আইপিএল ২০২০-এর আবহে জোন্সের আকস্মিক প্রয়াণে শোকস্তব্ধ ক্রিকেট মহল
করোনা ভাইরাসের আবহে একদিকে আইপিএল ২০২০ মানুষকে উজ্জীবিত করছে, ঠিক তখন হাসিখুশি ডিন জোন্সের আকস্মিক প্রয়াণ ক্রিকেট বিশ্বকে নাড়িয়ে দিল। মাত্র ৫৯ বছর বয়সে প্রাক্তন অস্ট্রেলিয় ক্রিকেটারের মৃত্যুতে শোকস্তব্ধ বিশ্বের ক্রিকেট মহল। শোক প্রকাশ করেছেন বিরাট কোহলি, স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নার সহ অন্যান্য রথি-মহারথিরা।

ডিন জোন্সের আকস্মিক প্রয়াণে হতভম্ব হয়ে গিয়েছেন বিরাট কোহলি। প্রাক্তন ক্রিকেটারের পরিবারের প্রতি তিনি সমবেদনা জানিয়েছেন।
Shocked to hear about the tragic loss of Dean Jones. Praying for strength and courage to his family and friends. 🙏🏻
— Virat Kohli (@imVkohli) September 24, 2020
মুম্বইতে ডিন জোন্সের আকস্মিক প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক স্টিভ স্মিথ। জোন্সের অভাব অনুভূত হবে বলে জানিয়েছেন স্মিথ।
Awful to hear the news of Dean Jones passing away in Mumbai. He was a wonderful player for Australia and he will be missed. My thoughts are with his family. RIP Deano https://t.co/AmVhQiNEe2
— Steve Smith (@stevesmith49) September 24, 2020
প্রিয় ডিনোর মৃত্যু মেনে নিতে পারছেন না অস্ট্রেলিয় ওপেনার ডেভিড ওয়ার্নার। ডিনোর অভাব ক্রিকেট মহলে অনুভূত হবে বলে লিখেছেন ওয়ার্নার।
I can’t believe this news. So very sad to hear about this. Rip Deano, you will be missed. pic.twitter.com/Mc8h36gnWe
— David Warner (@davidwarner31) September 24, 2020
অস্ট্রলিয়া ক্রিকেট দলের অধিনায়ক অ্যারন ফিঞ্চ প্রাক্তনী ডিন জোন্সের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। লিখেছেন, দুর্দান্ত ক্রিকেটার হওয়ার পাশাপাশি দারুণ মানুষ ছিলেন প্রাক্তন অজি ক্রিকেটার।
Still in shock hearing the news of Deanos passing. Thoughts are with Jane and the family at this incredibly tough time. A great man with an amazing passion for the game.
— Aaron Finch (@AaronFinch5) September 24, 2020
ডিন জোন্সের প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন টিম ইন্ডিয়ার হেড কোচ রবি শাস্ত্রী এবং দেশের প্রাক্তন ওপেনার বীরেন্দ্র শেহওয়াগ।
Saddened to hear the news of Dean Jones passing away. Still cannot believe it. Was one of my favourite commentators, he was on air in many of my landmarks. Had really fond memories with him. Will miss him. pic.twitter.com/FZBTqIEGdx
— Virender Sehwag (@virendersehwag) September 24, 2020
Really shocking to lose a colleague and a dear friend - Dean Jones. Gone so young. Condolences to the family and may his soul rest in peace #RIPDeanJones 🙏 - @cricketcomau pic.twitter.com/pckNBow5Sv
— Ravi Shastri (@RaviShastriOfc) September 24, 2020
মাত্র ৫৯ বছর বয়সে জোন্সের প্রয়াণে শোকস্তব্ধ হয়েছেন নিউজিল্যান্ডের অধিনায়ক জিমি নিশাম এবং সে দেশের প্রাক্তন ক্রিকেটার স্কট স্টাইরিশ।
Very sad to hear of the passing of Dean Jones. He was always a fantastic bloke to have a yarn with around a cricket field. I remember in Canada one of his stories was so funny I actually forgot to warm up to bowl pre-game. RIP.
— Jimmy Neesham (@JimmyNeesh) September 24, 2020
😢
— Scott Styris (@scottbstyris) September 24, 2020
ভারতের প্রাক্তন ক্রিকেটার অনিল কুম্বলে, ইরফান পাঠান, আকাশ চোপড়া ডিন জোন্সের প্রয়াণে নিজেদের বেদনা ব্যক্ত করেছেন।
At a loss of words to express my grief at the passing of a man who I admired a lot. Loved chatting cricket with him. Genuinely loved the sport. 59 is not an age to go....too soon my friend. Too soon. World of cricket will be poorer in your absence. R.I.P., Deano.
— Aakash Chopra (@cricketaakash) September 24, 2020
Shocking news... This year gets even worse. Was joking with Deano last week about carrying a red book with me to the match. Terrible... My heartfelt Condolences to the family. 🙏🏽
— Anil Kumble (@anilkumble1074) September 24, 2020
I’m deeply shocked and saddened by the demise of our fellow commentator #DeanJones He was fine in the morning. I had video call with his son two days back. Everything was fine. Everything was normal. I can’t believe this #RIP
— Irfan Pathan (@IrfanPathan) September 24, 2020
ডিন জোন্সের প্রয়াণে শোক প্রকাশ করেছে এমএস ধোনির দল চেন্নাই সুপার কিংস।
Our chief answering the question that's running on everyone's mind...
— Chennai Super Kings (@ChennaiIPL) September 24, 2020
Read the full story ahead of #CSKvDC here - https://t.co/EiKCnfQ22e#WhistlePodu #Yellove 💛 pic.twitter.com/2BYhYpwpYI