
IND vs SA: মাঠের বাইরে থেকেই অধিনায়কের কাজ করছেন বিরাট, রইল ভিডিও
পিঠের চোটের কারণে জোহানেসবার্গে দলের সঙ্গে মাঠে নামতে পারেননি বিরাট কোহলি। তাঁর পরিবর্তে জোহানেসবার্গে দলকে নেতৃত্ব দেওয়ার ভার সামলাচ্ছেন লোকেশ রাহুল। কিন্তু মাঠে না থেকেও দলের প্রতি রয়েছে বিরাটের সজাগ নজর। মাঠের মধ্যে না নামতে পারলেও বাউন্ডারি লাইনে দাঁড়িয়ে মহম্মদ সামি'কে পেপ টক দিতে দেখা গেল বিরাট কোহলি'কে।

দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিন বাউন্ডারি লাইনে দাঁড়িয়ে দলের সেরা পেসার সামি'র সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলতে দেখা যায় বিরাট'কে। সাইডলাইনের দাঁড়িয়ে বিরাটের থেকে পাওয়া 'পেপটক' কী ভাবে সামি কাজে লাগাবেন তা সময় বলবে। ইন্টারনেটের জামানা সামি'কে একাধিকবার ম্যাচ নিয়ে দেওয়া বিরাটের উপদেশের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তে বেশি সময় লাগেনি।
নেটাগরিকদের একজন এই কথপোকথনের একটি ভিডিও টুইট করে লেখেন, "একে কখনওই আপনি মাঠের বাইরে রাখতে পারবেন না।"
Virat Kohli giving some advice to Mohammad Shami ❤️👏 Just captain @imVkohli thinks 👍#ViratKohli #SAvsIND #INDvsSAF #INDvsSA pic.twitter.com/uxcCUodO19
— CRICKET VIDEOS 🏏 (@AbdullahNeaz) January 4, 2022
অপর এক ক্রিকেটপ্রেমী লেখেন, "বিরাট কোহলি খেলছে না কিন্তু মহম্মদ সামিকে বোলিং নিয়ে পরামর্শ দিচ্ছেন বিরাট।"
Clearly can’t keep this guy off a cricket field pic.twitter.com/vmBiCm9I2k
— Sonali (@samtanisonali1) January 4, 2022
পুরো ম্যাচে মাঠের বাইরে বা ড্রেসিংরুমে বসে থাকা ছাড়া কোনও কাজ নেই বিরাটের। মাঠের মধ্যে সব সময়ে প্রাণবন্ত থাকা বিরাটের কাছে এটা একঘেয়ে হয়ে গিয়েছে দু'দিনেই। নিজের ক্যাম্প ছেড়ে প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা শিবিরে গিয়েও কথা বলতে দেখা যায় তাঁকে।
How bored is he that he’s left his camp and gone to SA’s 😭 pic.twitter.com/DLsipl2puC
— Sonali (@samtanisonali1) January 4, 2022
পিঠের চোটে দ্বিতীয় টেস্টে না খেলতে পারলেও তৃতীয় টেস্টে কেপটাউনে দলে ফিরতে পারেন বিরাট। এই মুহূর্তে দ্বিতীয় টেস্টে ৫৮ রানে এগিয়ে রয়েছে ভারতীয় দল। প্রথম ইনিংসে ২০২ রানে শেষ হয়ে যায় ভারতের ইনিংস। জবাবে দক্ষিণ আফ্রিকা তোলে ২২৯ রান। দ্বিতীয় ইনিংসে দ্বিতীয় দিনের শেষে ভারতীয় দলের রান ৮৫/২। ক্রিজে রয়েছেন অজিঙ্ক রাহানে (১১*) এবং চেতেশ্বর পূজারা (৩৫*)।