For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রোহিতের 'ব্রেন ফেড' নিয়ে তুঙ্গে চর্চা, ভুলো মনের হিটম্যানকে নিয়ে গোপন কথা ফাঁস বিরাট কোহলির

রোহিত শর্মা গতকাল রায়পুরে দ্বিতীয় একদিনের আন্তর্জাতিকে টস জিতে সিদ্ধান্ত জানাতে কয়েক সেকেন্ড সময় নেন। তিনি ভুলে গিয়েছিলেন টিম মিটিংয়ের সিদ্ধান্তের কথা। এই প্রেক্ষিতে বিরাট কোহলির পুরানো সাক্ষাৎকার ভাইরাল।

Google Oneindia Bengali News

রোহিত শর্মার সঙ্গে বিরাট কোহলির সম্পর্ক নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন কথা শোনা গিয়েছে। তাঁদের সম্পর্কের অবনতি নিয়ে গুঞ্জন সামনে এলেও ভারতের প্রাক্তন হেড কোচ রবি শাস্ত্রী তেমন সম্ভাবনার কথা উড়িয়ে দিয়েছিলেন। কিন্তু সোশ্যাল মিডিয়ায় বিরাট ও রোহিতের ভক্তদের মধ্যে তুমুল যুদ্ধ চলে। রায়পুরে দ্বিতীয় একদিনের আন্তর্জাতিকে টসের ঘটনা ঘিরেও বিরাট কোহলির ভিডিও বিরাট ভাইরাল হয়েছে।

ইন্দোরে পৌঁছে গেলেন রোহিতরা

ইন্দোরে পৌঁছে গেলেন রোহিতরা

ভারতীয় দল তিন ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে জিতে আজ ইন্দোরে পা রেখেছে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে শেষ ম্যাচ জিতলে ভারত বিশ্বের এক নম্বর দল হয়ে যাবে। যদিও শেষ ম্যাচ হেরে গেলে সেটা হবে না। পরিসংখ্যান অবশ্য এগিয়ে রাখছে ভারতকেই। কেন না, ইন্দোরে কোনও ওডিআই হারেনি ভারত। ভারতের প্রথম একাদশে রদবদলের সম্ভাবনা রয়েছে। যদিও নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি ২০ সিরিজে যেহেতু রোহিত শর্মা ও বিরাট কোহলি খেলবেন না, ফলে শেষ ওডিআইয়ে দুই তারকাই খেলবেন।

টসের সময় নজিরবিহীন ঘটনা

রায়পুরে দ্বিতীয় একদিনের আন্তর্জাতিকে টসের সময় নজিরবিহীন ঘটনা ঘটেছিল। রোহিত শর্মাই টস জেতেন। টস জেতার সঙ্গে সঙ্গেই ম্যাচ রেফারির সামনে সংশ্লিষ্ট অধিনায়ক জানিয়ে দেন তাঁরা ব্যাটিং করবেন, নাকি ফিল্ডিং নেবেন। কিন্তু গতকাল দেখা যায় রোহিত শর্মা কিংকর্তব্যবিমূঢ় হয়ে কিছু বিড়বিড় করছেন। তখন অবাক চোখে তাঁর দিকে তাকিয়ে প্রতিপক্ষ অধিনায়ক টম লাথাম এবং ম্যাচ রেফারি জাভাগল শ্রীনাথ। অন্তত ১২ সেকেন্ড পর রোহিত জানান, টস জিতে প্রথমে বোলিং করবেন।

ভুলে গিয়েছিলেন টিম মিটিংয়ের সিদ্ধান্ত

রোহিত শর্মা আরও জানান, তিনি মনে করতে পারছিলেন না টিম মিটিংয়ে নেওয়া সিদ্ধান্তের কথা। ভারত বিশ্বকাপের প্রস্তুতিতে নিজেদের চ্যালেঞ্জিং বা কঠিন পরিস্থিতিতে ফেলে দেখে নিতে চাইছে তার মোকাবিলা কীভাবে করা সম্ভব। কোথায় খামতি থাকছে। বিশ্বকাপে যাতে সবরকম পরিস্থিতির জন্য প্রস্তুত থাকা যায় সে কারণেই বিভিন্ন পরিস্থিতি নিয়ে আলোচনা হয় টিম মিটিংয়ে। আগের ম্যাচে ভারত প্রথমে ব্যাট করেছিল। তাই রায়পুরে পরে ব্যাটিংয়ের সিদ্ধান্ত বলে জানান রোহিত। এই ম্যাচে নিউজিল্যান্ডকে ১০৮ রানে গুটিয়ে দিয়ে ভারত ৮ উইকেটে জেতে। রোহিত অর্ধশতরান করলেও তাঁর ব্রেন ফেড মোমেন্ট নিয়ে চর্চা চলতেই থাকে।

ভাইরাল বিরাটের সাক্ষাৎকার

এরই মধ্যে বিরাট কোহলির পুরানো ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ব্রেকফাস্ট উইথ চ্যাম্পিয়ন্সের একটি পর্বে বিরাট কোহলি সঞ্চালক গৌরব কাপুরকে সাক্ষাৎকার দিতে গিয়ে বলেছিলেন, "রোহিত এত বেশি কিছু ভুলে যায় যে এমনটা ভুলো মনের মানুষ আর কাউকে দেখিনি। আইপ্যাড, ওয়ালেট, ফোন থেকে শুরু করে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রও হারিয়ে ফেলে। এরপর ভাবখানা এমন দেখায় যে এটা তেমন কিছু নয়। নতুন একটা কিনে নেব। জিনিসটা যে কোথায় ফেলে এসেছে সেটাই মনে করতে পারে না। ধরা যাক, বাস অর্ধেক রাস্তা চলে গিয়েছে। হঠাৎ রোহিত বলে উঠল, ওহ! আইপ্যাডটা প্লেনে ফেলে এসেছি।" বিরাট আরও জানান, রোহিত অনেকবার পাসপোর্টও ফেলে এসেছেন। ফলে লজিস্টিক্যাল ম্যানেজার সব সময় বলে থাকেন, রোহিত শর্মা সব কিছু ঠিকঠাক এনেছেন তো? রোহিত হ্যাঁ না বলা অবধি বাসই ছাড়ে না।

English summary
Virat Kohli Speaks On Rohit Sharma's Forgetfulness Video Goes Viral After Indian Captain's Brain Fade During Toss In Raipur. Rohit Takes A Few Second To Recall The Decision Taken At Team Meeting.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X