For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আইপিএল ২০২০ : আরসিবি-র ভারসাম্যে মুগ্ধ অধিনায়ক বিরাট বললেন এই কথা

আইপিএল ২০২০ : আরসিবি-র ভারসাম্যে মুগ্ধ অধিনায়ক বিরাট বললেন এই কথা

  • |
Google Oneindia Bengali News

এবারের রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর দলের ভারসাম্যে মুগ্ধ হয়েছেন অধিনায়ক বিরাট কোহলি। তাঁর চোখে আইপিএলের শুরু থেকে এখনও পর্যন্ত সময় ধরলে এই আরসিবি দল সর্বকালের সেরা। এবারের দলে এমন কী দেখলেন অধিনায়ক, তা জেনে নেওয়া যাক।

অন্যতম সেরা ভারসাম্যযুক্ত দল

অন্যতম সেরা ভারসাম্যযুক্ত দল

এবারের রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর দলের ভারসাম্যে মুগ্ধ হয়েছেন অধিনায়ক বিরাট কোহলি। বলেছেন, এই দল বিগত বছরগুলিতে তিনি দেখেননি। এই দলের ব্যাটিং বিভাগের পাশাপাশি বোলিং বিভাগও যথেষ্ট শক্তিশালী বলে দাবি করেছেন বিরাট কোহলি। ক্রিকেটাররা মাঠে কীভাবে নিজেদের প্রমাণ করবেন, তা তাঁদের ওপর নির্ভর করছে বলে মনে করেন আরসিবি অধিনায়ক।

সেরা দল কোনটি

সেরা দল কোনটি

২০১৬ সালের আইপিএলের ফাইনালে পৌঁছেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। সেবার ব্যাট হাতে কামাল করেছিলেন অধিনায়ক বিরাট কোহলি। ভাল খেলেছিল গোটা দল। ওই দলকে আরসিবি-র ইতিহাসে সর্বকালের সেরা বলে আখ্যা দিয়েছেন বিরাট।

শুরুতে চাপে ছিলেন কোহলি

শুরুতে চাপে ছিলেন কোহলি

করোনা ভাইরাসের জেরে পাঁচ মাস ব্যাট ধরতে না পারেননি। এতদিন পর আরসিবি-এর নেটে ব্যাট করতে নেমে তিনি যে আতঙ্কে ছিলেন, তা সরল ভাবেই স্বীকার করেছেন অধিনায়ক বিরাট কোহলি। তবে যতটা ভেবেছিলেন, ততটাও খারাপ অবস্থা নয় বলেও জানিয়েছেন আরসিবি নেতা।

শরীরচর্চার সুফল পাচ্ছেন বিরাট

শরীরচর্চার সুফল পাচ্ছেন বিরাট

করোনা ভাইরাসের জেরে লকডাউনে অবস্থায় তিনি ঘরে নিয়মিত শরীরচর্চা চালিয়ে গিয়েছেন বলে জানিয়েছেন বিরাট কোহলি। তাই হয়তো পরিস্থিতি এবং পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে তাঁর বিশেষ অসুবিধা হয়নি বলে মনে করেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের অধিনায়ক। এতদিন পর ব্যাট হাতে নেমে নিজের মনের কাছে নিজেকে ফিট প্রমাণ করা সবচেয়ে বড় কাজ বলে মনে করেন টিম ইন্ডিয়ার অধিনায়ক।

করোনার আবহে ভারত বনাম অস্ট্রেলিয়ার প্রথম টেস্ট হবে কোন মাঠে?করোনার আবহে ভারত বনাম অস্ট্রেলিয়ার প্রথম টেস্ট হবে কোন মাঠে?

English summary
Virat Kohli speaks about Royal Challengers strenth in IPL 2020
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X