For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ওয়ান ডে-তে হার নিয়ে কী বললেন বিরাট কোহলি

নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ওয়ান ডে-তে হার নিয়ে কী বললেন বিরাট কোহলি

  • |
Google Oneindia Bengali News

প্রথম ওয়ান ডে-তে নিউজিল্যান্ড যোগ্য দল হিসেবে জিতেছে বলে জানালেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। কিউয়ি শিবির তাঁদের থেকে অনেক ভালো ক্রিকেট খেলেছেন বলেও দাবি করেছেন টিম ইন্ডিয়ার নেতা। একই সঙ্গে রস টেলর ও টম লাথামের প্রশংসা করতেও ভোলেননি বিরাট কোহলি।

নোট বাতিল ইস্যু

নোট বাতিল ইস্যু

গত সপ্তাহের শুরুতেই নোট বাতিলের ঘোষণা করার পর থেকে সারা দেশে হইচই পড়ে গিয়েছে। আমজনতার অসুবিধা হচ্ছে বলে বিরোধী দলগুলি একযোগে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারের বিরোধিতায় সরব হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস সরাসরি এই নোট বাতিলের আইনকে কালা কানুন বলে আখ্যা দিয়েছে। এই নিয়ে বিরোধী দলগুলি যে সংসদে হাঙ্গামা বাঁধাবে তা নিজেরাই স্পষ্ট করে দিয়েছে। ফলে এবারের শীতকালীন অধিবেশনের শুরুর দিনগুলিতে এই ইস্যুটিই সবচেয়ে বড় আকার নিতে চলেছে।

ভারতের হার

ভারতের হার

হ্যামিলটনের প্রথম ওয়ান ডে ম্যাচে আগে ব্যাট করে পাহাড় প্রমাণ ৩৪৭ রান তোলে ভারত। দ্বিতীয় ইনিংসে সেই পাহাড় টপকে যায় নিউজিল্যান্ড। ১১ বল বাকি থাকতেই ম্যাচ জিতে যায় কিউয়ি শিবির।

সার্জিক্যাল স্ট্রাইক

সার্জিক্যাল স্ট্রাইক

সেপ্টেম্বরের মাঝামাঝি জম্মু ও কাশ্মীরের উরিতে সীমান্ত পেরিয়ে এসে হামলা চালায় পাকিস্তানি জঙ্গিরা। ঘটনায় ১৮ সেনা জওয়ান শহিদ হন। সেই ঘটনার বদলা নিতে সেপ্টেম্বরের শেষে পাল্টা সীমান্ত পেরিয়ে পাকিস্তানে ঢুকে পরপর কয়েকটি জঙ্গি লঞ্চ প্যাড গুড়িয়ে দেয় ভারতীয় সেনা। বহু জঙ্গিকেও নিকেশ করে।

এই সার্জিক্যাল স্ট্রাইকের ঘটনা নিয়েও বিরোধীরা সুর চড়িয়েছে। কংগ্রেসের মতো অনেক দল এই ধরনের ঘটনার প্রমাণ চেয়েছে। এমনকী কংগ্রেসের তরফে দাবি করা হয়েছে তাদের আমলেও এমন সার্জিক্যাল স্ট্রাইক ঘটানো হয়েছে।

দুর্দান্ত টেলর ও লাথাম

দুর্দান্ত টেলর ও লাথাম

অভিজ্ঞ রস টেলরের দুর্দান্ত শতরানের সৌজন্যে ভারতের বিরুদ্ধে তিন ম্যাচের সিরিজে ১-০ ফলে এগিয়ে গেল নিউজিল্যান্ড। ৮৪ বলে ১০৯ রান করা টেলরকে যোগ্য সঙ্গত দেন নিউজিল্যান্ডের স্ট্যান্ড-ইন-অধিনায়ক টম লাথাম। ৪৮ বলে ৬৯ রানের ঝড়ো ইনিংস খেলেন তিনি।

জম্মু ও কাশ্মীরের সমস্যা

জম্মু ও কাশ্মীরের সমস্যা

গত জুলাই মাসের শুরুতে হিজবুল জঙ্গি বুরহান ওয়ানির মৃত্যুর পর থেকে কার্যত জতুগৃহের আকার নিয়েছে জম্মু ও কাশ্মীর। উপত্যকায় গত কয়েকমাসে তীব্র অশান্তি ও আমজনতা-প্রশাসন সংঘর্ষে বহু মানুষের মৃত্যু হয়েছে। আহত হয়েছে কয়েক হাজার মানুষ।

পাকিস্তানি জঙ্গিদের সঙ্গে হাত মিলিয়ে উপত্যকার বিচ্ছিন্নতাবাদীরা কাশ্মীরে সাধারণ মানুষের ভিড়ে মিশে অশান্তি ছড়াচ্ছে বলে কেন্দ্র অভিযোগ করেছে। তবে সেরাজ্যে সরকারে রয়েছে বিজেপি-পিডিপি জোট। ফলে রাজ্যে অশান্তির প্রশাসনিক দায় তাদেরই, এমনটাই দাবি করে বিজেপিকে আক্রমণ করেছে বিরোধীরা।

বিরাটের প্রশংসা

বিরাটের প্রশংসা

হ্যামিলটনের ওয়ান ডে-তে নিউজিল্যান্ড অনবদ্য পারফরম্যান্স করেছে বলে জানিয়েছেন টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলি। ৩৪৭ রান জয়ের জন্য যথেষ্ট হলেও রস টেলর ও টম লাথাম অসাধ্য সাধন করেছেন বলে দাবি ভারত অধিনায়কের। তাছাড়া প্রতিপক্ষ তাঁদের থেকে ভালো খেলেছে বলেও বিশ্বাস করেন বিরাট।

এক পদ এক পেনশন

এক পদ এক পেনশন

এক পদ এক পেনশন বিতর্ক ফের একবার মাথাচাড়া দিয়ে উঠেছে। সম্প্রতি রামকিষাণ গ্রেওয়াল নামে এক প্রাক্তন সেনাকর্মী এই বিতর্কে আত্মহত্যা করেছেন। তিনি সরকারের ধার্য করা অঙ্কের চেয়ে কম পেনশন পাচ্ছিলেন। এই ঘটনার চাপ সহ্য করতে না পেরে তিনি আত্মহত্যা করেন। যা নিয়ে রাজধানী দিল্লি উত্তাল হয়ে ওঠে। ফলে এই ইস্যুতেও কেন্দ্রকে কড়া আক্রমণ করবে বিরোধীরা তা এককথায় স্পষ্ট।

ভুল সংশোধন

ভুল সংশোধন

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে এখনও দুটি ম্যাচ বাকি। দুর্দান্ত ছন্দে রয়েছেন ভারতীয় ব্যাটসম্যানরা। বোলাররা ছন্দে ফিরলে দল ঘুরে দাঁড়াবে বলেই বিশ্বাস করেন টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলি। হ্যামিলটনে হওয়া ভুল থেকে তাঁরা শিক্ষা নেবেন বলেও জানিয়েছেন ভিকে।

কৃষকদের পরিস্থিতি

কৃষকদের পরিস্থিতি

সারা দেশে কৃষকদের পরিস্থিতি সঙ্গীন। তারা সঠিকভাবে শস্য-সবজি উৎপাদন করতে পারছেন না, ফসলের দাম পাচ্ছেন না। এবং একইসঙ্গে জলকষ্টে ভুগছেন। এই অবস্থ থেকে কৃষকদের বের করে আনার জন্য কেন্দ্র কী ব্যবস্থা নিয়েছে তা নিয়ে এবার কেন্দ্রের নরেন্দ্র মোদাী সরকারকে চাপে ফেলতে পারে বিরোধীরা।

English summary
Virat Kohli speaks about the Indian defeat against New Zealand
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X