For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভাই এটা আশ্রম! অনুষ্কার সঙ্গে অস্ট্রেলিয়া সিরিজের আগে হৃষিকেশে গিয়ে কোন বিড়ম্বনায় বিরাট?

বিরাট কোহলি নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি ২০ সিরিজে খেলছেন না। ছুটির ফাঁকে তিনি স্ত্রী অনুষ্কাকে নিয়ে গেলেন হৃষিকেশের আশ্রমে। সেখানে খ্যাতির বিড়ম্বনা এড়াতে পারলেন না কিং কোহলি।

Google Oneindia Bengali News

বাংলাদেশ সফরের পর চলতি বছরের গোড়ায় বৃন্দাবনে গিয়েছিলেন বিরাট কোহলি। এখন ভারত খেলছে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি ২০ সিরিজ। তাতে খেলছেন না বিরাট কোহলি। ছুটি কাটাতে সস্ত্রীক বিরাট পৌঁছে গেলেন হৃষিকেশে। বিরাট-অনুষ্কা তাঁদের কন্যা ভামিকার ছবি প্রকাশ্যে আনেননি। হৃষিকেশের আশ্রমেও দেখা গিয়েছে তাঁদের দুজনকেই।

হৃষিকেশের আশ্রমে বিরুষ্কা

হৃষিকেশের আশ্রমে বিরুষ্কা

বিরাট কোহলি ও অনুষ্কা শর্মা গিয়েছিলেন স্বামী দয়ানন্দ গিরির আশ্রমে। তবে সেখানকার যে ছবি ও ভিডিও ভাইরাল হয়েছে তাতে ভামিকাকে দেখা যায়নি। আশ্রমে গিয়ে বিরাট-অনুষ্কা পুজো দেন। অনুষ্কার পরনে ছিল ধূসর আনারকলি স্যুট। বিরাটকে দেখা গিয়েছে সাদা সোয়েটার ও কালো প্যান্ট পরিহিত অবস্থা, সঙ্গে ছিল একটি শাল। আশ্রমে ধার্মিক আচার-অনুষ্ঠানে যোগ দেন এই তারকা দম্পতি।

ছবি- সোশ্যাল মিডিয়া

পুজো ও ভান্ডারা

বিরাট ও অনুষ্কা ওই আশ্রমের পুরোহিত ও সেবায়েতদের জন্য ভান্ডারার ব্যবস্থা রেখেছিলেন। আশ্রমের আবাসিকরা একসঙ্গে কোহলি ও অনুষ্কার উপস্থিতিতে মধ্যাহ্নভোজ সারেন, সেই ভিডিও ভাইরাল হয়েছে। বৃন্দাবন সফরে বাবা নিম করোলি আশ্রমে বিরাট-অনুষ্কার সঙ্গে ছিল ছোট্ট ভামিকা। সেখানেও কিছুক্ষণ মেডিটেশনে অংশ নেন বিরাট-অনুষ্কা। বিলি করেছিলেন কম্বল।

খ্যাতির বিড়ম্বনা

তবে আশ্রমে গিয়েও রেহাই নেই। সেখানেও ধেয়ে এলো ছবি তোলা ও অটোগ্রাফের অনুরোধ। বিরাট অটোগ্রাফের আবদার মেটাচ্ছিলেন হাসিমুখেই। তবে ছবি তোলার জন্য যেভাবে হুড়োহুড়ি চলছিল তাতে বিচলিত হন প্রাক্তন ভারত অধিনায়ক। সাদা রংয়ের বলে অটোগ্রাফ দেওয়ার ফাঁকেই ক্রিকেটপ্রেমীদের উদ্দেশে বিরাট বলে ওঠেন, ভাই আশ্রম হ্যায় ইয়ে। অর্থাৎ আশ্রমের পরিবেশ সম্পর্কে সকলকে সজাগ করে দেন দায়িত্বশীল বিরাট।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্টে

বৃন্দাবন থেকে ঘুরে আসার পর বিরাট কোহলি শ্রীলঙ্কার বিরুদ্ধে দুরন্ত ফর্মে ছিলেন। সামনে বর্ডার-গাভাসকর ট্রফি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চার টেস্টের সিরিজ। বিরাট ২০১১ থেকে ২০২০ অবধি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২০টি টেস্ট খেলেছেন। তার মধ্যে ৩৬ ইনিংসে ১ বার অপরাজিত থেকে ১৬৮২ রান করেছেন। সর্বাধিক স্কোর ১৬৯। গড় ৪৮.০৫, সাতটি শতরান ও পাঁচটি অর্ধশতরান রয়েছে। অস্ট্রেলিয়ার মাটিতে খেলেছেন ১৩টি টেস্ট, ২৫ ইনিংসে ১৩৫২ রান করেছেন। সর্বাধিক ১৬৯, ২০১৪ সালে মেলবোর্নে। অস্ট্রেলিয়ায় গিয়ে অজিদের বিরুদ্ধে টেস্টে বিরাটের ব্যাটিং গড় ৫৪.০৮। ৬টি শতরান ও ৪টি অর্ধশতরান রয়েছে। দেশের মাটিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিরাটের একমাত্র শতরানটি এসেছে ২০১৩ সালে চেন্নাইয়ে (১০৭ রান)। ২০১৭ সালে দেশের মাটিতে বিরাট পুনে, বেঙ্গালুরু ও রাঁচিতে তিনটি টেস্টে রান পাননি। তাঁর রান ছিল যথাক্রমে ০, ১৩, ১২, ১৫ ও ৬।

English summary
Virat Kohli Visits Rishikesh Ashram With Wife Anushka Sharma Ahead Of Australia Test Series. Virat Kohli Has Scored 1682 Runs In 36 Test Innings Against Australia.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X