করে জেমস অ্যান্ডারসনের মতো বোলার কোহলিকে কঠিন চ্যালেঞ্জ ছুঁড়বেন বলেই ম্যাকগ্রা মনে করছেন। এজন্য কোহলিকে বিশেষ প্রস্তুতি নিতে হবে। কারণ অ্যান্ডারসন ইংল্যান্ডের পরিবেশ সবচেয়ে ভালো চেনেন। সেখানে তিনি কোহলিকে ছেড়ে কথা বলবেন না। এখন দেখার কিং কোহলি কীভাবে তাঁর মোকাবিলা করেন।

English summary

 Virat Kohli will face big challenge on England tour, feels Glenn McGrath
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X