For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

প্রথম এশীয় অধিনায়ক হিসেবে অস্ট্রেলিয়ায় অভিনব রেকর্ড গড়ার অপেক্ষায় বিরাট

প্রথম এশীয় অধিনায়ক হিসেবে অস্ট্রেলিয়ায় অভিনব রেকর্ড গড়ার অপেক্ষায় বিরাট

  • |
Google Oneindia Bengali News

বৃহস্পতিবার থেকে অ্যাডিলেড ওভালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বর্ডার-গাভাসকর ট্রফির প্রথম টেস্ট খেলতে নামছে ভারতীয় ক্রিকেট দল। দিন-রাতের এই টেস্টে দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে বিশ্বাস ক্রিকেটপ্রেমীদের। ম্যাচ জিততে পারলে এশিয়ার প্রথম ক্রিকেট অধিনায়ক হিসেবে অস্ট্রেলিয়ায় অনন্য নজির গড়বেন বিরাট কোহলি। দেখে নেওয়া যাক পরিসংখ্যান।

অস্ট্রেলিয়ার মাটিতে বিরাটের জয়

অস্ট্রেলিয়ার মাটিতে বিরাটের জয়

অস্ট্রেলিয়ার মাটিতে অধিনায়ক হিসেবে এখনও পর্যন্ত দুটি ম্যাচ জিতেছেন বিরাট কোহলি। ওই দুটি জয় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২০১৮-২০১৯ মরসুমের টেস্ট সিরিজে এসেছিল। ওই সিরিজও জিতেছিল ভারত। সিরিজের ফল হয়েছিল ২-১।

বিরাটের সম্ভাব্য রেকর্ড

বিরাটের সম্ভাব্য রেকর্ড

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অ্যাডিলেড টেস্ট জিততে পারলে এক অনন্য রেকর্ডের মালিক হবেন বিরাট কোহলি। এশিয়ার প্রথম অধিনায়ক হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে তিনটি টেস্ট জয়ের অমূল্য নজির গড়বেন রান মেশিন। সিরিজের শেষ তিন টেস্ট থেকে ছুটি নেওয়ায় এই ম্যাচেই বিরাটকে জিতে ইতিহাস রচনা করতে হবে।

কাদের সঙ্গে আসন সমঝোতা

কাদের সঙ্গে আসন সমঝোতা

বর্তমানে বিরাট কোহলি যে জায়গায় রয়েছেন, সেখানে আগে থেকেই বসে রয়েছেন ভারত ও পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক যথাক্রমে বিষেণ সিং বেদি ও মুস্তাক মহম্মদ। দুই ক্রিকেটারই অধিনায়ক হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে দুটি টেস্ট জেতেন। অ্যাডিলেড টেস্ট জিতলে দুই প্রাক্তনীকে টপকে যাবেন বিরাট কোহলি।

অ্যাডিলেডে জয়

অ্যাডিলেডে জয়

২০১৮-২০১৯ মরসুমের সিরিজে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্ট অ্যাডিলেডেই খেলেছিল বিরাট কোহলি নেতৃত্বাধীন ভারতীয় ক্রিকেট দল। সেই ম্যাচ ৩১ রানে জিতেছিল টিম ইন্ডিয়া। শতরান করেছিলেন চেতেশ্বর পূজারা।

English summary
Virat Kohli will be the first Asian captain if he wins day-night test against Australia
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X