For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

তেজস্বী যাদবের অধিনায়কত্বে খেলার সময় বদলে গিয়েছিল বিরাট কোহলির ভাগ্য!

Google Oneindia Bengali News

করোনা কালে ঘরবন্দি অবস্থা থেকে কিছুটা নিস্তার মিলেছে। পাশাপাশি আইপিএলের ফলে ক্রিকেটপ্রেমীদের মনে ফের খুশির ঢেউ উঠেছে। এরই মাঝে বিহারে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সব মিলিয়ে মিশিয়ে নিউ নর্মালে ক্রমেই অভ্যস্ত হয়ে পড়ছেন সবাই। এই আবহেই আজ ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলির জন্মদিন৷ ৩২ বছর পূর্ণ করলেন দিল্লির এই ডান হাতি ব্য়াটসম্য়ান৷ তবে জানেন কী ভারতীয় দলের অধিনায়ক এককালে বিহার নির্বাচনে বিরোধী জোটের মুখ্যমন্ত্রী প্রার্থী তেজস্বী যাদবের অধিনায়কত্বে খেলেছিলেন?

বিরাটের প্রতিভা ভেঙ্গসরকার চিনেছিলেন কবে?

বিরাটের প্রতিভা ভেঙ্গসরকার চিনেছিলেন কবে?

এদিন ক্রিকেট দুনিয়ার পাশাপাশি ভারত অধিনায়ককে জন্মদিনের শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছে তাঁর অনুরাগীরা৷ এরই মাঝে বিরাট কোহলির ক্রিকেট জীবনের একটি ঘটনা সামনে আনেন দীলি ভেঙ্গসরকার। উল্লেখ্য ভেঙ্গসরকারই প্রধান নির্বাচক হিসাবে বিরাট কোহলিকে ভারতীয় দলে সুযোগ দিয়েছিলেন। তবে বিরাটের প্রতিভা ভেঙ্গসরকার চিনেছিলেন কবে?

লালুপুত্র তেজস্বীর অধিনায়কত্বে খেলেছিলেন কোহলি

লালুপুত্র তেজস্বীর অধিনায়কত্বে খেলেছিলেন কোহলি

এই প্রশ্নের জবাবেই ভারতীয় দলের প্রাক্তন এই ক্রিকেটার জানান, ২০০০ সালেই বিসিসিআই জগমোহন ডালমিয়ার নেতৃত্বে দেশের সব কোণা থেকে ক্রিকেট প্রতিভা তুলে আনার লক্ষ্যে একটি প্রকল্প শুরু করেছিলেন। সেই প্রোগ্রামেই একবার মুম্বই অনূর্ধ্ব ১৬ দলের বিরুদ্ধে খেলতে এসেছিলেন বিরাট। বিরাটের দলের অধিনায়ক তখন লালু পুত্র তেজস্বী। সেই ম্যাচেই নাকি নজর কেড়েছিলেন বিরাট কোহলি।

ওয়ানডে ব্যাটিংয়ে এক নম্বরে রয়েছেন বিরাট

ওয়ানডে ব্যাটিংয়ে এক নম্বরে রয়েছেন বিরাট

বিরাট কোহলির জন্ম ১৯৮৮ সালের আজকের দিনে। দিল্লির এই ডান হাতি ব্য়াটসম্য়ান বিশ্বের নজরে আসেন ২০০৭ সালে ভারতের হয়ে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ জিতে৷ যারপর ২০০৮ সালে ভারতীয় দলে ডাক পাওয়া৷ সেই থেকে টানা তেরো বছর ভারতীয় দলের সদস্য৷ এরই মাঝে ভারতীয় ক্রিকেটের অধিনায়কত্বের ব্য়াটন নিজের হাতে তুলে নিয়েছেন কোহলি৷ এই মুহূর্তে ঐইসিসি-র ওয়ানডে ব্যাটিংয়ে এক নম্বরে রয়েছেন বিরাট কোহলি৷

বিসিসিআই-এর সুভেচ্ছা

বিসিসিআই-এর সুভেচ্ছা

বিরাট কোহলির কেরিয়ারের সাফল্য়কে তুলে ধরে ভারতীয় ক্রিকেট বোর্ড টুইট করে তাঁকে শুভেচ্ছা জানিয়েছে, ২০১১ বিশ্বকাপ বিজেতা, আন্তর্জাতিক ক্রিকেটে ৭০0টি সেঞ্চুরি ও মোট ২১,৯০১ রান, ভারত অধিনায়ক হিসেবে সর্বাধিক টেস্ট ম্য়াচ জয় এবং আন্তর্জাতিক টি-২০ তে সবচেয়ে বেশি রানের অধিকারী ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলিকে জন্মদিনের অনেক শুভেচ্ছা৷

কোহলির কেরিয়ার

কোহলির কেরিয়ার

এখনও পর্যন্ত ২৪৮টি ম্যাচে ১১৮৬৭ রান করেছেন তিনি৷ ভারতীয় টেস্ট দলের হয়ে এখনও পর্যন্ত ৮৬টি টেস্ট ম্য়াচ খেলেছেন তিনি৷ রান করেছেন মোট ৭২৪০, যার মধ্য়ে সর্বোচ্চ ২৫৪ রান করেছেন ভারত অধিনায়ক৷ আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে ৮২ ম্যাচ খেলে ২৭৯৪ রান করেছেন কোহলি৷ পরিসংখ্য়ানে ধনী বিরাটকে তাই জন্মদিনের শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন বর্তমান ও প্রাক্তন ক্রিকেটাররা৷

English summary
Virat Kohli was first noticed by Dilip Vengsarkar while playing under Tejashwi Yadav's Captaincy
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X